সত্য কথা

সত্য কথা আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা নিয়মিত ভিডিও ও পোস্ট পেতে পেইজে লাইক এবং ফলো করে পাশে থাকুন

এই লোকগুলো দায়েশ সংগঠনের।যে সংগঠনকে পৃথিবীর উলামায়ে কেরাম পথভ্রষ্ট খারিজী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন।চেহারাগুলো দেখতে ...
07/08/2025

এই লোকগুলো দায়েশ সংগঠনের।যে সংগঠনকে পৃথিবীর উলামায়ে কেরাম পথভ্রষ্ট খারিজী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন।
চেহারাগুলো দেখতে অনেক মায়া লাগে।কিন্তু ইসলাম বাহ্যিক চেহারার মাধ্যমে মানুষের মূল্যায়ন করে না।

এদেরকে বর্তমান সিরিয়ার সুন্নী সরকার গ্রেফতার করেছে।

দায়েশ পৃথিবীর সাধারণ মুসলিমদের কাফের মনে করে।
এমনকি এদের দল বর্হিভূত মুজাহি-দদেরও এই পথভ্রষ্টরা কাফের আখ্যায়িত করেছে।
সারা বিশ্বের সকল মুসলিম সরকারী সেনাবাহিনী,পুলিশ ও অন্যান্য বাহিনীগুলো এদের নিকট কাফের।

ইরাক ও সিরিয়ায় এখনো এদের ফিৎনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বিদ্যমান রয়েছে।

বতর্মান সিরিয়ার সরকার কুখ্যাত বাশার আল-আসাদের পলাতক হত্যাকারী অপরাধীদের ও দায়েশ খারিজীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন।

একদিক দিয়ে এক মূর্তী ভাঙছে অন্য দিক দিয়ে অন্য মূর্তী তৈরি করতেছে এটাই ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম দ্বীন- ধর্ম এবং মূর্...
07/08/2025

একদিক দিয়ে এক মূর্তী ভাঙছে অন্য দিক দিয়ে অন্য মূর্তী তৈরি করতেছে এটাই ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম দ্বীন- ধর্ম এবং মূর্তী।

মূর্তি ও ভাস্কর্য নির্মাণকারীকে ক্বিয়ামতের দিন কঠিন শাস্তি প্রদান করা হবে।
আবদুল্লাহ ইবনু মাসঊদ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, أَشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ الْمُصَوِّرُونَ ‘(ক্বিয়ামতের দিন) আল্লাহ তাআলার নিকট সবচেয়ে কঠিন আযাব হবে ছবি ্মুর্তি প্রস্তুতকারীদের

গণতন্ত্র পূজারীদের কারে ভালো বলবেন?
মুজিবের মূর্তি বলেন আর জিয়ার মুর্তি বলেন
যেমন হারাম, এসব মূর্তিও হারাম।
-২৪এর যুদ্ধাদের মুর্তিও হারাম।
হারাম সর্ব অবস্থায় হারাম।

07/08/2025
নেকাব খুলতে বলায় এয়ারপোর্ট থেকেই ফিরে গেলেন এক মুসলিম নারী!এই মুসলিম নারী তিউনিসিয়া থেকে বেলজিয়ামে এসে এয়ারপোর্ট থেকে ফে...
06/08/2025

নেকাব খুলতে বলায় এয়ারপোর্ট থেকেই ফিরে গেলেন এক মুসলিম নারী!

এই মুসলিম নারী তিউনিসিয়া থেকে বেলজিয়ামে এসে এয়ারপোর্ট থেকে ফেরত গিয়েছেন। কারন এয়ারপোর্টে তাঁকে নেকাব খুলার জন্যে বলা হয়, আর এই পর্দাশীল নারী নেকাব খুলতে অস্বীকৃত জানান। শুধু তাই নয়, ব্রাসেলস এয়ারপোর্ট কতৃপক্ষ এই নারীকে আলাদা কোন রুমে নিয়ে নারী কর্মকর্তা দিয়ে চেক করতে অস্বী'কৃতি জানান।

পর্দাশিল এই নারীও জনস'ম্মুখে এবং কোন পুরুষের সামনে নেকাব খুলতে ইচ্ছুক নন, তাই উনি বেলজিয়ামে প্রবেশ না করে ব্রাসেলস এয়ারপোর্ট থেকেই আবার তিউনিসিয়ায় ফিরে যান। সংখ্যাগ'রিষ্ট খৃস্টান দেশের একজন সংখ্যাল'ঘু মুসলিম নারী হওয়ার পরও পর্দার প্রতি তাঁর সম্মান ও ধর্মভীরুতায় সত্যি মুগ্ধ পুরো দুনিয়া ।
সুত্র - আল জাজিরা

৫ ই আগষ্ট ঐতিহাসিক গনঅভ্যুত্থানের এক বছর। বাঙালির ইতিহাসে রক্তাক্ত এক গৌরবের নাম জুলাই বিপ্লব। বিপ্লবের ঝড়ে লন্ড ভন্ড হয়...
05/08/2025

৫ ই আগষ্ট ঐতিহাসিক গনঅভ্যুত্থানের এক বছর। বাঙালির ইতিহাসে রক্তাক্ত এক গৌরবের নাম জুলাই বিপ্লব। বিপ্লবের ঝড়ে লন্ড ভন্ড হয়ে যায় স্বৈরশাসকের মসনদ। ২০২৪ সালের এই দিনে চারদিকে ছিলো স্বৈরশাসকের পতনের গুঞ্জন। সকল বাঁধা উপেক্ষা করে সকাল থেকে ছিলো ঢাকামুখী জনস্রোত অতঃপর স্বৈরশাসকের পলায়ন। আজকের এই দিনে গনঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা !!!! 🫡

