Nazim Easy Tech

Nazim Easy Tech নতুনদের জন্য সহায়ক।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আবারও শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে পর্যায়ক্রমে দ...
27/12/2025

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম আবারও শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হচ্ছে। যেসব নাগরিক আগে ভোটার হয়েছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড পাননি এবং যারা সম্প্রতি ভোটার হয়েছেন, তাদের এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়,
স্মার্ট এনআইডি কার্ড বিতরণ একসঙ্গে সব জেলায় নয়, বরং ধাপে ধাপে ও এলাকা ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন, উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে কার্ড বিতরণসংক্রান্ত তথ্য জানানো হচ্ছে।

এসএমএসের মাধ্যমে স্মার্ট এনআইডির
তথ্য জানার সুযোগ।
নাগরিকরা ঘরে বসেই তাদের স্মার্ট এনআইডি কার্ডের অবস্থা জানতে পারবেন। এজন্য নির্বাচন কমিশনের নির্ধারিত নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এসএমএস ফরম্যাট : SC (১৭ সংখ্যার এনআইডি নম্বর) পাঠাতে হবে : ১০৫ নম্বরে।

যাদের এনআইডি নম্বর ১৩ সংখ্যার,
তাদের ক্ষেত্রে জন্মসাল যোগ করে ১৭ সংখ্যা
পূরণ করতে হবে।

👉অনলাইনে এনআইডির কপি সংগ্রহ✍️
স্মার্ট কার্ড হাতে না পেলেও নাগরিকরা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এনআইডির অনলাইন কপি (PDF) সংগ্রহ করতে পারবেন। এই কপি অনেক ক্ষেত্রে সাময়িকভাবে ব্যবহার করা গেলেও গুরুত্বপূর্ণ কিছু কাজে মূল স্মার্ট কার্ড প্রয়োজন হতে পারে।

👉কোথা থেকে সংগ্রহ করবেন স্মার্ট এনআইডি
নির্ধারিত সময় অনুযায়ী সংশ্লিষ্ট এলাকায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে—
- ইউনিয়ন পরিষদ
- উপজেলা নির্বাচন অফিস
- নির্ধারিত বিতরণ কেন্দ্র
এ বিষয়ে স্থানীয় নির্বাচন অফিস থেকে
বিস্তারিত তথ্য জানা যাবে।

সতর্ক থাকার আহ্বান
নির্বাচন কমিশন নাগরিকদের গুজব ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্মার্ট এনআইডি কার্ড নাগরিক সেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে পুনরায় বিতরণ কার্যক্রম শুরু হওয়ায় দীর্ঘদিন অপেক্ষমাণ নাগরিকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

#জাতীয়_পরিচয়পত্র

#স্মার্ট_কার্ড
#নির্বাচন_কমিশন

16/11/2025

চ্যাট ডিপিটিকে অসাধারণ ভাবে কাজে লাগাতে পারেন শুধু ফ্রিল্যান্সিং + কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারাই।।।। বাকি সাধারণ মানুষ শুধু হাবিজাবি প্রশ্ন আর ছবি/পিকচার বানাতে ব্যস্ত।

অসংখ্য কাজের মাঝে জনপ্রিয় যে কাজ গুলো চ্যাট জিপিটি দিয়ে সহজে করা যায়, যা একজন মানুষ করা প্রায়ই অসম্ভব বলা যায়।।।

শুধু তাই না! এর মাধ্যমে ইনকামেরও
অনেক সুযোগ আছে।।।
দেখে জনপ্রিয় কিছু ইনকাম সোর্স।।।।।

💸 ChatGPT দিয়ে ইনকামের উপায়:
1️⃣ Fiverr বা Upwork-এ Script Writing Gig
2️⃣ Blog Post / Copywriting সার্ভিস
3️⃣ YouTube Video Idea ও Script তৈরি
4️⃣ Resume ও Cover Letter Writing
5️⃣ Social Media Caption Writing
6️⃣ Ebook Writing
7️⃣ Digital Course Script তৈরি

