08/05/2025
আপনার ফেসবুক পেইজে রীচ নেই? ভিউ আসে না? অথচ মনিটাইজেশন পেয়েছেন, কিন্তু ইনকাম হচ্ছে না? চিন্তার কিছু নেই! Tanvir's It Solution দিচ্ছে সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সব সমস্যার ১০০% কার্যকর ও প্রফেশনাল সমাধান।
আমরা ৪০ মিলিয়নের বেশি Active Facebook Group-এ শেয়ারিং করে আপনার পেইজে রীচ, ভিউ ও এনগেজমেন্ট বাড়িয়ে দিই মাত্র ১৫০ টাকা প্রতি শেয়ার মূল্যে, আর বেশি শেয়ার নিলে পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট অফার।
শুধু তাই নয়,যদি আপনার পেইজে মনিটাইজেশন হয়েও ইস্য্য চলে আসে, রিকমেন্ডেশন বন্ধ হয়ে যায়, কিংবা কম রীচ ও কম ভিউয়ের সমস্যা থাকে,আপনার পেইজের মনিটাইজেশন পলিসি ভায়োলেশন সমস্যা আন অরিজিনাল কন্টেন্ট সমস্যা – আমরা সব কিছুরই সঠিক ও স্থায়ী সমাধান দিয়ে থাকি।
আরো রয়েছে রাইট ম্যানেজার এড করা এবং আপনার ব্যাক্তিগত আইডি বা যেকোন পেইজে বিজনেস ম্যানেজার এড করে ব্লু ভেরিফাই করিয়ে নিতে পারবেন আমাদের থেকে।
এছাড়াও আপনি যদি ফেসবুক আইডি ডিজেবল বা লকড সমস্যায় পড়েন, পে-আউট রেস্ট্রিকশন পান, কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি স্ট্রাইকে পড়েন – সেসব সমস্যাও আমরা দক্ষতার সাথে সমাধান করে থাকি। আপনার পেইজ বা আইডি ফিরে পাওয়াটা আমাদের দায়িত্ব। শুধু সমস্যা সমাধান নয়, আপনার ব্র্যান্ডিং এবং প্রেজেন্টেশন উন্নত করতে আমরা দিচ্ছি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন সার্ভিস — থাম্বনেইল, ব্যানার ও লোগো ডিজাইন যা আপনার কনটেন্টকে করবে আরও আকর্ষণীয়।
আমরা আরও দিচ্ছি ফেইসবুকে যেকোনো ধরণের বিজ্ঞানপন যা আপনার প্রোডাক্ট সেলস এবং ব্র্যান্ডিং বাড়াতে এবং টার্গেটেড অডিয়েন্স ধরে ফলোয়ার বাড়াতে চান,তাহলে আমাদের Boosting সার্ভিস রয়েছে আপনার জন্য , যেখানে নিখুঁত বাজেট ও সেটিংস দিয়ে আমরা রেজাল্ট নিশ্চিত করি।
আমাদের থেকে আরো পাবেন প্রফেশনাল ফেইসবুক পেজ তৈরী ,লোগো, কাভার, ফটো এডিটিংসহ ফুল সেটআপ।
🟢 কেন Tanvir's It Solution থেকে আপনি সার্ভিস নিবেন ?
🔒 ১০০% নিরাপদ ও বিশ্বাসযোগ্য।
⚡ কাজের আগে ডেমো/প্রমাণ
👨💻 অভিজ্ঞ টিমের হ্যান্ডস অন সার্ভিস
📈 রেজাল্ট ভিত্তিক ও রিজনেবল প্রাইসিং
সোশ্যাল মিডিয়ার যেকোনো কাজের জন্য একটাই নাম — Tanvir's It Solution, যেখানে আপনি পাবেন অভিজ্ঞ টিম, ১০০% রেজাল্ট গ্যারান্টি এবং সম্পূর্ণ নিরাপদ সার্ভিস। এখনই ইনবক্স করুন এবং আপনার সমস্যা দিন আমাদের হাতে, সমাধান নিন নিশ্চিন্তে।