11/02/2025
এমন কাজ করবো কেন,যার জন্য পরবর্তীতে কারো হাতে পায়ে ধরতে হবে? আলেম হিসেবে তো এই হাদিসের উপর আমল থাকার কথা, لا تكلم بكلام تعذر منه غدا
এমন কথা বলো না যার জন্য জবাবদিহি করতে হয়। এই হাদিসে কথা দ্বারা শুধু কথা বুঝানো হয়নি, বরং কথা এবং কাজ উদ্যেশ্য। সুতরাং এমন কাজ করা থেকে বিরত থাকা আবশ্যক, আল্লাহ আমাদের তাওফীক দান করুন।