এর যে কোন একটা যদি ভালো ভাবে আয়ত্ব করা যায়, তাহলেই ইনকাম করা একদম সহজ।🎉🎉

#সাবধান_সামনে_আগাও ্যাটবটকে #হাইলাইটসシ゚ #বিশেষজ্ঞদের #অযাচিত #ব্রাউজারে #এআই

মেনে চলি কিছু টিপস।।। মোবাইলে খা_রা প ভিডিও (অ শা/লীন বা অনাকাঙ্ক্ষিত ভিডিও) আসা বন্ধ করতে পারেন।।🔒 ১. YouTube বা Google...
13/11/2025

মেনে চলি কিছু টিপস।।।
মোবাইলে খা_রা প ভিডিও (অ শা/লীন বা অনাকাঙ্ক্ষিত ভিডিও) আসা বন্ধ করতে পারেন।।

🔒 ১. YouTube বা Google-এ
Safe Mode চালু করুন।

👉 Safe Mode চালু করতে:
1️⃣ YouTube খুলুন
2️⃣ প্রোফাইল আইকনে ক্লিক করুন
3️⃣ “Settings” → “General” এ যান
4️⃣ নিচে গিয়ে “Restricted Mode” অন করুন

👉 SafeSearch চালু করতে:
1️⃣ Google খুলে “Settings” → “SafeSearch” এ যান
2️⃣ “Turn on SafeSearch” চালু করুন ✅

---

🚫 ২. #ব্রাউজারে অশালীন সাইট ব্লক করুন।

👉 Chrome খুলে যান:

“Settings” → “Privacy and Security” → “Safe Browsing”

এখানে “Enhanced protection” দিন

👉 চাইলে BlockSite বা Safe Browser নামের অ্যাপ ব্যবহার করতে পারেন — এগুলো দিয়ে নির্দিষ্ট সাইট বন্ধ করা যায় 🔐

📱 ৩. ্যাটবটকে Facebook / Instagram / TikTok এ

👉 :

“Settings & Privacy” → “Feed Preferences” → “Reduce sensitive content”

👉 :

“Settings” → “Content preferences” → “Se nsitive Content Control” → “Limit”

👉 :

“Settings and privacy” → “Content preferences” → “Restricted mode” চালু করুন।

👨‍👩‍👧 ৪. #বিশেষজ্ঞদের Family Link ব্যবহার করুন (শিশুদের জন্য)

👉 Google Family Link অ্যাপ ইনস্টল করুন
👉 আপনার সন্তানের ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন— কোন অ্যাপ ব্যবহার করছে, কী সার্চ করছে, সব দেখতে পাবেন ✅

🧹 ৫. #অজানা লিংক ও গ্রুপ থেকে দূরে থাকুন

🚫 WhatsApp, Messenger, Telegram বা Facebook গ্রুপে অচেনা লিংকে ক্লিক করবেন না।

🚫 সন্দেহজনক ভিডিও বা ফাইল সঙ্গে সঙ্গে ডিলিট করুন।
🧠 ৬. Play Store ফিল্টার চালু করুন

👇👇👇👇
সর্বশেষ।।।
👉 Play Store → Profile → Settings → Family → Parental Controls → “ON” করুন
👉 বয়স অনুযায়ী কন্টেন্ট ফিল্টার সেট করুন।

আল্লাহ আপনাকে আমাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন যদি আমরা সচেতন ভাবে চলি।।।

#হাইলাইটসシ゚
#সাবধান_সামনে_আগাও #এআই #অযাচিত

👉 #সাবধান_সামনে_আগাও 📢কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার এখন বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বিভিন্ন কাজ করার পাশাপাশি প...
02/11/2025

👉 #সাবধান_সামনে_আগাও 📢

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের ব্যবহার
এখন বিশ্বজুড়ে বেড়েই চলেছে। বিভিন্ন কাজ করার পাশাপাশি পরামর্শ নেওয়ার জন্যও অনেকে এখন এআই চ্যাটবট নিয়মিত ব্যবহার করছেন।

