Ratul's Cuisine

Ratul's Cuisine নিত্য নতুন রেসিপি পেতে আমাদের পেইজের সাথেই থাকুন। পাশাপাশি যেকোন খাবার হোম ডেলিভারি ও দেয়া হয়।।। 🤗🤗

আপনাদের সবার জন্য নিয়ে এলাম কিছু ঘরোয়া সাধারন রেসিপি। আশা করি সবার ভালো লাগবে! 🥰🥰🟩 চিকেন পোলাও (সুগন্ধি ঘরোয়া স্টাইল)উপক...
15/11/2025

আপনাদের সবার জন্য নিয়ে এলাম কিছু ঘরোয়া সাধারন রেসিপি। আশা করি সবার ভালো লাগবে! 🥰🥰

🟩 চিকেন পোলাও (সুগন্ধি ঘরোয়া স্টাইল)

উপকরণ:
বাসমতি চাল – ২ কাপ
মুরগি – ৫০০ গ্রাম
পেঁয়াজ – ১ কাপ (পাতলা কুচি)
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
দই – ½ কাপ
তেজপাতা – ২টি
দারুচিনি – ২ টুকরা
এলাচ – ৩টি
লবঙ্গ – ৩টি
গরম মসলা – ½ চা চামচ
লবণ – স্বাদমতো
তেল/ঘি – ৪ টেবিল চামচ
গরম পানি – প্রায় ৪ কাপ

প্রণালী:
১. প্রথমে মুরগি ধুয়ে তাতে দই, আদা-রসুন বাটা, লবণ, গরম মসলা ও সামান্য তেল মিশিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
২. অন্যদিকে চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
৩. কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নাড়ুন।
৪. তারপর পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন।
৫. মেরিনেট করা মুরগি দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট কষান।
৬. এবার চাল দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিন যেন মুরগি ও চাল একসাথে মিশে যায়।
৭. ৪ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে হালকা আঁচে ১০ মিনিট দমে রাখুন।
৮. নামিয়ে গরম গরম পরিবেশন করুন সালাদ বা রায়তা দিয়ে।

🟩 ডিম আলু কারি

উপকরণ:
ডিম – ৫টি (সেদ্ধ)
আলু – ৩টি (চৌকো করে কাটা)
পেঁয়াজ – ১ কাপ (কুচি)
আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
হলুদ – ½ চা চামচ
লাল মরিচ গুঁড়া – ১ চা চামচ
ধনে গুঁড়া – ½ চা চামচ
টমেটো – ১টি (কুচি)
তেল – ৪ টেবিল চামচ
লবণ – স্বাদমতো

প্রণালী:
১. ডিমগুলো খোসা ছাড়িয়ে সামান্য ভেজে নিন।
২. একই তেলে পেঁয়াজ ভেজে বাদামি করে নিন।
৩. আদা-রসুন বাটা, টমেটো, হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিয়ে মশলা ভাজুন।
৪. আলু যোগ করে মশলার সাথে ৫ মিনিট কষান।
৫. ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন, আলু সেদ্ধ হয়ে এলে ডিম দিন।
৬. হালকা আঁচে ৫ মিনিট রান্না করে নামিয়ে নিন।

🟩 পেঁয়াজি (চায়ের সাথে বিকেলের সঙ্গী)

উপকরণ:
পেঁয়াজ – ২ কাপ (পাতলা কুচি)
বেসন (ছোলার ডাল গুঁড়া) – ১ কাপ
কাঁচামরিচ – ২টি (কুচি)
ধনে পাতা – ২ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
লাল মরিচ গুঁড়া – ½ চা চামচ
পানি – প্রয়োজনমতো
তেল – ভাজার জন্য

প্রণালী:
১. পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, লবণ, মরিচ গুঁড়া ও বেসন একসাথে মিশিয়ে নিন।
২. অল্প অল্প পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।
৩. কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট ভাগ করে ভাজুন।
৪. সোনালি রঙ হলে তুলে নিন।

🟩 চকলেট পুডিং (ওভেন ছাড়াই)

উপকরণ:
দুধ – ২ কাপ
কোকো পাউডার – ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
চিনি – ½ কাপ
ভ্যানিলা এসেন্স – ½ চা চামচ
চকোলেট চিপস/কোকো পাউডার (ঐচ্ছিক) – ১ টেবিল চামচ

প্রণালী:
১. দুধ, কোকো পাউডার, কর্নফ্লাওয়ার ও চিনি একসাথে মিশিয়ে ভালোভাবে ফেটান।
২. মিশ্রণটি মাঝারি আঁচে চুলায় বসিয়ে নাড়তে থাকুন যতক্ষণ ঘন হয়।
৩. ঘন হয়ে এলে ভ্যানিলা এসেন্স মিশিয়ে নামান।
৪. গ্লাসে ঢেলে ঠান্ডা করে নিন।
৫. উপরে চকোলেট চিপস বা কোকো পাউডার ডাস্ট দিয়ে সাজান।

🟩 দুধ চা (পারফেক্ট কালার ও ফ্লেভার)

উপকরণ:
পানি – ১ কাপ
দুধ – ১ কাপ
চা পাতা – ১.৫ চা চামচ
চিনি – স্বাদমতো
আদা কুচি – ½ চা চামচ (ঐচ্ছিক)

প্রণালী:
১. প্রথমে পানিতে চা পাতা ও আদা ফুটিয়ে নিন।
২. রঙ বের হলে দুধ ও চিনি দিন।
৩. মাঝারি আঁচে ৩–৪ মিনিট ফুটিয়ে নামান।
৪. ছেঁকে কাপেতে ঢেলে পরিবেশন করুন।

অবশেষে শীতের আগমন হয়েই গেলো! তাই এবারে চলুন পিঠাপুলি খাওয়া শুরু করি। আজ আপনাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু মজাদার পিঠার রেসিপ...
14/11/2025

অবশেষে শীতের আগমন হয়েই গেলো! তাই এবারে চলুন পিঠাপুলি খাওয়া শুরু করি। আজ আপনাদের জন্য দিয়ে দিচ্ছি কিছু মজাদার পিঠার রেসিপি। আশাকরি সবার ভালোই লাগবে!

