Mr. Prio 2.0

Mr. Prio 2.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mr. Prio 2.0, Digital creator, Sylhet.

😴 সকালে ঘুম, রাতে প্ল্যান – বড্ড ব্যস্ত আমি!
🤓 বুদ্ধি আছে, কিন্তু ব্যবহার করি খুব কম
🍟 প্রেম নয়, এখন ভাত আর ফ্রাই বেশি জরুরি
😎 স্ট্যাটাস দেখি কম, মুড চেঞ্জ করি বেশি
🧠 মাথা আছে, কিন্তু মাঝে মাঝে রিস্টে চার্জ লাগে
🐸 আমি শান্ত... যদি কেউ না ঘাঁটে!

কার কার লাগবে?? Comments and shere
08/06/2025

কার কার লাগবে??
Comments and shere

Shout out to my newest followers! Excited to have you onboard! Ranjit Das, Shamal Sutra Dhar, Omer Faruq Tarafder, Shuvo...
15/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Ranjit Das, Shamal Sutra Dhar, Omer Faruq Tarafder, Shuvo Moy

18/04/2025

অবশেষে পাওয়া গেলো মীর মুগ্ধ কে হত্যার ভিডিও।

প্রথম ৮ সেকেন্ড ভালো করে দেখেন।
এতো দুরহ কোণে রাস্তার মাঝামাঝি আইল্যান্ড থেকে উঠে দাড়াইছিল মাত্র মুগ্ধ। শত শত ছেলেপেলে উলটা দিক থেকে দৌড়ে পালাচ্ছিল। যেদিকে পালাচ্ছিল ছেলেরা, মুগ্ধ সেদিকে তাকাইছিল জাস্ট।

আর মুগ্ধের গুলি লেগেছিল কপালের সামনে, বের হয়েছে তীর্যকভাবে ডান কানের পিছন দিয়ে।

#মুগ্ধ

Finally got it....Thanks for all
05/04/2025

Finally got it....
Thanks for all

The finalists for the Transfermarkt Followers Cup are set! Bangladesh vs. Argentina! 🔥Who will be the winner? 🏆Voting is...
03/04/2025

The finalists for the Transfermarkt Followers Cup are set! Bangladesh vs. Argentina! 🔥

Who will be the winner? 🏆

Voting is starting soon! 👀

Copyright
hamz

এই কালারের একটি বাইক কিছুক্ষণ আগে নুরপুর কলেজ গেটের কাছে বড় ধরনের এক্সিডেন্ট করেছে,, একজন জায়গাতেই মারা গেছে, আরেকজনকে ...
19/02/2025

এই কালারের একটি বাইক কিছুক্ষণ আগে নুরপুর কলেজ গেটের কাছে বড় ধরনের এক্সিডেন্ট করেছে,, একজন জায়গাতেই মারা গেছে, আরেকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাইকেলের নাম্বারটি দেয়া আছে সবার দ্রুত শেয়ার করে, তাদের আইডেন্টিফাইড করতে সহযোগিতা করুন।
গাড়ি নাম্বারঃ হবিগঞ্জ ল -১১-৫৪৬৮।

14/02/2025

লন্ডনে এক ব্যক্তি প্রকাশ্যে কুরআন শরিফ পোড়াতে গেলে বাবার বয়সী এক ভদ্র আল্লাহ প্রেমিক ছু/রি নিয়ে তেড়ে এসে উদ্ধার করে এবং দুয়েকটা উত্তম মাধ্যমে দেয়। আমি হলে কি হতো. . আল্লাহ মালুম..

゚viralシ # #আল্লাহু #আকবার

19/11/2024

আমরা,

কলেজে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট চাইতেছি।

নার্সিং-এ ভর্তি হয়ে ডাক্তারের সমমর্যাদা চাইতেছি।

পরীক্ষা না দিয়ে জিপিএ-৫ চাইতেছি।

দৈনিক ভিত্তিতে চাকুরিতে যোগদান করে, কোন প্রতিযোগিতা ছাড়াই চাকরি পেয়ে চাকুরীর স্থায়ীকরণ চাইতেছি।

কিন্তু কোনভাবেই নিজের যোগ্যতা-স্কিল বাড়াতে চাইতেছি না।

আমি অযোগ্য থাকবো, ইনকম্পিটেন্ট থাকবো কিন্তু আমাকে যোগ্যদের সমান মর্যাদা আর সুযোগ-সুবিধা দিতে হবে। 🙂

আমরা হলাম সুবিধা পার্টি।।।

19/10/2024

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন। সামনে খুবই খারাপ সময় আসছে!

মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ টাকা, আগামী বছর সেটা ১০৯ টাকার বেশি হবে। আয় কমছে খরচ বাড়ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দুর্ভিক্ষ হয়ত আসছে। অনেক বেশি ঘুরতে যাওয়া, হরহামেশাই দামি কাপড় কেনা, নিয়মিত রেস্টুরেন্টে খাওয়া কমাতে হবে। অযথা যেসব খরচ না করলেও পারা যায় সেগুলো বাদ দিতে হবে।

ইনকামকে তিন ভাগে ভাগ করতে পারেন। এক. ৫০% পরিবারের খরচ, দুই. ২০% পরিবারের বাইরের জরুরি খরচ, তিন. ৩০% সঞ্চয় এবং ব্যাংকে না রেখে ইনভেস্টমেন্ট। তিন নম্বরটা পরে ব্যাখ্যা করছি।

অভিজ্ঞতা থেকে বলছি, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ অনেক সমস্যায় ফেলবে আপনাকে। আর্থিক সমস্যা না হলেও অতিরিক্ত খরচের অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ কয়েক বছর আমার প্রতি মাসে ক্রেডিট কার্ডে ১৫-২৫ হাজার টাকা শুধু রেস্টুরেন্টের বিল এসছে। আমার সাথে যারা চলেছে তারা জানে। এটা যে কত বাজে একটা অভ্যাস আমি বুঝেছি।

এখন আমি একটা পলিসি মেনে চলি। আমার খরচের নতুন কোন খাত তৈরি হওয়ার চান্স থাকলে সেই খরচের জন্য এক্সট্রা আরেকটা ইনকাম সোর্স তৈরির চেষ্টা করি। না পারলে ঐ খরচ এভয়েড করি। এক্সিস্টিং ইনকাম থেকে নতুন কিছুতে খরচ করা বোকামি। আমাকে অনেকে বলে গাড়ি কেনেন না কেন? একটা গাড়ি মানে মাসে লক্ষ টাকা খরচ। সেই খরচের জন্য বাড়তি এক লক্ষ টাকা ইনকামের পথ তৈরি করেই তারপর গাড়ি কেনা যৌক্তিক, নাহয় গাড়ি আর হাতি পোষা এক জিনিস।

সঞ্চয় আর ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। বাংলাদেশে সর্বোচ্চ ব্যাংক ইন্টারেস্ট ৭%, আর মুদ্রাস্ফীতি ৯%। অর্থাৎ ব্যাংক আপনাকে যা দিবে তা জিনিসের মূল্য বৃদ্ধির চেয়েও কম। তাই ইনভেস্ট করার চেষ্টা করুন। হালাল এবং প্রফিট মুদ্রাস্ফিতির চেয়ে কয়েক % বেশিই হবে এটা নিশ্চিত। টাকা জমিয়ে রাখলে দিন শেষে কমে।

আগামী দিন গুলোতে টিকে থাকতে হলে হিসেবি হোন, হিসেবি মানেই কৃপণতা নয়।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Prio 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share