22/05/2022
🥀
`
সবচেয়ে কঠিন কাজ হলো, আল্লাহর সাথে সৎ থাকা এবং নিজের বিবেকের কাছে পরিচ্ছন্ন থাকা। বুদ্ধির চাতুর্য এবং কথার চালাকি দিয়ে জীবনে অনেক জায়গায় আমরা ‘ভালো মানুষ’ হিসেবে নিজেদের প্রমাণ করি, ‘বিজয়ী’ হিসেবে উপস্থাপন করি,
কিন্তু
বিবেকের কাছে বারবার হেরে যাই, ন্যায়বিচারক আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যাই।
তাই, জীবনের প্রতিটি বাঁকে আল্লাহর সাথে সৎ থাকা জরুরি। নিঃসন্দেহে এটি কঠিন কাজ।
তবে, যে এটি করতে পারবে, সে কামিয়াব।
`