Fun with Alomgir

Fun with Alomgir Laugh, fun & craziness — welcome to Fun with Alomgir! Daily dose of comedy, skits & good vibes. Stay tuned & keep smiling!

26/05/2025
একটা ছেলে যখন বেকার থাকে, তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না, তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায়। পরিবারের ল...
11/04/2025

একটা ছেলে যখন বেকার থাকে, তখন সে শুধুমাত্র অর্থনৈতিক সংকটে ভোগে না, তার প্রতি লোকের সম্মানটাও নষ্ট হয়ে যায়। পরিবারের লোকেরা তার উপস্থিতি মেনে নেয় অভ্যাসবশত, আর বাইরের দুনিয়া তাকে নিয়ে হাসাহাসি করে। তার দিনগুলো কাটে অপমান আর অপারগতায়। ধীরে ধীরে সে সমাজের চোখে অদৃশ্য হয়ে যায়!

সকালে ঘুম থেকে উঠে মনে হয়, আরেকটা দিন গেল, কিন্তু কিছুই বদলাল না। তারপর কাজ খুঁজতে বের হয়, আশায় থাকে কেউ একটা সুযোগ দেবে। কিন্তু দরজার পর দরজা বন্ধ হয়, কেউ বিশ্বাস করতে চায় না যে সে পারবে! "তোমার অভিজ্ঞতা নেই," "আমাদের লোক লাগবে না," "তুমি আনফিট" এই কথাগুলো তার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় তিলে তিলে!

বাড়িতে ফিরে দেখে, মা মুখ নিচু করে চুপচাপ বসে আছে, বাবা মুখ ঘুরিয়ে নেন, ছোট ভাইবোনের চোখেও এক ধরনের প্রশ্ন "তুমি আসলে করছটা কি?"

যাকে সে ভালোবাসে, সেও ধীরে ধীরে দূরে সরে যায়। কারণ, সম্পর্ক টিকিয়ে রাখতে হলে টাকা রোজগার করা শিখতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। এই নিষ্ঠুর পৃথিবীতে প্রেম টাকা ছাড়া আর কিছু চেনে না!

বন্ধুরা মজা করে, আত্মীয়রা খোঁটা দেয়, প্রতিবেশীরা আড়ালে হাসাহাসি করে। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকেই ঘৃণা করতে শুরু করে। একদিন সে আর কোনো স্বপ্নই দেখে না, কারণ সে জানে, স্বপ্ন কেবল টাকাওয়ালাদের জন্য!

এই দুনিয়া শুধু সাফল্যের গল্প শুনতে চায়। এখানে বেকার হয়ে বেঁচে থাকা মানে অভিশাপ বয়ে বেড়ানো। অভাবের যুদ্ধে সবাই টিকে থাকতে পারেও না। কেউ আত্মহত্যা করে, কেউ কাপুরুষের মতো জীবন কাটায়, আর কেউ মেনে নেয় "জন্মই আমার আজন্ম পাপ!"

14/11/2024

ক্ষমা করা উত্তম কাজ।
আল কোরআন

22/08/2024

আমরা হাতে হাত আর কাঁধে কাঁধ মিলিয়ে শতাব্দী শ্রেষ্ঠ স্বৈরাচার তাড়িয়েছি, এই দূর্যোগও আমরা সম্মিলিতভাবে কাটিয়ে উঠবো, ইন শা আল্লাহ।

গুজরাটের কসাই, আপনি ভুল চাল দিয়েছেন।

জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই।আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই।
16/06/2024

জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই।
আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই।

14/06/2024

আমি আছি মহা গো সুখে আগুন জলে হিংসুকের বুকে💔

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Fun with Alomgir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share