08/08/2025
মফজ্জিল আলী স্কুলের প্রবাসী ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষে এডহক কমিটির ঘোষণাসমূহ নিয়ে বিভ্রান্তি নিরসনে প্রবাসী ফোরামের বিবৃতি
বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জে মফজ্জিল আলী স্কুলের
প্রবাসী ছাত্রদের পুনর্মিলনী উপলক্ষে এডহক কমিটির ঘোষণাসমূহ নিয়ে বিভ্রান্তি নিরসনে প্রবাসী ফোরাম বিবৃতি প্রদান করেছে। প্রবাসীদের পক্ষে এ বিবৃতি প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ ও পর্তুগাল প্রবাসী হারুন অর রশিদ।
বিবৃতিতে তারা বলেন, এতদ্বারা গ্রুপের সকল সদস্যের প্রতি আমাদের বিনীত অনুরোধ রইল। গত ২ তারিখের মতবিনিময় সভা নিয়ে যে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা অনুরোধ করব—সে বিষয়ে যেন কেউ কোনো অপ্রয়োজনীয় বা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি না করেন। আমরা যেন ভুল তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি সৃষ্টি না করে, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি—ইনশাআল্লাহ।
এডহক কমিটির সভাপতি মুজিবুর রহমান যে বক্তব্য প্রদান করেছেন, তা স্কুল কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তা তাঁদের নিজস্ব প্রস্তাব।
আমরা প্রবাসী ভাইয়েরা নিজেদের মধ্যে আলোচনা ও পরামর্শের ভিত্তিতে আমাদের অনুষ্ঠান সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। এই উদ্দেশ্যে, আমরা প্রবাসীরা
১১ আগস্ট ২০২৫, সোমবার, লন্ডন সময় রাত ১১:৩০ মিনিটে একটি পরামর্শ ও মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
আশা করি, উক্ত সভায় আমরা একটি সুন্দর, গঠনমূলক ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছাতে পারব। ইভেন্ট সম্পর্কিত সকল সিদ্ধান্ত আমরা প্রবাসীরা মিলে সম্মিলিতভাবে নেব ইনশাআল্লাহ। সবাইকে ধৈর্য ও সহনশীলতার সাথে এই কয়েকটি দিন পার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।