🟩 নারকেলের তিল পুলি

উপকরণঃ
ভাজা তিলের গুঁড়া আধা কাপ
খেজুরের গুড় ১ কাপ
এক চিমটি এলাচ গুঁড়া
দারচিনি ২-৩টা
আতপ চালের গুঁড়া ২ কাপ
পানি দেড় কাপ
লবণ স্বাদমতো
ভাজার জন্য তেল দুই কাপ

প্রণালীঃ
কুরানো নারকেলে গুড় দিয়ে ১৫-২০ মিনিট রান্না করতে হবে। একটু শক্ত হয়ে এলে এলাচ, তিল ও চালের গুঁড়া ছড়িয়ে আরও একটু রান্না করতে হবে। তেল উঠে পুর যখন পাকানোর মতো শক্ত হবে, তখন নামিয়ে ঠান্ডা করে লম্বাভাবে সব পুর বানিয়ে রাখতে হবে। এবার চালের গুঁড়া সেদ্ধ করে ভালোভাবে চুলার আঁচ কমিয়ে নাড়তে হবে, যাতে খামিরে কোনো চাকা না থাকে।
একটু ঠান্ডা হলে পানি ছিটিয়ে ভালো করে ছেনে রুটি বানাতে হবে। রুটির এক কিনারে পুর রেখে বাঁকানো চাঁদের মতো উল্টে পিঠে আটকে দিতে হবে। এবার টিনের পাত অথবা পুলিপিঠা কাটার চাকতি দিয়ে কেটে নিতে হবে। কিনারে মুড়ি ভেঙে ও নকশা করা যায়। গরম তেলে মচমচে করে ভাজতে হবে।

🟩 চিতই পিঠা

উপকরনঃ
১ কাপ চালের গুঁড়া
১ মুঠো ভাত
১/২ চা চামচ লবণ
১ টেবিল চামচ তেল
পানি ১/২ কাপ+১ টেবিল চামচ

প্রণালীঃ
সব উপকরণ একসাথে ব্লেন্ড করে গোলা বানিয়ে নিন। গোলা বেশি ঘন অথবা পাতলা হবেনা। ১ঘন্টা রেখে দিন। এরপর মাটির খোলা অথবা লোহার কড়াই চুলায় গরম নিন। কড়াই ভালোভাবে গরম হলে গোল চামচ দিয়ে ১ চামচ গোলা নিয়ে গরম কড়াইতে দিয়ে ঢেকে দিন।
২ মিনিট পর পিঠা ভালোভাবে ফুলে উঠলে খুন্তি দিয়ে তুলে নিন। কড়াই টিস্যু দিয়ে পরিষ্কার করে পরবর্তী পিঠার গোলা ঢালুন। রসে ভিজিয়ে খাওয়ার পাশাপাশি এই পিঠা ভর্তা, মাংসের ঝোল, ঝোলা গুড়ে নারিকেল মিশিয়ে খাওয়া যায়।

🟩 ভাপা পিঠা

উপকরণঃ
সিদ্ধ চালের গুঁড়া ২ কাপ
ভেঙে নেওয়া খেজুরের গুড় ১ কাপ
নারিকেল কোরানো ১ কাপ
লবণ স্বাদমতো

প্রণালীঃ
চালের গুঁড়িতে লবণ মিশিয়ে হালকা করে পানি ছিটিয়ে ঝুরঝুরে করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে, যেন দলা না বাঁধে। এবার বাঁশের চালনিতে চেলে নিন। ভাপা পিঠা বানানোর হাঁড়িতে পানি দিন। এবার মুখ ছিদ্র ঢাকনা বসিয়ে আটা দিয়ে আটকে দিন। যাতে বাষ্প বের হতে না পারে। চুলায় বসিয়ে জ্বাল দিন। পাতলা সুতার দুই টুকরা কাপড় ও ছোট দুটি বাটি নিন। এবার বাটিতে চালা চালের
গুঁড়ি দিয়ে মাঝখানে গর্ত করে গুড় ও নারিকেল দিন। আবার চালের গুঁড়া দিয়ে ঢেকে দিন। এবার এক টুকরা পাতলা সুতির কাপড় ভিজিয়ে পিঠার বাটি ঢেকে উল্টে মুখ ছিদ্র ঢাকনার ওপর পিঠা রেখে সাবধানে বাটি খুলে পিঠা ঢেকে দিন। সিদ্ধ হলে পিঠা উঠিয়ে গরম গরম পরিবেশন করুন।

ভাপা পিঠা তাজা গুঁড়ি অর্থাৎ সঙ্গে সঙ্গে গুঁড়ি করে বানালে ভালো হয়। শুকনা গুঁড়ি দিয়ে বানালে অনেকক্ষণ আগে গুঁড়ি পানি ছিটা দিয়ে রেখে পরে বাঁশের চালানিতে চালতে হবে।

🟩 দুধপুলি

উপকরণঃ
চালের গুঁড়া ৫০০ গ্রাম
দুধ ২ লিটার
খেজুরের গুড় ২ কাপ (স্বাদমতো)
নারকেল কোরানো ২ কাপ
গুড় ২ কাপ

প্রণালীঃ
দুধ ও গুড় জ্বাল দিয়ে ঘন করতে হবে, নারকেল ও গুড় জ্বাল দিয়ে পুর তৈরি করতে হবে। চালের গুঁড়া সিদ্ধ করে ভালো করে মেখে নিতে হবে, এবার ছোট ছোট লুচি কেটে গোল করে মাঝখানে পুর ভরে ছোট ছোট পুলি পিঠা তৈরি করতে হবে। চুলায় দুধ থাকা অবস্থায় পিঠা দিয়ে অল্প জ্বাল দিয়ে পিঠা হলে নামিয়ে গরম অবস্থায় পরিবেশন করুন। ঠাণ্ডা করেও খাওয়া যায়।

