
23/02/2024
জাপানের এশিমা ওহাশি সেতু। বিশ্বের অন্যতম ভয়ানক সেতু বলা হয় এটিকে।
সেতুটি দেখতে একেবারে রোলার কোস্টারের মতো। বিশ্বের সবচেয়ে খাড়া সেতুগুলোর মধ্যে এটিও পড়ে। জাপানের লেক নাকাওমি নদীর ওপর তৈরি এ সেতু সাকাইমিনাতো ও মাৎসু শহরকে যুক্ত করেছে।
প্রতিদিনের যাতায়াতের জন্যই নির্মিত এটি। একে পর্বতাকৃতির সেতুও বলা হয়।
৪৪ মিটার উঁচু, সেতুটির দৈর্ঘ্য ১.৪৪ কিমি. ও প্রস্থ ১১.৩ মিটার।