#বিশেষজ্ঞদের মতে, চ্যাটজিপিটিসহ সব এআই চ্যাটবট আসলে তথ্য বিশ্লেষণকারী অ্যালগরিদমভিত্তিক সফটওয়্যার।
ফলে চ্যাটবটগুলোর না আছে অনুভূতি,
না আছে মানবিক বিচারক্ষমতা।
আর তাই চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত বা সংবেদনশীল তথ্য শেয়ার করলে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস, পরিচয় চুরি, এমনকি আর্থিক ক্ষতির আশঙ্কাও থাকে।

্যাটবটকে যে সাত তথ্য কখনোই দেওয়া যাবে না, দেখে নেওয়া যাক সেগুলো কি কি ।

👉১. ব্যক্তিগত তথ্য বা পাসওয়ার্ড।
এআই চ্যাটবটে ব্যবহারকারীদের দেওয়া তথ্য সংরক্ষণ করা হয়। এসব তথ্য যেকোনো সময় প্রকাশ হতে পারে। আর তাই এআই চ্যাটবটকে কখনোই পাসওয়ার্ড, লগইন তথ্য বা ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। এমনকি যে কথা জনসমক্ষে বলতে চান না, সেটিও লেখা থেকে বিরত থাকতে হবে।

👉২. আর্থিক তথ্য।
ব্যাংক হিসাব নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হলে আর্থিক ক্ষতি বা পরিচয় জালিয়াতির ঝুঁকি তৈরি হতে পারে। আর তাই ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের আর্থিক তথ্য কখনোই এআই চ্যাটবটে দেওয়া যাবে না।

👉৩. ব্যক্তিগত গোপন তথ্য।
চ্যাটবট কোনো মানুষ নয়। এটি আপনার অনুভূতি বোঝে না, গোপনীয়তা রক্ষাও করতে পারে না। তাই ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক বিষয় বা সংবেদনশীল তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

👉৪. চিকিৎসা বা ওষুধসংক্রান্ত পরামর্শ।
এআই চ্যাটবট সাধারণ স্বাস্থ্যবিষয়ক তথ্য দিতে পারে, তবে তা কোনো চিকিৎসকের পরামর্শ নয়। ফলে রোগনির্ণয়, চিকিৎসা পরিকল্পনা বা ওষুধ সেবনের বিষয়ে তথ্যগত ভুল হতে পারে।
শুধু তাই নয়, শারীরিক সমস্যার গোপন তথ্যগুলো অনলাইনে প্রকাশ পেতে পারে। আর তাই রোগের তথ্য লেখা থেকে বিরত থাকতে হবে।

👉৫. ব্যক্তিগত সম্পর্কের তথ্য।
চ্যাটবটগুলোর মানুষের মতো কোনো অনুভূতি না থাকায় আবেগ বা সম্পর্কের জটিলতা বোঝার ক্ষমতা নেই। আর তাই এআই চ্যাটবটগুলোর সঙ্গে রোমান্টিক আলাপ এড়িয়ে চলাই শোভন ও নিরাপদ।

👉৬. গোপন তথ্য বা স্বীকারোক্তি।
অনেকে মানসিক চাপ কমাতে চ্যাটবটে ব্যক্তিগত তথ্য দিয়ে থাকেন। কিন্তু এসব তথ্য অনলাইনে প্রকাশের সম্ভাবনা থাকায় এআই চ্যাটবটকে ব্যক্তিগত গোপন তথ্য জানানো থেকে বিরত থাকতে হবে।

👉৭. যেসব তথ্য প্রকাশ করতে চান না।
যেসব তথ্য আপনি প্রকাশ করতে চান না, তা কখনোই চ্যাটবটে লিখবেন না। সাধারণ কথোপকথনের তথ্য অনলাইনে প্রকাশ পেলে অনেক সময় বড় ধরনের সমস্যা হতে পারে।

#এআই

#সূত্র_টাইমস_অব_ইন্ডিয়া

31/10/2025

আসসালামু আলাইকুম

যদি আপনার ফোনের বয়স জানতে চান তবে তা কীভাবে জানবেন? আপনার স্মার্টফোনের বয়স, প্যাকেজিং থেকে শুরু করে থার্ড পার্টি অ্যাপ ব...
01/09/2025

