25/10/2025
ম্যাচের আগে রিসিভ করলো এমএলএস এর টপ স্কোরারের গোল্ডেন বুট। লীগে সবমিলিয়ে ২৮ ম্যাচে ছিলো ২৯ গোল।
আজকে মাঠে নেমেই সুয়ারেজের পাস থেকে পাখির মতো উড়ে এসে হেডে এক গোল। গোলের নাম্বার টা ৮৯০। এরপর ৯৬ মিনিটে আরো একটা। হাটি হাটি পা পা করেই যেনো মেসি করে ফেললেন ৮৯১ টা গোল।মায়ামি জিতলো প্লেঅফের ম্যাচে ৩-১ গোলে।
৮৯১ গোল + ৩৯৯ এসিস্ট! বিশ্বকাপ, বিশ্বকাপের দুটো গোল্ডেন বল। ৮ টা ব্যালন ডি'অর, ৬ টা গোল্ডেন বুট, ৫ টা প্লেমেকার এওয়ার্ড, ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ট্রফির মালিক। সর্বকালের সেরা হতে আরও কি কিছু লাগে 👉💥🇦🇷🦙🏆
゚viralシ #মেসি