14/08/2025
বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারেটি গ্রুপে’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র উদ্যোগে দাখিল উত্তীর্ণ ভুরকি হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ২০ জন কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে মাদরাসা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুস শহিদ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও শামসুল আলম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা শফিকুর রহমান, মাওলানা মো. ফয়জুল হক, মাওলানা আব্দুল কাদির, চ্যারিটি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আতিকুর রহমান, চ্যারিটি সদস্য তারেকুল ইসলাম, এখলাছ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আহসানুল হুদা ও নাতে রাসুল স. পরিবেশন করেন মুয়াজ আহমদ,
অনুষ্ঠানে এসময় মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাফিজ ইয়াকুব আলী, হাফিজ মাওলানা ছাদিকুর রহমান, মো. নুরুল ইসলাম, আলকাছ হোসেন, মাওলানা হামিদুল হক মাহমুদ, মাওলানা বাহা উদ্দিন, হাফিজ হোসাইন মো. মানিক, মাওলানা ছাইফুল্লাহ, চ্যারিটি গ্রুপের সদস্য মাহবুব হাসান,শিক্ষার্থী ও অভিভাবক’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।