মুহা. আবু সুফিয়ান

মুহা. আবু সুফিয়ান সততা আমার ভিত্তি, জনতা আমার শক্তি, সেবা আমার ইবাদত।
(4)

৫ ই আগষ্ট ২৪ গণভবনে শেখ হাসিনার বেডরুমে প্রথম গ্রুপটা প্রবেশ করে দেখতে পায় রুমের এসিটা তখনও চলছে । রুমটা অগোছালো ছিল। লা...
06/08/2025

৫ ই আগষ্ট ২৪ গণভবনে শেখ হাসিনার বেডরুমে প্রথম গ্রুপটা প্রবেশ করে দেখতে পায় রুমের এসিটা তখনও চলছে । রুমটা অগোছালো ছিল। লাগেজ-সুটকেস পড়া ছিল। জামা-কাপড় ছড়ানো ছিটানো ছিল। বেশ তাড়াহুড়া করে সেখান থেকে বের হতে হয়েছে এটা বেশ ক্লিয়ার বুঝা গেছে,

গণভবনের ডাইনিংয়ে দুপুরের খাবার বাড়া ছিল। খাবারগুলো গরম ছিল। খাবার থেকে ধোয়া উঠছিল। হাসিনাসহ গণভবনের বাসিন্দারা দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলো।

৪০ বছর ক্ষমতায় ঠিকে থাকবে,চ্যালেঞ্জ দেয়া সেই শেখ হাসিনা এক ঘন্টা আগেও কল্পনা করতে পারে নি যে তাকে পালাতে হবে। বরং সে বেশ রিল্যাক্সড ছিল। সে দুপুরে কি কি খাবে, কয় পদ রান্না হবে তার ক্লিয়ার ইন্সট্রাকশন গণভবনের বাবুর্চিকে দিয়েছিল।

দেশের মানুষ হাজারে হাজারে মারা যাচ্ছিল, শত শত বাচ্চা মারা যাচ্ছিল যারা শেখ হাসিনার নাতনির চেয়েও বয়সে বেশ ছোট। এগুলো শেখ হাসিনাকে এক বিন্দুও স্পর্শ করেনি। তিনি ফুরফুরা ছিলেন, আরো হ-ত্যা-যজ্ঞ চালিয়ে ক্ষমতা ধরে রাখার প্রস্তুতি নিয়েছিলেন।

শেখ হাসিনার মধ্যে ছিল কনফিডেন্স আর এরোগেন্স। আমাদের মধ্যে ছিল ভয়, উৎকন্ঠা আর অনিশ্চয়তা। শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে তার নিজ অনুগ্রহে জা-লি-ম মুক্ত করে বিজয় দান করেছেন।

৩ সপ্তাহ আগেও দেশের মানুষ কল্পনাতেও আনে নি শেখ হাসিনাকে কখনো নামানো সম্ভব। ৩ সপ্তাহের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সেই অসম্ভবটাই করে দেখালেন।

আসলে যখন আল্লাহর হুকুম হয়,তখন ধোঁয়া উঠা খাবার সামনে থাকলেও সেটা স্পর্শ করার সুযোগ হয় না। নিজের রুমের এসি-লাইট-ফ্যানটাও বন্ধ করার সময় পাওয়া যায় না। চাইলে ও নিজেকে গুছানো যায়না,সবকিছু অগোছালো রেখেই পালাতে হয়,,কারন সকল ক্ষমতা আর সার্বভৌমত্বের উৎস একমাত্র আল্লাহ, তিনি চাইলে থাকা যায়,না চাইলে এক মিনিট ও নয়,,এটা যেন আমরা সর্বাবস্থায় মাথায় রাখি।

c

একটি হারানো বিজ্ঞপ্তি 🔴গত এক বছর আগে দুপুর ১:১৫ মিনিটে  বাসায় রাগ করে কোথায় জেনো চলে গেছে। এখনো বাসায় আসেনি। বয়স আনুমানি...
05/08/2025

একটি হারানো বিজ্ঞপ্তি 🔴

গত এক বছর আগে দুপুর ১:১৫ মিনিটে বাসায় রাগ করে কোথায় জেনো চলে গেছে। এখনো বাসায় আসেনি।
বয়স আনুমানিক ৭৭
পরনে ছিলো সাদা শাড়ি
মাথায় একটু সমস্যা আছে উল্টা পাল্টা কথা বলে।
কেউ যদি দেখে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করুন...
জিরো ওয়ান পাক পাক নাইন জিরো সেভেন আপ।

03/08/2025

বাবার উপর মেজাজ দেখাইয়োনা
সুর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনই বাবা চলে গেলে দুনিয়া অন্ধকার।

ইয়া আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও তোমার দিনের পথে, যে পথে চললে তুমি খুশি হও এবং আমার জন্য দু’জাহানের কল্যাণকর হয় তা ...
01/08/2025

ইয়া আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও তোমার দিনের পথে, যে পথে চললে তুমি খুশি হও এবং আমার জন্য দু’জাহানের কল্যাণকর হয় তা আমাকে দান কর। আমিন।

28/07/2025

কুমিল্লায় একটি মাদ্রাসা এতিম ছাত্রদের ভর্তি থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু ফ্রী বহন করবে।আগ্রহীরা যোগাযোগ করবেন। শুধু হিফযখানর জন্য ।

