সত্য কথা

সত্য কথা আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা নিয়মিত ভিডিও ও পোস্ট পেতে পেইজে লাইক এবং ফলো করে পাশে থাকুন

01/10/2025
 #একটি-দর্শন ও একটি চিন্তনআপনারা নিম্নের ছবিতে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোক একটি চাকা-ওয়ালা লোহার খাঁচার ভিতরে ভরে তাঁর ...
26/09/2025

#একটি-দর্শন ও একটি চিন্তন
আপনারা নিম্নের ছবিতে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোক একটি চাকা-ওয়ালা লোহার খাঁচার ভিতরে ভরে তাঁর ভেড়াগুলোকে কোথাও নিয়ে যাচ্ছেন।
আপনার কী মনে হয়, কেন তিনি এমন কাজ করছেন? কী কারণে ভেড়াগুলোকে তিনি চাকা-ওয়ালা লোহার খাঁচার ভিতরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন?
* কমেন্টে অনেকে বলেছেন, 'লোকটির মাথা খারাপ, তাই অস্বাভাবিক এমন কাজ করছে।'
* অনেকে ধারণা করেছেন, লোকটি সীমার বাইরে কাজ করছে। সে তার ভেড়াগুলোর হিফাযতের জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আসলে সে আশঙ্কা করে যে, তার ভেড়াগুলো হয়তো চুরি হয়ে যাবে।
* অনেকের ধারণা যে, লোকটির সন্দেহ-বাতিক রোগ আছে। তাই সে পথ চলতে ভেড়াগুলো দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়তে পারে, সেই ভয় করছে।
* কেউ কেউ আবার চিন্তা করেছেন আরো অন্য কিছু কথা, যার সাথে মেষপাল বা পালকের কোন সম্পর্ক নেই।
***** ইতিমধ্যে রাস্তায় চলমান এক পথিক লোকটিকে এর কারণ জিজ্ঞাসা করলে উত্তরে তিনি যা বললেন, তা যেন বজ্রাঘাতের মতো লাগল। তিনি বললেন, 'আমি ভয় করি যে, আমার ভেড়াগুলো হয়তো অজান্তে অন্যের ফসল বা ঘাস খেয়ে ফেলবে, আর তার জন্য আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে!'
* সুপ্রিয় পাঠক! এইভাবে লোকেরা কত রকম কতভাবে কারো একটা কাজকে চিন্তা করে, কল্পনা বা খেয়াল করে, ধারণা করে বা মনে করে।
কোন ব্যক্তিকে নিকৃষ্ট ধারণা করা হয়, অথচ সে উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। কত মানুষকে কুধারণা ক'রে খারাপ ভাবা হয়, অথচ প্রকৃতপক্ষে তারা হলো অতি ভালো মানুষ।
** সুতরাং মন্তব্যকারিগণ! কুধারণা থেকে দূরে থাকুন। কারণ আমাদের ইসলামে তা বৈধ নয়।
মহান আল্লাহ বলেছেন,
(( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ )) (১২) سورة الحجرات
'হে মু'মিনগণ! তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাক; কারণ কোন কোন ধারণা পাপ।' (হুজুরাতঃ ১২)
আর মহানবী ﷺ বলেছেন,
(( إِيَّاكُمْ وَالظَّنَّ ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الحَدِيثِ )) ।
“তোমরা কুধারণা পোষণ করা থেকে বিরত থাকো। কারণ কুধারণা সব চাইতে বড় মিথ্যা কথা।” (মুসলিম ৬৭০১-৬৭০৫, বুখারী ৫১৪৩, ৬০৬৪, ৬০৬৬, ৬৭২৪নং)
#সেই_সাথে যারা ছাগল-গরু না বেঁধে ছেড়ে রেখে পালন করে এবং তাতে লোকেদের ক্ষেত-খামারের ফসল বা গাছপালা ক্ষতিগ্রস্ত হয়, তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে।
----আরবী পোস্ট থেকে গৃহীত।
আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী

আর কনসার্ট করবেন না বলে তাহসানের ঘোষণা- 'এটাই আমার শেষ কনসার্ট!'“এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটা...
22/09/2025

আর কনসার্ট করবেন না বলে তাহসানের ঘোষণা- 'এটাই আমার শেষ কনসার্ট!'

“এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?"

গতকাল মেলবোর্নে তাহসান নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন!
সঙ্গে এটাও বলেন- তার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন!

