Kushiara TIMES

Kushiara TIMES .
(2)

01/10/2025

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা সতুন মর্দন ফুরকানিয়া মক্তব এর ছাদ ঢালাইয়ের কাজ চলিতেছে।

30/09/2025

"হিন্দু ভাই-বোনদের প্বার্শে
বিএনপি আছে
হিন্দু ভাই-বোনদের প্বার্শে
আবেদ রাজা আছে"
এ শ্লোগানে মুখরিত হয়ে উঠে যখন বিএনপি নেতা এড আবেদ রাজা নেতৃবৃন্দদের নিয়ে কুলাউড়ার পূজা মন্ডপসমূহ পরিদর্শন করেন।

তিনি ৩০ সেপ্টেম্বর, ২৫- মংগলবার দিনব্যাপি শরিফপুর, হাজীপুর ও টিলাগাঁও ইউনিয়নের পূজা মন্ডপ সমূহে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে দূর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন।

আজ ৩০/৯/২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার বাদেপাশা ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসাইন সাহেব ও কুশিয়ারা পু...
30/09/2025

আজ ৩০/৯/২০২৫ ইংরেজি রোজ মঙ্গলবার বাদেপাশা ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান উপাধ্যক্ষ জাহিদ হোসাইন সাহেব ও কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের সম্মানিত ইনচার্জ জনাব ইউনুস খন্দকার সাহেব ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গকে নিয়ে ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপের দায়িত্বশীলূের সাথে মতবিনিময় করেন,, এবং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোন অসুবিধা হচ্ছে কি না খোজ খবর নেন। কুশিয়ারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব ইউনুস খন্দকার সাহেব বলেন আইন শৃঙ্খলা বিষয়ে আমি সচেষ্ট আছি, যতদিন পূজা চলবে ততদিনে আমি সর্বোচ্চ নজরদারি রাখবো। ইনচার্জ মহোদয় আরও বলেন যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আমার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করবেন,, আমি আপনাদের সহোযোগিতায় আইনি সকল পদক্ষেপ নিবো।

ইনশাআল্লাহ সিলেট ৬ ( গোলাপগঞ্জ_ বিয়ানীবাজার) সংসদ সদস্য হিসেবে দেখতে চাই, Adv Mujibur Rahman  এডভোকেট মুজিবুর রহমান ভাই ...
30/09/2025

ইনশাআল্লাহ সিলেট ৬
( গোলাপগঞ্জ_ বিয়ানীবাজার) সংসদ সদস্য হিসেবে দেখতে চাই,
Adv Mujibur Rahman এডভোকেট মুজিবুর রহমান ভাই তৃণমুলের নিকট সুপরিচিত ও সার্বজনীনভাবে জনপ্রিয় সাদা মনের অধিকারী একজন রাজনীতিবিদ। নির্বাচনের মাঠে সর্বমহলে উনার জনপ্রিয়তা রয়েছে,
* #নারী_ও_শিশু_নির্যাতন_দমন_ট্রাইবুনালের_পিপি,
* সিলেট জেলা বিএনপির _যুগ্ন_সাধারণ_সম্পাদক
~বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক, ~ সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য, ~কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য
#সিল_জেলা_বিএনপির সাবেক আইন-বিষয়_সম্পাদক
-সভাপতি গোলাপগঞ্জ উপজেলা মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়, ~সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী,
ইনশাআল্লাহ দল উনাকে ধানের শীষের প্রার্থী হিসেবে সিলেট ৬, গোলাপগঞ্জ বিয়ানীবাজার নির্বাচনী আসনে মনোনয়ন দিবে এলাকায় জনগণ এই প্রত্যাশা করছে।

30/09/2025

শান্তির বাজার ছোট নৌকা বাইস অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে

30/09/2025

সম্পদ ও সুযোগ-সুবিধায় সিলেট বিভাগবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে হবে ...সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা

২৮ সেপ্টেম্বর, রোববার দ্বিপ্রহরে জাতীয় প্রেস ক্লাব,ঢাকার সন্মুখে গ্রেটার সিলেট সুপ্রীম কোর্ট ল'ইয়ার্স এসোসিয়েশন এবং নবীগঞ্জ- বাহুবল মৈত্রী সংগের যৌথ উদ্যোগে নবীগন্জ-বাহুবলের স্হানীয় গ্যাস থেকে এলাকাবাসীকে গ্যাস সরবরাহ এবং স্হানীয়দের কর্মসংস্হানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগবন্ধু, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি, রাজনীতিবিদ এডভোকেট আবেদ রাজা।