🟩 নকশি পিঠা

উপকরণঃ
চালের গুঁড়া ৪ কাপ
পানি তিন কাপ
লবণ সামান্য
ঘি ১ টেবিল চামচ
ভাজার জন্য তেল ৫০০ গ্রাম
গুড় ১ কাপ
চিনি ১ কাপ
পানি ২ কাপ জ্বাল দিয়ে সিরা বানাতে হবে।

প্রণালীঃ
পানিতে লবণ ও ঘি দিয়ে চুলায় দিন। ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে সেদ্ধ করে কাই বানাতে হবে।
আধা ইঞ্চি পুরু করে রুটি বানিয়ে পছন্দমতো আকার দিয়ে কেটে নিন। খেজুর কাঁটা দিয়ে রুটিতে পছন্দমতো নকশা করুন।
এবার প্রথমে ডুবোতেলে ভেজে নিন। এবারে নামিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ পর আবার তেলে ভেজে সিরায় দিয়ে ১ মিনিট রেখে তুলে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

🟩 মালপোয়া

উপকরণঃ
ময়দা ১ কাপ
সুজি ১ কাপ
চিনি ১/২ কাপ
দুধ ১ কাপ
মৌরি ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
ঘি ২৫০ গ্রাম (চাইলে তেল দিয়েও করা যাবে)

প্রণালীঃ
ময়দা, সুজি ও চিনি একটি বড় পাত্রে নিয়ে শুকনো অবস্থায় মিশিয়ে নিন। চাইলে সামান্য মৌরিও মিশিয়ে নিতে পারেন।
এবার এতে দুধ দিয়ে গোলা তৈরি করুন। গোলা বেশি ঘন হয়ে গেলে আরেকটু দুধ দিয়ে ফেটিয়ে নিতে পারেন।
ময়দার মিশ্রণ ঘণ্টাখানেক ঢেকে রাখুন। অন্যদিকে পরিমাণমতো পানিতে চিনি মিশিয়ে সিরা তৈরি করে নিন। চিনি যেন পুরোপুরি মিশে যায়।
এতে দুই তিনটি এলাচ দিয়ে দিতে পারেন। সিরা আলাদা করে রাখুন। এবার কড়াইয়ে তেল বা ঘি গরম করে নিন। ডুবো তেলে ব্যাটার দিন।
সোনালি-বাদামি রং হয়ে গেলে নামিয়ে নিন। যারা রস ছাড়াই মালপোয়া ভালোবাসেন তারা সিরা ব্যবহার করবেন না।
আর যারা রসে ডোবানো মালপোয়া খেতে পছন্দ করেন, তারা গরম মালপোয়া এক মিনিট সিরায় ডুবিয়ে তুলে ফেলুন।

🟩 ঝিনুক পিঠা

উপকরণঃ
চালের গুঁড়া ১ কাপ
ময়দা ১ কাপ
দুধ দেড় কাপ
কোড়ানো নারকেল ১ কাপ
লবণ সামান্য
চিনি ২ কাপ
পানি ৩ কাপ
এলাচ গুঁড়া ১/২ চা চামচ
নতুন চিরুনি ২টি
তেল ভাজার জন্য

প্রণালীঃ
লবণ, ময়দা ও চালের গুঁড়া একসাথে মিশিয়ে নিন। ভালোভাবে দুধ ফুটিয়ে তাতে প্রথমে নারকেল দিন। ফুটিয়ে এরপর চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে রুটির মতো ডো করে নিন। একটু ঠান্ডা করে ভালোভাবে ময়ান করে নিন।
এরপর ছোট ছোট লেচি কেটে সেখান থেকে ছোটো করে কেটে ডিম্বাকৃতির বল বানিয়ে নিন। এবার একটি বলকে একটি চিরুনির উপর রেখে আর একটি চিরুনি দিয়ে চেপে ঝিনুকের আকৃতিতে মুড়িয়ে নিন। এইভাবে সবগুলো বানানো হলে ডুবো তেলে গোল্ডেন করে ভেজে নিন।
চিনি, পানি ও এলাচ গুঁড়া একসাথে মিশিয়ে জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিন। সিরা বেশি ঘন হবেনা। চুলা থেকে সসপ্যান নামিয়ে পিঠাগুলো গরম সিরায় ছেড়ে দিন। এবার ঠান্ডা করে ড্রাই ফ্রুটস দিয়ে, অথবা আপনার পছদ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন মজাদার ঝিনুক পিঠা।

🟩 ম্যারা পিঠা

উপকরণঃ
চালের গুড়া ২ কাপ
লবণ পরিমানমত
পানি ২ কাপ

প্রণালীঃ
প্রথমে চালের গুড়া সামান্য ভেজে নিন। এবার ভাজা চালের গুড়ার মধ্যে গরম পানি ও লবণ দিয়ে আটা সিদ্ধর মতো হাতে কাই করে নিন। তারপর হাতের তালুতে গোল গোল বা লম্বা করে বিভিন্ন আকৃতি করে ভাপে সিদ্ধ দিন। এভাবে তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু ম্যারা পিঠা। এই পিঠা শুটকি ভর্তা, গুড় বা মাংস দিয়ে পরিবেশন করুন।

চিকেন পাক্কি বিরিয়ানি রান্না করলাম ফ্রেন্স! 😍😍চো-র আপু ভাইয়ারা প্লিজ এইবার এই ছবিটা চু-রি করে নিজেদের নামে চালিয়ে দেন! 🤩...
12/11/2025

চিকেন পাক্কি বিরিয়ানি রান্না করলাম ফ্রেন্স! 😍😍
চো-র আপু ভাইয়ারা প্লিজ এইবার এই ছবিটা চু-রি করে নিজেদের নামে চালিয়ে দেন! 🤩🤩

গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে যেকোন ভর্তাই জমে যায়। তাই আপনাদের জন্য দিয়ে দিলাম ১০ রকম ভীষন মজাদার কয়েকটি ভর্তার রেসিপি! প...
11/11/2025

গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে যেকোন ভর্তাই জমে যায়। তাই আপনাদের জন্য দিয়ে দিলাম ১০ রকম ভীষন মজাদার কয়েকটি ভর্তার রেসিপি!
প্রতিটি ভর্তার রেসিপি আলাদা আলাদা করে প্রত্যেকটি ছবির ক্যাপশনে পেয়ে যাবেন!!! 🤗🤗
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)

বাজারে বের হয়েছে শীতের নতুন আলু। নতুন আলু দিয়ে তৈরি করুন মজাদার এই রেসিপি গুলো! আশা করি আপনাদের ভালো লাগবে! 🟩 আলুর দমউপক...
10/11/2025

বাজারে বের হয়েছে শীতের নতুন আলু। নতুন আলু দিয়ে তৈরি করুন মজাদার এই রেসিপি গুলো! আশা করি আপনাদের ভালো লাগবে!

🟩 আলুর দম

উপকরণঃ
মাঝারি সাইজের আলু – ১০/১২ টি
পেঁয়াজ কুচি – ২টি
টমেটো কুচি – ১টি
রসুন বাটা – ১ চা চামচ
আদা বাটা – ১ চা চামচ
হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
মরিচ গুঁড়া – ১ চা চামচ
জিরা গুঁড়া – ১ চা চামচ
লবণ – স্বাদ অনুযায়ী
তেল – ৩ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া – ১/২ চা চামচ
ধনে পাতা কুচি – সাজানোর জন্য

প্রণালীঃ
১. আলুগুলো খোসা ছাড়িয়ে হালকা সেদ্ধ করে নিন।
২. প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নরম করুন।
৩. রসুন, আদা, টমেটো, এবং মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৪. সেদ্ধ আলু দিয়ে আরও ৫ মিনিট নেড়ে পানি দিয়ে ঢেকে দিন।
৫. গ্রেভি হয়ে গেলে গরম মসলা দিয়ে নামিয়ে ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

🟩 আলু পরোটা

উপকরণঃ
ময়দা – ২ কাপ
সেদ্ধ আলু – ২টি
হলুদ গুড়া - ১/৪ চা চামচ
ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি – ১ চা চামচ
জিরা গুঁড়া – ১/২ চা চামচ
লবণ – স্বাদ অনুযায়ী
তেল – ভাজার জন্য

প্রণালীঃ
১. ময়দায় লবণ,হলুদ ও পানি দিয়ে খামির তৈরি করুন।
২. আলু চটকে তার সঙ্গে ধনেপাতা, কাঁচা মরিচ, জিরা গুঁড়া মিশিয়ে পুর তৈরি করুন।
৩. খামির ছোট ছোট লেচি করে মাঝখানে পুর দিয়ে রুটি বেলুন।
৪. তাওয়ায় হালকা তেলে ভেজে সোনালি করুন।
৫. চাটনি বা দইয়ের সাথে গরম গরম পরিবেশন করুন।

🟩 আলুর চপ

উপকরণঃ
সেদ্ধ আলু – ৩টি
পেঁয়াজ কুচি – ১টি
কাঁচা মরিচ কুচি – ২টি
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
লবণ – স্বাদমতো
বেসন – ১ কাপ
হলুদ, মরিচ গুঁড়া – সামান্য
তেল – ভাজার জন্য

প্রণালীঃ
১. সেদ্ধ আলু চটকে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা এবং লবণ মেশান।
২. গোল গোল চপ বানিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ভাজুন।
৩. গরম গরম পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।

🟩 পটেটো উইজেস

উপকরণঃ
আলু – ৩টি (লম্বা করে কাটা)
অলিভ অয়েল – ২ টেবিল চামচ
রসুন গুঁড়া – ১ চা চামচ
মরিচ গুঁড়া – ১ চা চামচ
শুকনো ওরেগানো – ১ চা চামচ
লবণ – স্বাদমতো

প্রণালীঃ
১. আলুগুলো লম্বা করে কেটে তাতে সব মসলা ও তেল মেখে নিন।
২. ১৮০° C-তে ওভেনে ২৫ মিনিট বেক করুন।
৩. সোনালি রঙ হলে বের করে চাটনি বা ডিপের সঙ্গে পরিবেশন করুন।

🟩 মজাদার আলু ভর্তা

উপকরণঃ
সেদ্ধ আলু – ৪টি
সরিষার তেল – ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি – ১টি
কাঁচা মরিচ কুচি – ২টি
লবণ – স্বাদমতো
ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ

প্রণালীঃ
১. সেদ্ধ আলু চটকে তাতে পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ মেশান।
২. সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিন।
৩. ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

১৫৯৯ টাকার বাটারক্রিম স্পেশাল ক্লাস করুন অফার ফি তে মাত্র ২৯৯ টাকায়! (অফার টি শুধুমাত্র ১৫ জনের জন্য,আগে আসলে আগে পাবেন)...
09/11/2025

১৫৯৯ টাকার বাটারক্রিম স্পেশাল ক্লাস করুন অফার ফি তে মাত্র ২৯৯ টাকায়! (অফার টি শুধুমাত্র ১৫ জনের জন্য,আগে আসলে আগে পাবেন)

হুইপড ক্রিমের কেক ও বাটারক্রিমের কেকের মধ্যে কিন্তু অনেক বিস্তর পার্থক্য থাকে ফ্রস্টিং,স্বাদ,টেক্সচার এসবে। এইসব কিছু নিয়েই বাটারক্রিম স্পেশাল ক্লাস টি সুন্দর করে সাজিয়েছি!