বেশি বেশি করে দোয়া করেন আপনারা যেন আল্লাহ তাকে কবুল করেন।

🔴 খুব দ্রুত তাহসান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার চিষ্টা করবো ইন শা আল্লাহ ।

মাদক নেশা নয়, এক নীরব মৃত্যু! ❌একজন মানুষ যখন মাদকে আসক্ত হয়, তখন সে আর নিজের থাকে না।  সম্পর্ক, দায়িত্ব, ভালোবাসা—সবকিছ...
20/09/2025

মাদক নেশা নয়, এক নীরব মৃত্যু! ❌

একজন মানুষ যখন মাদকে আসক্ত হয়, তখন সে আর নিজের থাকে না।
সম্পর্ক, দায়িত্ব, ভালোবাসা—সবকিছু ধ্বংস করে ফেলে এই ভয়ানক নেশা।

আজ একজন মাদকাসক্ত নিজের স্ত্রীকে খুন করেছে!
এটা শুধু একটি পরিবার নয়, একটি সমাজের হৃদয় ভাঙার গল্প।

মাদক এক অদৃশ্য দানব, যা ধীরে ধীরে কেড়ে নেয় আমাদের মনুষ্যত্ব।

আসুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
নিজেকে, পরিবারকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি।

#মাদকবিরোধী #জীবন_নয়_মৃত্যু #সচেতনতা

পরিকল্পনা সুন্দর হলে ছোট যায়গা থেকে বড় কিছু সম্ভব।
13/09/2025

পরিকল্পনা সুন্দর হলে ছোট যায়গা থেকে বড় কিছু সম্ভব।

 #মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্স...
12/09/2025

#মানুষের রিজিক যে নির্ধারিত তা বুঝার জন্য এই ছবি টাই যথেষ্ট। বাইকে করে ভাইটি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন অথচ বাইক এক্সিডেন্টে রাস্তায় স্পট ডেথ।

ইলিশ মাছ গুলো ঠিকই পড়ে আছে কিন্তু যে খাবে সে মানুষ টাই দুনিয়াতে নাই....

'যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি, সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।'
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমীন।

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আ*ঘাতে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে  হ*ত্যা করেছে সহকর্মী নজেলম্যান   রতন চন্দ্র দেব...
08/09/2025

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আ*ঘাতে পেট্রোল পাম্পের ক্যাশিয়ার ইকবালকে হ*ত্যা করেছে সহকর্মী নজেলম্যান রতন চন্দ্র দেবনাথ।
পেট্রোল পাম্পে তেল চুরির মি*থ্যা অপবাদ দেয়ার জেরে এই হ*ত্যা*কাণ্ড বলে দাবি করেছে অভিযুক্ত রতন চন্দ্র।

জাস্ট, ঘটনাটি যদি ওল্টো হতো মানে মুসলিম লোকটি হি*ন্দু কে হ*ত্যা করতো তাহলে হলুদ মিডিয়াসহ বাস্টার্ড গুলো সংখ্যালঘু কার্ড প্লে করতো। আর আমার দেশের কিছু মুসলিম নামধারী কুলা*ঙ্গার তাদের সাথে লাফালাফি শুরু করে দিতো।

বগুড়ার দত্তবাড়ীতে শতাব্দী ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।



#

06/09/2025

ঈদে মিলাদুন্নবী শতাব্দীর শ্রেষ্ঠ বিদ'আত..
ভন্ডেদের মিছিল😁😁

একবার এক মেডিকেলের ছাত্র ছাত্রীদের প্রাক্টিক্যাল ক্লাস চলতেছে। প্রাক্টিক্যালের জন্য একটি ম**রা কুকুর নিয়ে আসা হলো। প্রফ...
05/09/2025

একবার এক মেডিকেলের ছাত্র ছাত্রীদের প্রাক্টিক্যাল ক্লাস চলতেছে। প্রাক্টিক্যালের জন্য একটি ম**রা কুকুর নিয়ে আসা হলো। প্রফেসর সাহেব হঠাৎ করে সেই কুকুরের পিছন দিয়ে নিজের আঙুল ঢুকিয়ে দিলেন। তারপর আঙুল নিজের মুখে দিলেন৷

এরপর সব ছাত্র-ছাত্রীদের এই কাজ করতে বললেন৷ স্যারের ভয়ে সবাই তাদের আঙুল ঐ মৃত কুকুরের পিছন দিকে ঢুকিয়ে দিয়ে, যার যার মুখে দিলো।

এরপর স্যার বললেন, "বুঝছো”!
মেডিকেলে সবচেয়ে গুরুত্বপূর্ন হল মনোযোগ। তোমরা যদি মনোযোগ দিতা তাহলে বুঝতা যে আমি আমার মিডল ফিঙ্গার ঢুকাইছি আর তর্জনী আঙুল আমার মুখে দিছি!! এখন থেকে মনোযোগ দাও৷ ছাত্র-ছাত্রীরা সব বেহুশ আর বমি করা শুরু। এরই নাম মনোযোগ৷

তাই কারো পেছনে আংগুল না দিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজ করেন, সাফল্য অনিবার্য 🙂

আলহামদুলিল্লাহ নোয়াখালীর সেনবাগ থানার বিজবাগ ইউনিয়নের লিটন চন্দ্র দাস সহ পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছেন  সবাই বলি (আমীন...
27/08/2025

