15/07/2025
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে,
বরমচাল রাউৎগাও (ইটাছড়া) নিবাসী,
জনাব শেখ জহুরুল ইসলাম সিদ্দিকী সাহেবের শ্রদ্ধেয় মাতা
শেখ ফাতেমা সিদ্দিকা
আজ রাত ৯:৫০ মিনিটে, সিলেট শহরে
শেখ জহুরুল ইসলাম সিদ্দিকী সাহেবের নিজ বাসা'য় পরলোকগমন করেছেন।
মরহুমার জানাযার নামাজের সময় ও স্থান পরে জানানো হবে।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হইল।