Sylhet . Com

Sylhet . Com সময়ের সাথে আমরা

সলমান আহমদ চৌধুরী,সিলেট সহ দেশ-বিদেশের কাছে একটি পরিচিত নাম। আমাদের দীর্ঘ দিনের সহকর্মী, প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে স্থান...
04/05/2025

সলমান আহমদ চৌধুরী,সিলেট সহ দেশ-বিদেশের কাছে একটি পরিচিত নাম। আমাদের দীর্ঘ দিনের সহকর্মী, প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে স্থান করে নিয়েছেন দেশ-বিদেশে। যেখানেই কোন অন্যায়,অসঙ্গতি দেখেন সেখানেই গিয়ে প্রতিবাদ করেন তিনি। বিগত ১৬ বছর আওয়ামীলীগের শাসনামলেও ক্ষমতাশীনদের বিরুদ্ধে কথা বলতে থেমে থাকেন নি তিনি। এর বিনিময়ে অনেক প্রাণনাশের হুমকী সহ মিথ্যা মামলায় একাধিকবার আইনের মুখোমুখি হতে হয়েছে তাকে। বিগত সরকারের আমলে তাকে জামায়াত-শিবির আখ্যায়িত করে হয়রাণি করা হত এখন তাকে ট্যাগ দেয়া হচ্ছে আওয়ামীলীগ-যুবলীগ। তাকে নিয়ে একটি গোষ্ঠী ফেইসবুকে কু-রুচীপূর্ণ লিখালিখি করছে,হয়রাণির জন্য মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। একজন পরিচ্ছন্ন,ষ্পষ্টবাদী ব্যাক্তিকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রাণির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তাকে এইসব হয়রাণিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়া হোক।

সিলেটের সাংবাদিক ভাইদের অনুরোধ,আপনারা এইসব ব্যাপারে একটু নজর দিন,আমাদের সহকর্মীরা এইভাবে হয়রাণির শিকার হলে আমরা কিসের ভরসায় কাজ করব। আজ আমাদের সহকর্মীর সাথে হচ্ছে,কাল আমার/আপনার সাথেও এমনটা ঘটতে পারে।

শেখ হাসিনা পলা*য়নের পর ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম আড়াল থেকে পরিষদ পরিচালনা করছে তার নামে বৈষম...
24/04/2025

শেখ হাসিনা পলা*য়নের পর ৩নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম আড়াল থেকে পরিষদ পরিচালনা করছে তার নামে বৈষম্য বি*রোধী মা/মলা থাকার পরও ৭ মাস পরিষদ এ না গিয়ে সব কাজ আড়াল থেকে কি ভাবে পরিচালনা করেন, সম্প্রতি জানাযায় তার আপন ভাতিজা সৈয়দ রনি হাসান সালাম ভাটেরা (সাবেক সাধারণ সম্পাদক) বর্তমান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক তার পাওয়ার ব্যবহার করে তার চাচাকে ইউনিয়ন পরিষদে বহাল রেখেছে যেখানে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পলা*তক থাকার জন্য ইউএনও ও প্রশাসক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেন কিন্ত সৈয়দ রনি হাসান সালামের বিএনপির পাওয়ার ব্যবহার করে তার চাচাকে ইউনিয়ন পরিষদে বহাল রেখেছে, স্থানীয় কেউ এ বিষয়ে কথা বলতে ভয় পায় কারণ চেয়ারম্যান এর সহযোগী তার চাচাতো ভাই সৈয়দ হৃদয় আহম সদর তাসের রাজ্যত্ব করত যার সামনে কারও কথা বলার সাহস নেই সে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের শফি আহমদ সালমানের গ্রুপ করত শফি আহমদ সালমান সদর কে ব্যবহার করে অনেক অ*প*র্কম করাতো যা স্থানীয় জনসাধারণের কাছ থেকে শোনা যায়, চেয়ারম্যান এর সামনে কেউ কথা বলত না, যদি কেউ সাহস করে প্র*তিবাদ করত সদর তাকে আড়ালে নি/র্যা/তন করতো, ২০১৮ সালের নির্বাচনে সদর এম এম শাহীনের হয়ে কাজ করছে নৌকা প্রতীকের জন্য এলাকার অনেকনে হয়*রানি করছে সে, সেই সালাম তার প্রভাব বিস্তারের জন্য এখন সদর কে বিএনপির কমিটিতে আনার জন্য সর্বচ্চো শক্তি ব্যবহার করছে এ বিষয়ে ভাটেরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম তছন প্রতি*বাদ করলে শারীরিক ভাবে আ/ক্রমণ করতে চায় সালাম সদরুল উনি স্থানীয়দের সহযোগিতায় স্থান ত্যাগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল কবীর ময়ূন নিজে ফোন করে বলেন সদরুল যাতে কমিটিতে ডোকতে না পারে এটা জানার পরও সালামের এমন কর্মকান্ড বিএনপিতে এই সালামের কুটির জোর কোথায় এটাই শেষ নয় টিসিবির চাউলের ডিলার ছিল তৎকালীন আওয়ামিলীগের চেয়ারম্যান এর গ্রুপ এর ছাত্রলীগের সভাপতি তালুকদার সুমন এর সুমন কে প্রবাসে নিরাপদে পৌঁছে দিয়ে সেই ডিলালের দাহিত্ব নেয় সৈয়দ রনি হাসান সালাম পরবর্তীতে সে ১ মাস সঠিক ভাবে বন্টন করলেও এখন আর সেই বন্টন হয় না কয়েক জনকে দেখানোর জন্য বন্টন করলেও সন্ধার পর সেই গুলা তার সহযোগী সদর এর মাধ্যমে হাওয়া হয়ে যায়,

04/12/2024

আবারো বি\\ক্ষো\\ভ মিছিল.....!
সিলেটে সম্মিলিত ব্যবসায়ী ফোরামের আয়োজনে চলছে।
#মিছিল #ব্যবসায়ী

07/05/2024

একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার সন্তানের আকুল আবেদন দক্ষিণ সুরমার উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট শামীম আহমদ কে মটর সাইকেল মার্কায় ভোট ভিক্ষা চাইছেন।

06/05/2024
07/04/2024

বৃহত্তর হেতিমগঞ্জের কায়স্থগ্রামে আলী ইন্টারন্যাশনাল হাফিজীয়া মাদ্রাসায় রমজান মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ শেষে আজকের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান থেকে সরাসরি।

06/04/2024

হেতিমগঞ্জের রফিপুর কেন্দ্রীয় জামে মসজিদে রমজান মাসব্যাপী দারুল ক্বেরাত ও কোরআন শিক্ষাশেষে আজকের পুরষ্কার বিতরণী ও বিদায়ী অনুষ্ঠান।

05/04/2024

প্রায় ৩ হাজার ইমাম মুয়াজ্জিন কে ঈদ উপলক্ষে হাদিয়া দেওয়া হচ্ছে সিলেট সিটি করপোরেশন এর পক্ষ থেকে।

04/04/2024

এক দিকে বৃষ্টি অন্যদিকে ভাবির দোকানে এতো মানুষ!

Address

Sylhet
3100

Telephone

+8801712321708

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet . Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet . Com:

Share