
04/05/2025
সলমান আহমদ চৌধুরী,সিলেট সহ দেশ-বিদেশের কাছে একটি পরিচিত নাম। আমাদের দীর্ঘ দিনের সহকর্মী, প্রতিবাদী কন্ঠস্বর হিসেবে স্থান করে নিয়েছেন দেশ-বিদেশে। যেখানেই কোন অন্যায়,অসঙ্গতি দেখেন সেখানেই গিয়ে প্রতিবাদ করেন তিনি। বিগত ১৬ বছর আওয়ামীলীগের শাসনামলেও ক্ষমতাশীনদের বিরুদ্ধে কথা বলতে থেমে থাকেন নি তিনি। এর বিনিময়ে অনেক প্রাণনাশের হুমকী সহ মিথ্যা মামলায় একাধিকবার আইনের মুখোমুখি হতে হয়েছে তাকে। বিগত সরকারের আমলে তাকে জামায়াত-শিবির আখ্যায়িত করে হয়রাণি করা হত এখন তাকে ট্যাগ দেয়া হচ্ছে আওয়ামীলীগ-যুবলীগ। তাকে নিয়ে একটি গোষ্ঠী ফেইসবুকে কু-রুচীপূর্ণ লিখালিখি করছে,হয়রাণির জন্য মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। একজন পরিচ্ছন্ন,ষ্পষ্টবাদী ব্যাক্তিকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রাণির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তাকে এইসব হয়রাণিমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়া হোক।
সিলেটের সাংবাদিক ভাইদের অনুরোধ,আপনারা এইসব ব্যাপারে একটু নজর দিন,আমাদের সহকর্মীরা এইভাবে হয়রাণির শিকার হলে আমরা কিসের ভরসায় কাজ করব। আজ আমাদের সহকর্মীর সাথে হচ্ছে,কাল আমার/আপনার সাথেও এমনটা ঘটতে পারে।