এখন থেকে কর্মস্থল এখানে বড় পুস্কুরনি জামিয়া হুসাইনিয়া মঈনুল ইসলাম মাদরাসা ও এতিমখানা
26/07/2025

এখন থেকে কর্মস্থল এখানে
বড় পুস্কুরনি জামিয়া হুসাইনিয়া মঈনুল ইসলাম মাদরাসা ও এতিমখানা

24/07/2025

শিক্ষিত লোক কারা
লেখাপড়া করলেই কেবল হয়না শিক্ষিত। লেখাপড়ায় হয় কেবল ডিগ্রী রক্ষিত।

শিক্ষিত মানুষ চেনার উপায়। শিক্ষিত মানে জ্ঞানী মানুষ।

মনুষ্যত্ববোধ সহ যার মনটা যত উদার সে ততবেশি শিক্ষিত। ডিগ্রিধারী শিক্ষিত লোকের দ্বারা গবীর মানুষের ক্ষতি হবে। প্রকৃত শিক্ষিত সে লোক, যে লোকের দ্বারা কারও ক্ষতি হবে না এবং সবার উপর ইনসাব করবে, ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝবে। সবার উপর মানুষ সত্য। তার কাছে জাতি ভেদাভেদ থাকবে না। সবার উপর ইনসাব করবে। কারও উপর হিংসা-বিদ্বেষ পোষণ করবে না। ছোট্ট বাচ্চাদের অবহেলা করবে না স্নেহ করবে। কোনো কিছুর অপচয় করবে না এবং সময়ের গুরুত্ব দিবে। তার ব্যবহারে মানুষ মুগ্ধ থাকবে। হিসেব কষে কথা বলবে এবং অপ্রয়োজনীয় অহেতুক কথাবার্তা তার মুখ থেকে শুনবেন না। উচ্চস্বরে কথা বলবে না এবং ঠান্ডা মেজাজের হবে।

যারা এতদিন যাবত জেনে এসেছেন কেবল লেখাপড়া করলেই মানুষ শিক্ষিত হয় এটা সম্পূর্ণভাবে ভুল জেনেছেন এতদিন। কেবল লেখাপড়া দিয়ে ডিগ্রিধারী হওয়া যায় বাট শিক্ষিত হওয়া যায় না।

17/07/2025

গোপালগঞ্জ মানে কী? গো─গরু। গোপাল─গরুর পাল। গঞ্জ─হাট। গোপালগঞ্জ─যে হাটে বা গঞ্জে গরুর পাল থাকে।

কাজেই আমার মনে হয়, নামটা বদলে ফেলাই ভালো।

15/07/2025

সহিহ মুসলিম শরীফ ২৫৭ নাম্বার হাদিস,এবং হাদিসের মান সহিহ ৷

🔴 চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাসূল সা. নির্দেশ দিয়েছেন...

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত,

📌এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করল,
فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي
হে আল্লাহর রাসুল! যদি কেউ আমার সম্পদ ছিনিয়ে নিতে উদ্যত হয় তাহলে আমি কী করব?

📌রাসুল (সা.) বলেন,فَلاَ تُعْطِهِ مَالَكَ ‏
তুমি তাকে তোমার সম্পদ নিতে দেবে না।

📍লোকটি বলল,قَالَ أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي
যদি সে আমার সঙ্গে এ নিয়ে মারামারি করে?

📌রাসুল (সা.) বলেন, قَالَ ‏"‏ قَاتِلْهُ ‏
তুমি তার সঙ্গে মারামারি করবে।

📍লোকটি বলল,قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي
আপনি কী বলেন! যদি সে আমাকে হত্যা করে?

📌রাসুল (সা.) বলেন قَالَ ‏"‏ فَأَنْتَ شَهِيدٌ
, তাহলে তুমি শহীদ হিসেবে গণ্য হবে।

📍লোকটি বলল,قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ
আপনি কী মনে করেন, যদি আমি তাকে হত্যা করি?

📌রাসুল (সা.) বলেন,قَالَ ‏"‏ هُوَ فِي النَّارِ ‏
সে জাহান্নামি।’ (মুসলিম, হাদিস : ২৫৭)

আলেমরা এগিয়ে আসেন। চাঁদাবাজদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সময় এসেছে।

আল্লাহ চাঁদা দিতে অস্বীকারকারী ভাইকে শহীদ হিসেবে কবুল করুক।

12/07/2025

বি এন পির অনেক গুণ,দশ মাসে ৪০০ খুন।
যুবদলের অনেক গুণ, পাথর মেরে করে খুন।
চাঁদা তুলে পল্টনে, ভাগ করে লন্ডনে।

11/07/2025

আজ অনেকের পেইজে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে!

যারা পেয়েছেন, এখনই Payout Setup করে নিন।

সেটআপ করার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন:

🔹 ব্যাংক বা পেমেন্ট অপশন ঠিকভাবে বসেছে কিনা

🔹 নাম, ঠিকানা ঠিক আছে কিনা (ব্যাংক/আইডির সঙ্গে মিল আছে কিনা)

🔹 ট্যাক্স ইনফো লাগলে সেটাও ঠিকভাবে দিন

ভুল থাকলে টাকা আটকে যেতে পারে!

এমনকি পে আউট ভেরিফিকেশন ও চলে আসতে পারে যদি পে আউটে সঠিক তথ্য না দেন ডিজেবল হওয়ার চান্স রয়েছে।

Address

কানাইঘাট
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when মুহা. আবু সুফিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share