Sylhet of life

Sylhet of life এটি একান্ত নিজস্ব ফেইসবুক ব্লগ। এসব ব্লগে যারা কমেন্ট করেন তার দায়ভার কমেন্টকারীর।

29/10/2025

আবাদি বলায় ক্ষে*পলেন সিলেটের অটোরিকশা চালকরা!

29/10/2025

প্রত্যেক বিভাগে দুই একজন করে এমপি দিতে চান
ভিপি নূর!!
সিলেট এসে আর কি বললেন ভিপি নূর বিস্তারিত দেখুন ভিডিও তে।

29/10/2025

আজ সকালে
গাছবাড়ী-হরিপুর রাস্তায় সড়ক দু-র্ঘ-টনায়
এক স্কুল শিক্ষিকা মা-রা গেছেন।

সম্মানিত সিলেটবাসী,আমাদের প্রিয় বৃহত্তর  সিলেটের  যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আ...
09/10/2025

সম্মানিত সিলেটবাসী,

আমাদের প্রিয় বৃহত্তর সিলেটের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

জনগণের মৌলিক অধিকার — সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতের অধিকার — আজ মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে, এবং একটি যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা সবাই একত্রিত হবো একটি ঐক্যবদ্ধ কণ্ঠে।

📅 তারিখ: আগামী ১২ই অক্টোবর
🕚 সময়: সকাল ১১টা
📍 স্থান: সিলেট কোর্ট পয়েন্ট

আসুন, দল-মত নির্বিশেষে, আমরা সবাই একত্রিত হই আমাদের প্রিয় সিলেটের অধিকার আদায়ের এই ন্যায্য আন্দোলনে।
আপনার উপস্থিতিই হবে পরিবর্তনের সূচনা।

আহ্বানেঃ
আরিফুল হক চৌধুরী
সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন

সিলেটের জেলা প্রশাসকের অফিস কক্ষের প্রবেশপথে লাগিয়েছেন সতর্কবাণী!
08/10/2025

সিলেটের জেলা প্রশাসকের অফিস কক্ষের প্রবেশপথে লাগিয়েছেন সতর্কবাণী!

08/10/2025

সড়ক পরিবহণ আইন,২০১৮ এর ৪৯(১)(চ) ধারা মোতাবেক চালক ব্যতীত একজনের অধিক সহযাত্রী বহন করা যাইবে না এবং চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করিতে হইবে।এ বিধান প্রথমবার লঙ্ঘনের জন্য জরিমানা ৩০০০ টাকা। দ্বিতীয়বার লঙ্ঘন করিলে জরিমানা ৬০০০ টাকা। তাছাড়া কারাদন্ড প্রদানের বিধান ও রয়েছে।আগামী এক সপ্তাহের মধ্যে সিলেট মহানগর এলাকায় চলাচলকারী মোটরসাইকেল আরোহী এবং সহযাত্রীকে হেলমেট ব্যবহার করতে অনুরোধ করা হলো।নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে!২৭ এপ্রিল থেকে চালু হচ্ছে স্বপ্নের কার্গো ফ্লাইট এখন সিলেট থেকেই সরাসরি মালামাল পাঠানো...
24/04/2025

সিলেটবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে!
২৭ এপ্রিল থেকে চালু হচ্ছে স্বপ্নের কার্গো ফ্লাইট
এখন সিলেট থেকেই সরাসরি মালামাল পাঠানো যাবে ইউরোপে!
দেশি পণ্য যাবে বিশ্ব বাজারে — আরেক ধাপ এগিয়ে যাচ্ছে সিলেটবাসী!
গর্বের মুহূর্ত — সিলেট আন্তর্জাতিক মানচিত্রে আরও একধাপ এগিয়ে!

07/04/2025

জি,হা,দের জন্য ডাক দিলেন সাবেক মেয়র আরিফ।

বিস্তারিত দেখুন ভিডিও তে।

14/02/2025

ড.মিজানুর রহমান আজহারী এম সি কলেজ মাঠে যে গজল গাইলেন।

04/02/2025

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet of life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share