আলহামদুলিল্লাহ নোয়াখালীর সেনবাগ থানার বিজবাগ ইউনিয়নের লিটন চন্দ্র দাস সহ পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছেন সবাই বলি (আমীন)

 #আসুন ব্যাপারটা জেনে নেই!====================আপনি নিশ্চই কখনোনা কখন রাস্তায় দুটি কুকুরকে অপরের সাথে আঁকড়ে থাকতে দেখেছ...
24/08/2025

#আসুন ব্যাপারটা জেনে নেই!
====================
আপনি নিশ্চই কখনোনা কখন রাস্তায় দুটি কুকুরকে অপরের সাথে আঁকড়ে থাকতে দেখেছেন এবং বিস্মিত হয়েছেন!
ভেবছেন কি হচ্ছে? এবং কেন তারা নড়ছে না,ভিন্ন দিকে এভাবে মুখ করে দাঁড়িয়ে আছে?

উত্তরটা কমন: এটা ওদের সঙ্গম পরবর্তী একটা অবস্থা!

😡অনেকেই দেখেছি তামসা মশকরাও করে থাকেন এগুলা নিয়ে!
কিছু অমানুষ তো কখনো কখনও অতি উৎসাহী হয়ে লাঠি নিয়ে তেড়ে যায় এদের আলাদা করতে!
কেউবা আবার ঠান্ডা-গরম পানি ও ছিটায়! 😡

কেন তারা এত অদ্ভুতভাবে আঁকড়ে থাকে? 🤔

🧬 বৈজ্ঞানিক ব্যাখ্যা:

ক্যানিন মিলনের সময়, যাকে কপুলেটরি টাই বলা হয়, একটি অনন্য শারীরিক পর্যায় যা শুধুমাত্র কুকুর, নেকড়ে এবং শেয়ালের মতো নির্দিষ্ট স্তন্যপায়ীদের মধ্যে ঘটে।

🔹 পুরুষ গ্রন্থি নারীর শরীরে প্রবেশ করার পর বালবাস গ্রন্থি নামক গ্রন্থি পুরুষ গ্রন্থিতে বেড়ে যায়, ফলে যোনির ভেতর অঙ্গ আটকে যায়।

🔒 এই বন্ধনী একটি প্রাকৃতিক "বায়োলজিক্যাল লক" হিসাবে কাজ করে যা তাৎক্ষণিক বিচ্ছেদ প্রতিরোধ করে, কুকুরকে কয়েক মিনিটের জন্য সংযুক্ত রাখে, কখনও কখনও আধা ঘণ্টা পর্যন্ত।
একজন অন্য দিকে বিপরীত দিক দিয়ে চলে যেতে পারে, যা স্খলন এবং সংকোচন চলাকালীন প্রজনন অঙ্গকে রক্ষা করা সম্পূর্ণরূপে স্বাভাবিক।

⚠️সতর্কতা: এই পর্যায় বেদনাদায়ক নয়, কিন্তু অত্যন্ত সংবেদনশীল। জোর করে আলাদা হওয়ার যে কোন প্রচেষ্টার ফলে গুরুতরভাবে ছিড়ে যাওয়া এবং তীব্র রক্তপাত হতে পারে।

🤝 এই দৃশ্য দেখলে কেমন অভিনয় করবেন?

❌ হস্তক্ষেপ করবেন না
❌ ঠান্ডা পানি স্প্রে করবেন না
❌ জোর করে আলাদা হওয়ার চেষ্টা করবেন না

✅ সহজভাবে, তাদের একা ছেড়ে দিন, প্রক্রিয়া অস্থায়ী এবং তারা স্বয়ংক্রিয়ভাবে ক্ষতি ছাড়াই আলাদা হয়ে যাবে।

🧠 জ্ঞান আমাদের ভয় থেকে রক্ষা করে এবং ক্ষতি থেকে প্রাণীদের রক্ষা করে।
আশেপাশের প্রাণীদের প্রতি সদয় হোন!

এই তথ্যটি অবশ্যই শেয়ার করুন ও অন্যদের জানার সুযোগ করে দিন!👍

আপনার একটু সচেতনতা ও সহযোগিতা দিয়ে অন্তত একটি কুকুরকে হয়তো বাঁচাতে পারেন বা ক্ষতি প্রতিরোধ করতে পারেন!

মনে রাখতে হবে,পৃথিবীটা ওদেরও!🫰💞

সেতু উদ্বোধনে সম্মিলিত মোনাজাত করছে ।সৌদিয়ান, যিনি সম্মিলিত মোনাজাত করেননি, কারণ তিনি জানেন এটা বিদআত ।
20/08/2025

সেতু উদ্বোধনে সম্মিলিত মোনাজাত করছে ।
সৌদিয়ান, যিনি সম্মিলিত মোনাজাত করেননি, কারণ তিনি জানেন এটা বিদআত ।

Address

Sylhet
5131

Alerts

Be the first to know and let us send you an email when সত্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্য কথা:

Share

Category