আহ জীবন 🥲তাদের কে দেখলে জীবনের কোন অভিযোগ থাকে না...সব চোখের অশ্রুর সাথে মিশে যায় 🥲
04/08/2025

আহ জীবন 🥲
তাদের কে দেখলে জীবনের কোন অভিযোগ থাকে না...
সব চোখের অশ্রুর সাথে মিশে যায় 🥲

♦ ইসলামী শ'রি'য়া'হ'র আলোকে ভা'স্ক'র্য তৈরি করা সুস্পষ্ট ভাবে হারাম। এবং কবিরা গুনাহ। স্বাধীনতার তথাকথিত ভা*র*তী*য় চেতনায়...
04/08/2025

♦ ইসলামী শ'রি'য়া'হ'র আলোকে ভা'স্ক'র্য তৈরি করা সুস্পষ্ট ভাবে হারাম। এবং কবিরা গুনাহ। স্বাধীনতার তথাকথিত ভা*র*তী*য় চেতনায় উজ্জীবিত হয়ে আওয়ামী লীগ কতৃক শেখ মুজিবুরের ভা'র্স্ক'য তৈরি করা যেমন হারাম।
অনুরূপভাবে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শিবিরের তৈরি করা ভাস্কর্যগুলোও তেমনই হারাম।।

❎ মৃত ব্যক্তির সামনে কুরআন পড়া নিষেধঃআল্লাহ কোরআনকে মৃত ব্যক্তির পাশে বসে পড়ার জন্য নাযিল করেন নাই,কোরআনকে মৃত ব্যক্তিকে...
04/08/2025

❎ মৃত ব্যক্তির সামনে কুরআন পড়া নিষেধঃ

আল্লাহ কোরআনকে মৃত ব্যক্তির পাশে বসে পড়ার জন্য নাযিল করেন নাই,
কোরআনকে মৃত ব্যক্তিকে শোনানোর জন্য নাযিল করা হয়নি।
~ ড: আব্দুল্লাহ জাহাংগীর (র:)

কোরআন মৃত ব্যাক্তির জন্য নয়, কোরআন জীবিত ব্যাক্তির জীবনের জন্য। অথচ, আমাদের দেশে মানুষ মারা গেলেই তার পাশে বসে কোরআন খতম করাকে সবচেয়ে জরুরি কাজ মনে করা হয়।

❎ মৃত ব্যক্তির সামনে কোরআন খতম করা বিদ'আত:

কুরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে।
কিন্তু মৃতের পাশে কুরআন তেলাওয়াত করলে, মৃতের কোন সওয়াব হবে না।

কারণ মৃত ব্যক্তি কুরআন পাঠ শুনতে পারে না।
⚫ মহান আল্লাহ বলেন,
নিশ্চয় তুমি মৃতকে শোনাতে পারবে না।
[সূরা আন-নামাল ২৭:৮০]

অতএব বিদ’আত হতে সাবধান।

⚫ রাসূল (ﷺ) বলেন,
যে ব্যক্তি আমাদের দ্বীনের ব্যাপারে এমন বিষয় সৃষ্টি করল, যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।
[সহীহ বুখারী-২৬৯৭, সহীহ মুসলিম-১৭১৮, মিশকাতুল মাসাবীহ-১৪০]

তাই আসুন শিরক-বিদ'আত মুক্ত ও সহীহ সুন্নাহ আমল করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
আমীন।

আপনি কেমন আছেন?  জ্বি আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি, ❌বলতে হবে আলহামদুল্লিলাহ আল্লাহর রহমতে ভালো আছি.... ✅✅
03/08/2025

আপনি কেমন আছেন?
জ্বি আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি, ❌
বলতে হবে আলহামদুল্লিলাহ আল্লাহর রহমতে ভালো আছি.... ✅✅

উটের চোখের পানি বিষধর সাপের বিষ ঠেকাতে সক্ষম!উটের চোখ থেকে পড়া এক ফোঁটা অশ্রু দেখতে সাধারণ মনে হলেও, এর মধ্যে লুকিয়ে আছে...
03/08/2025

উটের চোখের পানি বিষধর সাপের বিষ ঠেকাতে সক্ষম!

উটের চোখ থেকে পড়া এক ফোঁটা অশ্রু দেখতে সাধারণ মনে হলেও, এর মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি। গবেষকরা বলছেন, এই অশ্রুতে এমন উপাদান রয়েছে যা একসাথে ২৬টি বিষধর সাপের বিষকে প্রতিরোধ করতে পারে।

মরুভূমির মতো কঠিন পরিবেশে টিকে থাকার জন্য উটের শরীরে গড়ে উঠেছে এক বিশেষ প্রতিরোধ ক্ষমতা। এই অশ্রু শুধুই চোখের পানি নয়, এটি হতে পারে ভবিষ্যতের শক্তিশালী কোনো ওষুধের উপাদান।

প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা অনেক অজানা রহস্যের মধ্যে উটের চোখের জল নিঃসন্দেহে এক বিস্ময়কর উদাহরণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এটিই বিজ্ঞানের এক চমকপ্রদ তথ্য।

Address

Sylhet
5131

Alerts

Be the first to know and let us send you an email when সত্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্য কথা:

Share

Category