ক্লাসের অফার ফিঃ ২৯৯ টাকা (এই ফি তে আসলে এই ধরনের ক্লাস না,তাও অফার টি দিলাম)

ক্লাসের সময়ঃ ক্লাস টি অনলাইনে লাইভের মাধ্যমে করানো হইছে। এখন সেইভ আছে ও লাইফটাইম সেইভ থাকবে! সুবিধামত বারবার দেখে নেয়া যাবে!

বাটারক্রিম স্পেশাল ক্লাসে যা যা থাকছেঃ
☘ ময়েস্ট ভ্যানিলা স্পঞ্জ কেক (বাটারক্রিম দিয়ে কেক ফ্রস্টিং করতে বিশেষ ধরনের কেক বেইজ প্রয়োজন আর সেটাই করে দেখানো হবে)
☘ সুইস মেরাং বাটারক্রিম তৈরি ও যাবতীয় সকল টিপস
☘ ইতালিয়ান গ্লোসি বাটারক্রিম তৈরি ও যাবতীয় সকল টিপস
☘ বাটারক্রিম দিয়ে কেক লেয়ারিং
☘ বাটারক্রিম দিয়ে কেক ক্রাম্ব কোটিং
☘ বাটারক্রিম দিয়ে কেক ফিনিশিং
☘ বাটারক্রিম দিয়ে একটি কেক সম্পুর্ন ডেকোরেশন
☘ বাটারক্রিম স্টোরিং প্রসেস
☘ ক্লাস শেষে প্রাইসিং,কস্টিং ও সেলিং আইডিয়া

ক্লাস টি করতে 01686658680 এই নাম্বারে অফার ফি ২৯৯ টাকা বিকাশ সেন্ড মানি করে ইনবক্স করে আপনার সীট কনফার্ম করুন!

বিকাল/সন্ধ্যার নাস্তায় এই রেসিপিগুলো চা-য়ের সাথে বেশ ভালো যায়! আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে! (রেসিপি বাই রাতুল ...
08/11/2025

বিকাল/সন্ধ্যার নাস্তায় এই রেসিপিগুলো চা-য়ের সাথে বেশ ভালো যায়! আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে!
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)

🟩 সিঙ্গারা রেসিপি

উপকরণঃ
ময়দা ২ কাপ
তেল ২ টেবিল চামচ (ডো’র জন্য)
পানি পরিমাণমতো
লবণ ১ চা চামচ
সেদ্ধ আলু ২টি (মাখানো)
মটরশুঁটি ১/২ কাপ
পেঁয়াজ কুঁচি ১টি
আদা বাটা ১ চা চামচ
কাঁচা মরিচ কুঁচি ২ টি
গরম মশলা ১/২ চা চামচ
তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালীঃ
ময়দা, লবণ, তেল ও পানি দিয়ে নরম ডো তৈরি করে ঢেকে রাখুন।
আলুর পুরের জন্য মাখানো আলু, মটরশুঁটি, পেঁয়াজ, আদা বাটা, কাঁচা মরিচ, লবণ ও গরম মশলা একসাথে মিশিয়ে নিন।
ডো থেকে ছোট বল তৈরি করে রুটি বানান। রুটি অর্ধেক করে শঙ্কু আকৃতির বানিয়ে পুর ভরে বন্ধ করুন।
ফ্রোজেন করতে চাইলে এই পর্যায়ে বক্সে বা জিপলক ব্যাগে ভরে ডিপে রেখে ২ ঘন্টা ঠান্ডা করে,বের করে আবার রেখে নিন। তাহলে একটার সাথে একটা আর লেগে যাবে না।
এবারে তেল হালকা কুসুম গরম থাকতে সিঙ্গারা দিয়ে দিন। মাঝারি আচে তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

🟩 সমুচা রেসিপি

উপকরণঃ
ময়দা ২ কাপ
তেল ২ টেবিল চামচ
পানি প্রয়োজনমতো
লবণ ১ চা চামচ
মুরগির কিমা ১ কাপ
পেঁয়াজ কুঁচি ১টি
রসুন বাটা ১ চা চামচ
কাঁচা মরিচ কুঁচি ২টি
গরম মশলা ১/২ চা চামচ
তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালীঃ
ময়দা,তেল,লবণ ও পানি দিয়ে নরম ডো বানিয়ে ১০ মিনিট রেখে দিন।
প্যানে তেল দিয়ে পেঁয়াজ, রসুন ও মুরগির কিমা ভাজুন। কাঁচা মরিচ ও গরম মশলা দিন।
ফ্রোজেন করতে চাইলে এই পর্যায়ে বক্সে বা জিপলক ব্যাগে ভরে ডিপে রেখে ২ ঘন্টা ঠান্ডা করে,বের করে আবার রেখে নিন। তাহলে একটার সাথে একটা আর লেগে যাবে না।
ডো থেকে ছোট বল নিয়ে পাতলা রুটি তৈরি করে অর্ধেক করে কেটে সমুচার শেপ দিন।
পুর ভরে ভেজে নিন। ভালো করে পানি দিয়ে সিল করে দিবেন। নাহয় ভাজলে খুলে যাবে। নামিয়ে সসের গরম গরম পরিবেশন করুন।

🟩 চিকেন কাটলেট রেসিপি

উপকরণঃ
মুরগির কিমা ১ কাপ
সেদ্ধ আলু ২টি
পেঁয়াজ কুঁচি ১টি
রসুন বাটা ১ চা চামচ
কাঁচা মরিচ কুঁচি ২টি
ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ
ব্রেডক্রাম্বস ১ কাপ
ডিম ১টি
লবণ ও গরম মশলা স্বাদমতো
তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালীঃ
মুরগির কিমা, সেদ্ধ আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, ধনেপাতা, লবণ ও গরম মশলা মিশিয়ে মন্ড তৈরি করুন।
গোল বা ওভাল আকৃতি দিন। ফ্রোজেন করতে চাইলে এই পর্যায়ে বক্সে বা জিপলক ব্যাগে ভরে ডিপে রেখে ২ ঘন্টা ঠান্ডা করে,বের করে আবার রেখে নিন। তাহলে একটার সাথে একটা আর লেগে যাবে না।
ব্রেডক্রাম্বস ও ডিমের প্রলেপ লাগিয়ে গরম তেলে ভেজে নিন। চুলার আচ শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি থাকবে! গরম গরম পরিবেশন করুন।

