Tazel bin Tamzid

Tazel bin Tamzid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tazel bin Tamzid, Digital creator, Sylhet.

Following me..🤳🤳
13/04/2023

Following me..🤳🤳

29/12/2022
02/12/2022

🟦অপরূপ লালাখাল👌↪️➡️↘️🟥🟧🟨🟩🟦🟪🟫⬛⬜◼️◻️◾◽▪️▫️🔹🔸

শীতের শ্রভ্রতা যেমন মন কাড়ে, তেমনি ঝড়-বৃষ্টির বাগড়া থেকেও রেহাই মেলে শীতে। শীত শীত আবহাওয়ায় মানুষ ক্লান্ত হয় কম। প্রকৃতিও থাকে শান্ত। সে কারণে শীতকালই ঘুরে বেড়ানোর জন্য উপযুক্ত সময়। তাই ভ্রমণপিপাসুরা সাধারণত শীতকালকেই বেছে নেয় ভ্রমণের জন্য।

আর পাহাড়-বন-জঙ্গলে কিংবা সমুদ্রে হারিয়ে যেতে চাইলে এখনি মোক্ষম সময়। সুতরাং দেরি না করে ঘুরে আসুন এই শীতে সিলেটের অপূর্ব নদী লালাখাল। তাছাড়া শীতের তীব্রতা এখন অনেকটাই কম। এইতো অপূর্ব সুযোগ!

লালাখালের রূপ আর শীতকাল যেন একে অপরের পরিপূরক। দেখা হলেই বদলে যায় মনের রঙ। সেই রঙ ধরা পড়ে লালাখালের জলে। অসাধারণ নীল রঙ ধারণ করে নদীটি এই ঋতুতে। স্থির স্বচ্ছ নীল জলের ওপর নৌকায় ভাসতে ভাসতে পাহাড় দেখার আনন্দই অন্যরকম। সিলেট মানেই নদী আর পাহাড়ের মিতালী। দূরের ঝরনা থেকে বয়ে আসা নদীর স্বচ্ছ জল আর তাতে আকাশের প্রতিবিম্ব সিলেটকে করেছে ছবির মতো সুন্দর।

নদী হওয়ার পরও নাম কেন খাল সে প্রশ্ন আছে সবার মনেই। কিন্তু স্থানীয়দের কাছে এর কোনো উত্তর মেলেনি। অপূর্ব নীল জলের কারণে এর নাম হতে পারত নীলাখাল। কিন্তু সেটিও ঘটেনি। নামের রহস্য রহস্যই রয়ে গেছে আর যুগে যুগে এ নামেই ভ্রমণপিপাসু মানুষদের আকর্ষণ করে চলেছে নদীটি।

নদীর যেখানে শুরু সেখানেই রয়েছে বিশাল চা বাগান। দুই পাড়ে তেমন কোনো বাড়িঘর নেই। আছে নানা রকমের গাছপালা। নদীর বাঁকে বাঁকে ছড়িয়ে আছে সৌন্দর্য। শরতে এখানে দেখা মেলে কাশফুলের। দূরের পাহাড়ের নিলাভ সবুজ রঙ আর পাহাড়ে আটকে যাওয়া মেঘ, নীল লালাখাল সব মিলিয়ে এ যেন এক অপার্থিব সৌন্দর্য।

শীতকালীন ভ্রমণে বোনাস হিসেবে পাবেন শীতের পাখির দেখা। পূর্ণিমায় নদীর তীরকে বেছে নিতে পারেন ক্যাম্পিং করার জন্য। তবে পূর্ণিমায় যেতে না পারলেও হতাশ হবার কিছু নেই, আকাশ কুয়াশামুক্ত থাকলে অমাবস্যায় দেখতে পাবেন অগুণতি তারার মেলা।

লালাখালে যেতে হবে নৌকা বা স্পিডবোটে। সারিঘাট থেকে বেছে নিতে হবে আপনার পছন্দের বাহন। তবে নৌকায় ভ্রমণটাই বেশি উপভোগ্য। তাড়াহুড়ো করে না বেড়িয়ে অন্তত একটি দিন সময় নিয়ে ঘুরে বেড়ান। আশপাশের এলাকায় আদিবাসীদের জীবনযাপন দেখতে ভালো লাগবে আপনার। লালাখালে সূর্যাস্তের রূপও অতুলনীয়।

ঢাকা থেকে বাসে বা ট্রেনে যাবেন সিলেট। সিলেটে শিশু পার্ক থেকে লেগুনা বা জাফলংয়ের বাসে চড়ে সিলেট-তামাবিল সড়ক ধরে যাবেন সারিঘাট। সারিঘাট থেকে নৌকা বা স্পিডবোটে বেড়িয়ে আসুন লালাখাল। তবে যদি বন্ধুরা মিলে দল বেঁধে আসেন তাহলে সিলেট থেকে মাইক্রোবাস বা গাড়ি ভাড়া করেও যেতে পারেন।

থাকার ব্যবস্থা

লালাখালে একমাত্র থাকার ব্যবস্থা রয়েছে নাজিমগড় রিসোর্টে। আগে থেকে রুম বুক করা ভালো। তবে আপনি যদি সিলেট শহরে অবস্থান করেন এবং একদিনের মাঝেই লালাখাল থেকে ফিরতে চান তাহলে রাত ৮টার মধ্যে রওনা দেবেন। সিলেটে থাকার জন্য অসংখ্য হোটেল এবং রিসোর্ট রয়েছে।

সিলেট শহর থেকে শুধু লালাখালের জন্য মাইক্রোবাসের ভাড়া ২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে হবে, গাড়ি নিলে ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে। সারা দিনের প্ল্যান হলে ভোরে সিলেট থেকে রওনা দিতে হবে। তাছাড়া বাস কিংবা লেগুনায় ৪০ থেকে ৬০ টাকার মধ্যে সারিঘাট যেতে পারবেন। সেখানে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া ৮০০ থেকে ১৫০০ টাকা আর স্পিডবোটে যেতে চাইলে ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকা হতে পারে। নৌযানে কমপক্ষে ১৫ থেকে ২০ জনের বসার ব্যবস্থা আছে।

প্রকৃতি মনকে শান্ত করে, উদার করে। তাই কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পান ঘুরে আসুন। প্রকৃতিকে ভালোবাসুন। প্লাস্টিক জাতীয় কিছু বা কোনো আবর্জনা যেখানে সেখানে ফেলা থেকে বিরত থাকুন। দেশ আমাদের, একে সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই।

30/10/2022

লালাখাল নীল নদীতে

14/10/2022

গানে গানে প্রাকৃতিক দেখতে থাকুন.?

11/10/2022

এইটা আবার কি রখম চা বানানো, আমি প্রথম দেখলাম 👌👌

11/10/2022

বাংলার নীল নদীতে 👌👌

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tazel bin Tamzid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share