সভাপতিত্ব করেন সংগঠনদ্বয়ের উদ্যোক্তা এড আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের শফিক আহমদ, নেওয়াজ চৌধুরী,জালালাবাদ ফাউন্ডেশনেরের এনাম আহমদ, সুপ্রীম কোর্টের আইনজীবী এনামুল হক সোহেল, বাহুবলের সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ন্যায্য দাবী আদায়ে অংগীকার পুনর্ব্যাক্ত করে অধিকার আদায়ে সিলেট বিভাগবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান fans

29/09/2025

সিলেট ৬ গোলাপগন্জ - বিয়ানিবাজার আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব সেলিম উদ্দিন সাহেব বাদেপাশা ইউনিয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন #জননেতা_মোহাম্মদ_সেলিম_উদ্দিন #সংসদ_সদস্য_পদপ্রার্থী_সিলেট_৬_আসন fans

29/09/2025

কাদিপুর হরে কৃষ্ণ সংঘ সার্বজনীন পূজা মন্ডপ দক্ষিণ পাড়া।

29/09/2025

জামায়াত কে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে অনেকে মিথ্যা নেরেটিভ তৈরির চেষ্টা করছেন। একটি দলের নেতার নারী বিদ্বেষী মন্তব্যের জবাব সম্মানিত মা বোনেরা আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট বিপ্লবের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ।

🎙️এহতেশামুল আলম জাকারিয়া° {এসিস্ট্যান্ট সেক্রেটারি - গোলাপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী) || সাবেক সভাপতি - বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির "সিলেট জেলা পূর্ব "

হারানো বিজ্ঞপ্তি নাম : কুতুব উদ্দিন (মাস্টার) বয়স : ৮১ পেশা : রিটায়ার্ড শিক্ষক ঠিকানা : ফতেহপুর,মিরগঞ্জ বাজার,ভাদেশ্বর,গ...
28/09/2025

হারানো বিজ্ঞপ্তি
নাম : কুতুব উদ্দিন (মাস্টার)

বয়স : ৮১

পেশা : রিটায়ার্ড শিক্ষক

ঠিকানা : ফতেহপুর,মিরগঞ্জ বাজার,ভাদেশ্বর,গোলাপগঞ্জ,সিলেট।

গতকাল বিকেলে পরগনা কুনিরচক মোবারকপুর রোড, উনার ছেলে বাসা থেকে নামাজের উদ্দেশ্যে বাহির হয়ে নিখোঁজ হয়ে যান৷

সেই সময় উনার গায়ে সাদা গেঞ্জি,সাদা পাঞ্জাবি,সাদা টুপি ছিলো।

উনি একজন ব্রেন স্ট্রোকের রোগী,তাই সব সময় সঠিক ইনফরমেশন সঠিক ভাবে দিতে পারেন না।

যদি কেউ উনাকে কোথাও দেখে থাকেন তাহলে দয়া করে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।

নাম্বার

+8801710661143 (ছেলে)

+8801645984848 (ছেলে)

+8801637791411 (ছেলে)

🌹🌹🌹৷ ধন্যবাদ ও কৃতজ্ঞতা  🌹🌹🌹গোলাপগঞ্জ উপজেলারআ ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নে জনাব আব্দুস সত্তার সাহেব  ও Ali Basit  সাহেব...
28/09/2025

🌹🌹🌹৷ ধন্যবাদ ও কৃতজ্ঞতা 🌹🌹🌹

গোলাপগঞ্জ উপজেলারআ ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নে
জনাব আব্দুস সত্তার সাহেব ও Ali Basit সাহেবের পক্ষ থেকে ছাত্রদলের টি-শাট বিতরণি অনুষ্ঠানে" উপস্থিত ছিলেন সিলেট ৬ গোলাপগঞ্জ - বিয়ানীবাজারের মাটি ও মানুষের নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, #নারী_ও_শিশু_নির্যাতন_দমন_ট্রাইবুনালের_পিপি,
Adv Mujibur Rahman ভাই " সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,
BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP P

Address

Sylhet
3162

Telephone

+8801323467586

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kushiara TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushiara TIMES:

Share