🟩 চিকেন নাগেটস রেসিপি

উপকরণঃ
মুরগির মাংস কিমা ২ কাপ
ব্রেডক্রাম্বস ১/২ কাপ
ডিম ১টি
পেঁয়াজ বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
সাদা গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালীঃ
কিমা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাদা গোলমরিচ, লবণ ও কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিন।
ছোট ছোট পিস আকৃতি দিন। ফ্রোজেন করতে চাইলে এই পর্যায়ে বক্সে বা জিপলক ব্যাগে ভরে ডিপে রেখে ২ ঘন্টা ঠান্ডা করে,বের করে আবার রেখে নিন। তাহলে একটার সাথে একটা আর লেগে যাবে না।
ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বসে গড়িয়ে গরম তেলে ভেজে নিন। চুলার আচ শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি থাকবে! নামিয়ে কেচাপ এর সাথে পরিবেশন করুন।

ট্রাস্ট মি! এটা এত্ত স্বাদ,একবার খেলে আপনি আরও বার বার খেতে চাইবেন। 😋😋বলুন ত এটা কি? 😍😍
05/11/2025

ট্রাস্ট মি! এটা এত্ত স্বাদ,একবার খেলে আপনি আরও বার বার খেতে চাইবেন। 😋😋
বলুন ত এটা কি? 😍😍

মাত্র ৯৯ (অফার ফি)  টাকায় করুন বাটারস্কচ কেকের ক্লাস!!! 🤩🤩এই অফার ফি টি শুধুমাত্র ৩০ জনের জন্য!!!  পুরো পোস্ট মনোযোগ দিয়...
04/11/2025

মাত্র ৯৯ (অফার ফি) টাকায় করুন বাটারস্কচ কেকের ক্লাস!!! 🤩🤩
এই অফার ফি টি শুধুমাত্র ৩০ জনের জন্য!!!

পুরো পোস্ট মনোযোগ দিয়ে পড়বেন!!!

ক্লাস টি করানো হয়ে গেছে। ক্লাস টি লাইভের মাধ্যমে করানো হয়েছে এবং এখন সেইভ আছে। লাইফটাইম সেইভ থাকবে। ক্লাসের গ্রুপে লাইফটাইম এড থাকতে পারবেন যখন ইচ্ছা যত খুশি দেখে নিতে পারবেন!!! কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারবেন।
এই কেক টা আরো অন্যান্য কেক এর চেয়ে একটু ভিন্ন ও দারুন স্বাদের!!! 😋😋
-------------------------------------------
বিশেষ নোটঃ এই ক্লাসের অফার ফি সিট মাত্র ৩০ টা। অর্থাৎ ৩০ জনের বেশি নিবো না। তাই আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।।।

এই ক্লাসে যা যা থাকছেঃ
🔴 বাটারস্কচ কেক বেইজ
🟠 প্রিলাইন তৈরি
🟡 ক্যারামেল সস তৈরি
🔵 বাটারস্কচ ফ্রস্টিং তৈরি
🟣 বাটারস্কচ কেক সম্পুর্ন ডেকোরেশন

ক্লাস টি করতে 01686658680 এই নাম্বারে ৯৯ টাকা বিকাশ করে ইনবক্স করুন!!!

নোটঃ ভালো করে বুঝে শুনে বিকাশ সেন্ড মানি করুন। রিচার্জ করলে ক্লাসে এন্ট্রি দেয়া হবে না।

চো-র/চুন্নি আপুরা অধীর আগ্রহে আশা নিয়ে বসে থাকে,কখন কিছু নতুন রেসিপি আপলোড দিবো! আর উনারা খপ করে সেটা কপি,পেস্ট করে ছবিস...
03/11/2025

চো-র/চুন্নি আপুরা অধীর আগ্রহে আশা নিয়ে বসে থাকে,কখন কিছু নতুন রেসিপি আপলোড দিবো! আর উনারা খপ করে সেটা কপি,পেস্ট করে ছবিসহ নিজেদের নামে চালিয়ে নিজেদের পেইজে পোস্ট করবে!....🥲🥲

মিষ্টি লাভার দের জন্য নিয়ে এলাম কিছু মজাদার মিষ্টির রেসিপি। আশা করি সবার ভালো লাগবে! (রেসিপি বাই রাতুল হায়দার রাহাত) 🟩 ম...
03/11/2025

মিষ্টি লাভার দের জন্য নিয়ে এলাম কিছু মজাদার মিষ্টির রেসিপি। আশা করি সবার ভালো লাগবে!
(রেসিপি বাই রাতুল হায়দার রাহাত)