যদি আপনার ফোনের বয়স জানতে চান তবে
তা কীভাবে জানবেন? আপনার স্মার্টফোনের বয়স, প্যাকেজিং থেকে শুরু করে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার, ম্যানুফ্যাকচারিং কোড ইত্যাদি জরুরি বিষয়গুলির সবকিছুই কীভাবে জানবেন, দেখে নিন।

১. রিটেল বক্সেই ফোনের বয়স
মোবাইল ফোনের বয়স যাচাই করার সবথেকে ভালো উপায় হল রিটেল বক্সটা একবার ভালো করে দেখে নেওয়া। যেকোনো স্মার্টফোনের রিটেল বক্সের পেছনের দিকে ম্যানুফ্যাকচারিং ডেট দেওয়া থাকে। সেখান থেকেই আপনি একটা ধারণা করে নিতে পারেন, ফোনটা কত দিনের পুরনো। এখন কোনও কারণে যদি রিটেল বক্সটাই হারিয়ে ফেলেন, তাহলে অন্য কিছু পদ্ধতি কাজে লাগাতে পারেন।
২. সেটিংস থেকে জানতে পারেন ফোনের বয়স
ফোনের সেটিংস অ্যাপ থেকে সোজা চলে যান আবাউট ফোন সেকশনে। সেখানে ম্যানুফ্যাকচারিং ডেট দেখতে পাবেন আপনি। যদিও বিভিন্ন ব্র্যান্ডের ক্ষেত্রে এই অপশনটি ভিন্ন ভিন্ন জায়গায় দেওয়া হয়। সে ক্ষেত্রে আপনাকে ফোনের সেটিংস অপশনটা একটু খুঁটিয়ে দেখতে হবে।
৩. ই-কমার্স ওয়েবসাইট থেকে বয়স
ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আপনি যদি স্মার্টফোন ক্রয় করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে লগইন করে চলে যান অর্ডার সেকশনে। সেখান থেকে আপনার ফোনটা খুঁজে বের করুন, দেখে নিন কবে তা ডেলিভারি করা হয়েছিল। সেখান থেকে আপনি একটা ধারণা করে নিতে পারেন, কবে তৈরি করা হয়েছিল ফোন।
৪. থার্ড-পার্টি অ্যাপের সাহায্য নিয়ে বয়স
একাধিক থার্ড-পার্টি অ্যাপ রয়েছে, যেখান থেকে আপনার ফোনের বয়স জেনে নিতে পারেন। অ্যানড্রয়েড ফোনের ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে ফোন ইনফো নামের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি খুলে ডিভাইস সেকশনে চলে যান। সেখানে ফার্স্ট সিন সেকশন দেখতে পাবেন। সেখান থেকেই জানতেপারবেন, কবে আপনার ফোন তৈরি করা হয়েছিল।

৫. ম্যানুফ্যাকচারিং কোডের মাধ্যমে ফোনের বয়স
উপরোক্ত পদ্ধতিগুলোর মধ্যে যদি একটিও কাজে লাগাতে না পারেন এবং ফোনের বয়স সম্পর্কে জানতে না পারেন, তাহলে আপনার ফোনের ডায়ালার থেকে নিম্নলিখিত নম্বরগুলো দিয়ে সার্ভিস মেনু খুলতে পারেন। সেখান থেকেই নেভিগেট করে ডিভাইসের ম্যানুফ্যাকচারিং ডেট জানা যেতে পারে। মনে
রাখবেন, এই পদ্ধতি সব ফোনের জন্য কাজে না-ও লাগতে পারে।
* #197328640 #*
* #* #197328640 #* #*
* #0000 #

08/08/2025

📈 ব্যবসা শুরু - ১,৫০,০০০ টাকা:
ঝুঁকিপূর্ণ মনে হয়।
📱 আইফোন - ১,৫০,০০০ টাকা:
সাশ্রয়ী মনে হয়?

🥦 স্বাস্থ্যকর বাজার - ৪,০০০ টাকা:
অনেক বেশি মনে হয়।
🍽️ ডিনার ডেট - ৪,০০০ টাকা:
যুক্তিসংগত মনে হয়?

