07/11/2025
একটু গভীরভাবে ভাবুন— আজ থেকে ঠিক ১০০ বছর পর, এই পৃথিবীতে আজ যারা আছি, তাদের কেউই থাকবে না। আমরা সবাই চলে যাবো সেই অনন্ত অজানায়, যেখানে রাজা-গরিব, ধনী-দরিদ্র, জ্ঞানী-অজ্ঞানী—সবাই সমান। কিন্তু এই সাময়িক জীবনের মধ্যেই আমরা কেমন ব্যস্ত হয়ে পড়ি অহংকারে, হিংসায়, প্রতিযোগিতায়! যেন এই পৃথিবীটাই আমাদের চিরস্থায়ী ঠিকানা।
আমরা ভুলে যাই— সময় কাউকে ছাড় দেয় না। যে মানুষ আজ ক্ষমতায়, কাল সে হয়তো কবরের মাটিতে। যে আজ অহংকারে ভাসছে, কাল হয়তো নীরবতার মাঝে হারিয়ে যাবে। অথচ একটু বিনয়, একটু ভালোবাসা, আর একটু ক্ষমা—এগুলোই হতে পারত জীবনের আসল গৌরব।
জীবন আসলে খুবই ক্ষণস্থায়ী এক সফর। আমরা এসেছি পরীক্ষার জন্য, কিন্তু এখানে স্থায়ী হয়ে যাওয়ার মতো আচরণ করছি। যে মানুষ সত্যিই বুদ্ধিমান, সে জানে— মৃত্যুর পরে থাকবে না সম্পদ, না গর্ব; শুধু থাকবে ভালো কাজের স্মৃতি আর মানুষের দোয়া।
তাই অহংকার নয়, বিনয়কে বেছে নিন। হিংসা নয়, সহানুভূতিকে বেছে নিন। কারণ এই অল্প হায়াতের পৃথিবীতে, সবকিছুই ক্ষণিকের অতিথি মাত্র।
- আরিফুল হাসান