🟩 মালাই স্যান্ডউইচ মিষ্টি

উপকরণঃ
লিকুইড দুধ ১ লিটার
সুজি ১ চা চামচ
ময়দা ১ চা চামচ
গুঁড়ো দুধ ১ কাপ
গুঁড়ো খোয়া ক্ষীর ৫০ গ্রাম
চিনি ৩০০ গ্রাম
ভিনেগার ও পানি ২ + ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালীঃ
একটি বড় কড়াইতে ১ লিটার দুধ গরম করুন।
২ টেবিল চামচ ভিনেগার ও ২ টেবিল চামচ পানি মিশিয়ে ধীরে ধীরে গরম দুধে ঢালুন।
দুধ কাটতে শুরু করলে ছানাটা ছেঁকে নিন এবং ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে নিন।
ছানাগুলো একটি প্লেটে নিয়ে ৫ মিনিট ধরে ভালো করে মেখে নিন।
এবার মিশ্রণে সুজি এবং ময়দা যোগ করুন ও পুনরায় ভালো করে মাখুন।
মিশ্রণ থেকে ছোট লেচি কেটে ডিমের আকারে তৈরি করুন। হালকা চাপ দিয়ে চেপে নিন।
কড়াইতে ২ টেবিল চামচ চিনি দিয়ে হালকা আঁচে ক্যারামেল তৈরি করুন।
এরপর আরও চিনি ও জল যোগ করে একটি পাতলা চিনির শিরা বানান।
শিরার রং লালচে হয়ে এলে মিষ্টি গুলো শিরার মধ্যে দিয়ে ২০ মিনিট ধরে ফুটিয়ে নিন।
এরপর মিষ্টিগুলো শিরা থেকে তুলে রাখুন।
একটি পাত্রে দুধ ও গুঁড়ো দুধ একসঙ্গে মিশিয়ে শক্ত ক্ষীর তৈরি করুন।
শিরায় ফুটানো মিষ্টিগুলো মাঝখান থেকে অর্ধেক কেটে নিন।
কাটা অংশে ক্ষীরের পুর ভরে দিন এবং আবার উপরের অংশ দিয়ে চাপা দিন।
আপনার সুস্বাদু মালাই স্যান্ডউইচ মিষ্টি প্রস্তুত! এটি ঠান্ডা করে পরিবেশন করুন। মিষ্টির এই অনন্য স্বাদ সবাইকে মুগ্ধ করবে।

🟩 ইলিশ পেটি সন্দেশ

উপকরণঃ
দুধ ১ লিটার
পাউডার দুধ ১ কাপ
চিনি ১/৪ চা চামচ
এলাচ গুঁড়ো ১ চিমটে
ফুড কালার (কমলা): ১ ফোটা

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি কড়াইতে ১ লিটার দুধ ঢেলে গ্যাসে বসান।
দুধ ফুটতে শুরু করলে অনবরত নাড়তে থাকুন। দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে এলে এর মধ্যে পাউডার দুধ যোগ করুন।
মিশ্রণটি ভালোভাবে নাড়তে থাকুন যাতে কোনো দানা না থাকে।
দুধের মধ্যে চিনি ও এলাচ গুঁড়ো যোগ করুন।
মিশ্রণটি কড়াই ছেড়ে এলে গ্যাস বন্ধ করুন। ঠান্ডা হওয়ার জন্য মিশ্রণটি কিছুক্ষণ রেখে দিন।
ঠান্ডা হলে খুন্তি দিয়ে এক জায়গায় মিশ্রণটি জড়ো করুন।
একটি প্লেটে সামান্য ঘি ব্রাশ করুন।
ঠান্ডা মিশ্রণটি প্লেটে ঢেলে হালকা করে চেপে একটি সমান স্তর তৈরি করুন।
সামান্য মিশ্রণ আলাদা করে নিয়ে ফুড কালার (কমলা) মিশিয়ে ছোট ছোট বল তৈরি করুন।
প্লেটে রাখা মিশ্রণটি মোটা করে রুটির মতো ছড়িয়ে দিন।
কুকি কাটার দিয়ে গোল গোল আকারে কেটে নিন।
প্রতিটি গোলাকার সন্দেশের মাঝখানে চামচের সাহায্যে হালকা করে ডিম্বাকৃতির একটি খাঁজ তৈরি করুন।
তৈরি করা কমলা রঙের বলগুলো সেই খাঁজে বসিয়ে দিন।
ইলিশ পেটি সন্দেশ তৈরি! একটি সাদা প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। এই অভিনব মিষ্টি অতিথি ও পরিবারের মন জয় করবে।

🟩 ইরানি ভোগ মিষ্টি

উপকরণঃ
লিকুইড দুধ ১ লিটার
সুজি ১ চা চামচ
ময়দা ১ চা চামচ
গুঁড়ো দুধ ১ কাপ
চিনি ৩০০ গ্রাম
ভিনেগার ও পানি ২ + ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি কড়াইতে ১ লিটার দুধ গরম করুন। এরপর ২ টেবিল চামচ ভিনেগার এবং ২ টেবিল চামচ পানি মিশিয়ে ধীরে ধীরে দুধে দিন। এতে দুধ কেটে ছানা তৈরি হবে। ছানা ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে পরিষ্কার করে নিন এবং বাড়তি জল ঝরিয়ে ফেলুন।
ছানাকে একটি প্লেটে নিয়ে ৫ মিনিট ভালোভাবে মেখে নিন। এরপর এতে সুজি, গুঁড়ো দুধ এবং ময়দা মেশান এবং আবার ভালো করে মাখুন। মাখানো মিশ্রণ থেকে ছোট ছোট লেচি কেটে নিন এবং লম্বাটে আকারে মিষ্টি তৈরি করুন।
একটি কড়াইতে চিনি এবং প্রয়োজনমতো জল দিয়ে একটি পাতলা চিনির শিরা তৈরি করুন। শিরা ফুটে তৈরি হলে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিন এবং প্রায় ২০ মিনিট ধরে ফুটিয়ে নিন। মিষ্টিগুলো শিরা থেকে তুলে আলাদা করে রাখুন।
অন্যদিকে, একটি বাটিতে দুধ ও গুঁড়ো দুধ মিশিয়ে একটি ঘন মালাই তৈরি করুন। মালাই তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। শিরা থেকে তোলা মিষ্টিগুলো হালকা চেপে অতিরিক্ত জল ঝরিয়ে নিন এবং এগুলো মালাইতে ডুবিয়ে ৫ মিনিট রাখুন।
শেষে খোয়া ক্ষীর নিয়ে মিষ্টিগুলো মালাই থেকে তুলে ক্ষীর দিয়ে ভালোভাবে কোট করুন। আপনার ইরানি ভোগ মিষ্টি প্রস্তুত। ঠান্ডা করে পরিবেশন করুন।