🎓 নতুন স্কিল শেখা - ১০,০০০ টাকা:
বেশি খরচ মনে হয়।
🧳 ট্যুর - ১৫,০০০ টাকা:
সাশ্রয়ী মনে হয়?

🧠 মানুষ সবসময় দীর্ঘমেয়াদি উন্নতির চেয়ে স্বল্পমেয়াদি আনন্দের পেছনে ছুটে 🎯💭

এনআইডি কার্ডে বয়স সংশোধনের নতুন নিয়ম: জেনে নিন ক্যাটাগরি ও প্রয়োজনীয় কাগজপত্রজাতীয় পরিচয়পত্রে (NID) বয়স সংশোধনের প্রয়োজন...
08/08/2025

এনআইডি কার্ডে বয়স সংশোধনের নতুন নিয়ম:
জেনে নিন ক্যাটাগরি ও প্রয়োজনীয় কাগজপত্র

জাতীয় পরিচয়পত্রে (NID) বয়স সংশোধনের প্রয়োজন অনেক সময়েই দেখা দেয়। কারও বয়স কমানো বা বাড়ানোর প্রয়োজন হতে পারে এক, তিন, পাঁচ, সাত, আট কিংবা ১০ বছরেরও বেশি। এ ধরনের সংশোধনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে আবেদন প্রক্রিয়া।

বয়স পরিবর্তনের ক্যাটাগরি অনুযায়ী শ্রেণিবিন্যাসঃ

১-৩ বছর পরিবর্তন: সাধারণ ক্যাটাগরি

৫-৭ বছর পরিবর্তন: "খ" ক্যাটাগরি

৮-১০ বছর পরিবর্তন: "গ" ক্যাটাগরি

১০ বছরের বেশি পরিবর্তন: "ঘ" ক্যাটাগরি (সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন প্রয়োজন)

যেসব ডকুমেন্ট প্রয়োজন হবে:
নির্বাচন কমিশন ঘোষিত গেজেট অনুযায়ী বয়স সংশোধনের জন্য নির্দিষ্ট ক্যাটাগরি অনুসারে বিভিন্ন ডকুমেন্ট জমা দিতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য:

শিক্ষাগত সনদপত্র: পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কিংবা সমমান

জন্ম নিবন্ধন সনদ (অনলাইন কপি)

চাকরির বই/এমপিও/সুপারিশপত্র (যদি প্রযোজ্য হয়)

পেনশন বই ও হিসাব রক্ষণ কর্মকর্তার প্রত্যয়নপত্র

ওয়ারিশের NID এবং সম্পর্ক প্রমাণকারী দলিল

পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য হলে)

সিভিল সার্জনের বয়স প্রমাণের জন্য রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট

স্বামী/স্ত্রীর NID, সন্তানের NID (প্রযোজ্য ক্ষেত্রে)

কাবিননামা, মুক্তিযোদ্ধা সনদ ইত্যাদি (যদি প্রাসঙ্গিক হয়)

তদন্ত প্রতিবেদন: অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার অফিস থেকে প্রয়োজনীয় তদন্ত

যেখানে আবেদন জমা দিতে হবে:

১-৭ বছরের সংশোধনের জন্য জেলা নির্বাচন অফিস

৮-১০ বছরের জন্য আঞ্চলিক নির্বাচন অফিস

১০ বছরের বেশি হলে মহাপরিচালক, NID উইং-এর অনুমোদন প্রয়োজন

নাম পরিবর্তন/সংশোধনের ক্ষেত্রেও প্রয়োজন হলফনামা:
নিজের বা পিতামাতার পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের হলফনামা প্রয়োজন হবে, যা একজন আইনজীবীর সহায়তায় তৈরি করা যেতে পারে।

জাতীয় পরিচয়পত্রে বয়স পরিবর্তন বা সংশোধন একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। যথাযথ ডকুমেন্ট ও নির্দেশনা অনুসরণ করে আবেদন করলে সহজেই সংশোধন সম্ভব।


Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Nazim Easy Tech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazim Easy Tech:

Share