🟩 সাবিত্রী মিষ্টি

উপকরণঃ
লিকুইড দুধ ১ লিটার
গুঁড়ো দুধ ১০০ গ্রাম
ঘি ১ চা চামচ
চিনি ৫০ গ্রাম

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি কড়াইয়ে চিনি দিন এবং এর মধ্যে ২ টেবিল চামচ জল যোগ করুন। মাঝারি আঁচে চিনি গলিয়ে একটি ক্যারামেল তৈরি করুন। ক্যারামেল হয়ে গেলে তার মধ্যে ১ লিটার দুধ ঢেলে দিন। দুধ এবং ক্যারামেল ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিন।
এরপর মিশ্রণটির মধ্যে ১০০ গ্রাম গুঁড়ো দুধ যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ফুটিয়ে ফুটিয়ে ঘন করুন। যখন মিশ্রণ ঘন হতে শুরু করবে, তখন এর উপরে ১ চা চামচ ঘি দিন এবং আবার ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি আরও ঘন হয়ে ক্ষীরের মতো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।
মিশ্রণটি ঠান্ডা করতে একটি প্লেটে ঢেলে রাখুন। ঠান্ডা হয়ে গেলে, অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে চ্যাপ্টা আকারে লম্বা সাবিত্রী মিষ্টি তৈরি করুন।
মিষ্টিগুলো ঠান্ডা হলে পরিবেশন করুন। বাড়িতে সহজেই তৈরি করা এই সাবিত্রী মিষ্টি খেতে দারুণ উপাদেয়।

🟩 দিলখুশ মিষ্টি

উপকরণঃ
বেসন ২ কাপ
চিনি ২-৩ কাপ
ঘি ৩-৪ টেবিল চামচ
সাদা তেল ৩-৪ টেবিল চামচ
পানি ২ কাপ

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটি প্যানে পরিমাণমতো চিনি এবং পানি মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে একটি ঘন চিনির সিরা তৈরি করুন। সিরা তৈরি হয়ে গেলে আঁচ কমিয়ে রাখুন।
এরপর, ধীরে ধীরে সিরার মধ্যে বেসন যোগ করুন। সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াতে থাকুন যাতে বেসন দলা না বাঁধে। মিশ্রণটি নরম এবং মসৃণ পেস্ট হয়ে এলে এতে আগে থেকে গরম করে রাখা ঘি এবং সাদা তেল অল্প অল্প করে যোগ করুন। প্রতিবার তেল ও ঘি দেওয়ার পর ভালোভাবে মেশাতে থাকুন।
মিশ্রণটি ঘন এবং জমাট বাঁধা অবস্থায় এলে একটি ঘি ব্রাশ করা পাত্রে ঢেলে দিন। পাত্রে সমানভাবে ছড়িয়ে দিন এবং ১৫ মিনিটের জন্য ঠান্ডা হতে দিন।
মিশ্রণটি যখন হালকা গরম থাকবে, তখন একটি ছুরি দিয়ে নিজের পছন্দমতো আকারে টুকরো কেটে নিন। এরপর পাত্রটি আরও ৩০ মিনিটের জন্য রেখে দিন যাতে এটি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়।
ঠান্ডা হয়ে গেলে পাত্র থেকে পিসগুলো সাবধানে তুলে নিন এবং পরিবেশন করুন সুস্বাদু দিলখুশ।
পরিবেশনের আগে পিসগুলোর উপরে কাজু বা পেস্তা কুচি ছড়িয়ে সাজিয়ে নিতে পারেন।
ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করলে এটি কয়েকদিন ভালো থাকবে।

কেউ দেখে বিশ্বাস ই করে না,এমন পাউন্ড কেক চুলাতে বানানো সম্ভব! 😁😁 চুলাতে পাউন্ড কেক বানালেও এইরকম ওভেনের মত ফাটানো টেক্সচ...
01/11/2025

কেউ দেখে বিশ্বাস ই করে না,এমন পাউন্ড কেক চুলাতে বানানো সম্ভব! 😁😁
চুলাতে পাউন্ড কেক বানালেও এইরকম ওভেনের মত ফাটানো টেক্সচার আনা সম্ভব! 😇😇
আর এই কেক গুলো খুব সুন্দর করে আমার পাউন্ড কেক স্পেশাল ক্লাসে চুলাতেই করে দেখিয়েছি! 🥰🥰

Address

Chowkidekhi
Sylhet
3100

Telephone

+8801686658680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ratul's Cuisine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Ratul’s Cuisine

আসসালামুয়ালাইকুম। আমি রাতুল হায়দার রাহাত। রান্না ও বেকিং প্রথমে আমার শখের কাজ ছিল। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অনেক দূর অগ্রসর হওয়ায়,এখন আমার খুব কাছের মানুষ দের পরামর্শে ও উৎসাহে শুরু করে দেই শখ থেকে ব্যবসা।

আমার মূল আইটেম গুলো হচ্ছে বেকিং আইটেম,যেমন কেক,বিস্কুট,পিজ্জা,বিভিন্ন ধরনের বন-বার্গার। এবং সেইসাথে আরো থাকছে বিভিন্ন রকমের মিষ্টি ও ফ্রোজেন খাবার। এছাড়াও কারো চাহিদা অনুযায়ী যে-কোন খাবার।

এখন এই সমস্ত আইটেম গুলোর মধ্যে আপনি বিভিন্ন ক্যাটাগরি ও পাবেন। এই যেমন ,

কেক এর মধ্যে আছে,(১) ভ্যানিলা বার্থডে কেক,(২) চকোলেট বার্থডে কেক,(৩) রেড ভেলভেট কেক,(৪) ব্লাকফরেস্ট কেক,(৫) হোয়াইট ফরেস্ট কেক (৬) মোকা কেক,(৭) অরেঞ্জ কেক,(৮) স্ট্রবেরি কেক,(৯) লেমন কেক,(১০) ত্রেস-লেচেস কেক,(১১) ময়েস্ট কেক,(১২) ডার্ক চকোলেট কেক,(১৩) পাউন্ড কেক,(১৪) টি-টাইম কেক,(১৫) কাপকেক সহ আরো অনেক ধরনের কেক।