সত্য কথা

সত্য কথা আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা নিয়মিত ভিডিও ও পোস্ট পেতে পেইজে লাইক এবং ফলো করে পাশে থাকুন

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থ...
14/07/2025

ছেলে অস্ট্রেলিয়া থাকে। প্রতিমাসে বাবার একাউন্টে টাকা পাঠায়। বাবা সেখান থেকে কিছু টাকা তুলে সংসার চালায়, বাকী টাকা জমা থাকে একাউন্টে। গত দুই বছর এভাবেই চলেছে তাদের সংসার। এরই মধ‍্যে ছেলের পাঠানো টাকা জমা হতে হতে দশ লাখে পরিণত হয়েছে।

এবার ছেলে সেই টাকা তার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে রাখতে চায়। বাবাও তাতে খুশি।

আজ বাবা-মা জনতা ব্যাংক, দাউদকান্দি শাখায় আসেন। তারা যখন আমার সামনে বসা, এ সময় ছেলে আমাকে ফোন দিয়ে অনুরোধ করে- আমি যেনো পুরো দশ লাখ টাকা তার মায়ের হাতে কিছুক্ষণের জন্য তুলে দেই। সে ছেলের কামাইয়ের টাকা নিজ হাতে ছুঁয়ে দেখবে।

তার কথা শোনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম!

মায়ের সেই ছোট্ট খোকাটি আজ অনেক বড় হয়েছে।

সে কেবল তার কামাইয়ের টাকা পরিমান বা সংখ‍্যা দিয়ে মাকে বুঝাতে চায় না, মায়ের চোখে দৃশ‍্যমান করতে চায়।

দেখো মা- এই টাকা তোমার খোকা তোমার জন‍্য জোগার করেছে!

ছেলের কথাগুলো শোনছিলাম, আর মনে মনে ভাবছিলাম ছোট্ট বেলার “বীরপুরুষ” কবিতাটির কথা-

মনে করো, যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে।
তুমি যাচ্ছ পালকিতে, মা, চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে,
আমি যাচ্ছি রাঙ্গা ঘোড়ার ‘পরে
টগবগিয়ে তোমার পাশে পাশে।

আজকাল তো অনেক মায়েরা জানতেই পারে না তার ছেলের রোজগারের খবর !

প্রতিটি মায়ের এমন একটি করে “বীরপুরুষ”থাকুক……

-মোহাম্মদ জসীম উদ্দিন

আমার দৃষ্টিতে এরাই প্রকৃত স্মার্ট 🤔মুখে লম্বা দাঁড়ি টাখনুর উপরে ----প্যান্ট,  মাশাআল্লাহ 💝
14/07/2025

আমার দৃষ্টিতে এরাই প্রকৃত স্মার্ট 🤔

মুখে লম্বা দাঁড়ি টাখনুর উপরে ----

প্যান্ট, মাশাআল্লাহ 💝

শান্তিনগরে এক পুলিশ কর্মকর্তার মেয়ে তার বাবা মাকে খুন করেছিলো কয়েক বছর আগে। আপনাদের নিশ্চয়ই মনে আছে । এখানে দেখেন বাব...
14/07/2025

শান্তিনগরে এক পুলিশ কর্মকর্তার মেয়ে তার বাবা মাকে খুন করেছিলো কয়েক বছর আগে। আপনাদের নিশ্চয়ই মনে আছে । এখানে দেখেন বাবা মায়ের নামে মামলা দিয়ে আদালত চত্বরে সবাইকে বিজয় উল্লাস দেখাচ্ছে । বুঝতে হবে যে কতটা মানসিকভাবে অসুস্থ এবং বিকারগ্রস্ত সন্তান হলে এমন করতে পারে । তাই সবার কাছে একটি পরামর্শ - সন্তানকে সুশিক্ষা দিন ।সুশিক্ষা অনেক জরুরী জীবনের জন্য । ইংলিশ মিডিয়ামে পড়ানো মানেই তাকে বেশি শিক্ষিত করা নয় । ধর্মীয় মূল্যবোধ শিখাও অনেক জরুরী। তাহলে "রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা" - এই দোয়া করতো পিতামাতার জন্য। স্বাধীনতার নামে মামলা করে দিত না। 🤐🤐🤐

আপনি কি জানেন ওঝা সাপের বিষ নামাতে পারে? জেনে নিন কিভাবে! গ্রামবাংলায় একটি ব্যাপক প্রচলিত ধারণা হলো,সাপে কাটলে ওঝা ঝাড়ফু...
14/07/2025

আপনি কি জানেন ওঝা সাপের বিষ নামাতে পারে? জেনে নিন কিভাবে!

গ্রামবাংলায় একটি ব্যাপক প্রচলিত ধারণা হলো,সাপে কাটলে ওঝা ঝাড়ফুঁক করে রোগীকে সুস্থ করতে পারে। অনেকেই বলে থাকেন, ওঝার ঝাড়ফুঁকের মাধ্যমে বিষ নামানো সম্ভব এবং এমন বহু উদাহরণও রয়েছে যেখানে ওঝার কাছে গিয়ে রোগী সুস্থ হয়ে ফিরেছে। ফলে গ্রামাঞ্চলে আজও অনেক মানুষ সাপে কাটার পর সরাসরি হাসপাতালে না গিয়ে প্রথমে ছুটে যান ওঝার কাছে।

তবে, কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে-যদি ওঝা সত্যিই কার্যকর না হতো, তাহলে এই বিশ্বাস এতটা ব্যাপক হলো কীভাবে?
প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এবং উত্তর হলো--হ্যাঁ, অনেক সময় ওঝার কাছে গিয়ে রোগী সুস্থ হয়ে ওঠে। কিন্তু এর পেছনে রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যা।

বাংলাদেশে প্রায় ৮০টি সাপের প্রজাতি রয়েছে, যার মধ্যে মাত্র ২৮টি সাপ বিষধর।
তবে বিষধর হোক বা নির্বিষ,সব সাপই আত্মরক্ষার জন্য কামড় দিতে পারে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ সাপ চেনেন না, ফলে কেউ সাপে কাটলে তারা বুঝতে পারেন না সেটা বিষাক্ত নাকি নির্বিষ। তখন প্রচলিত বিশ্বাসের বশবর্তী হয়ে তারা রোগীকে ওঝার কাছে নিয়ে যান।আর এখানেই মূল বিষয়টি ঘটে।

ধরুন, কেউ নির্বিষ সাপের কামড় খেয়েছে। সেক্ষেত্রে তার শরীরে কোনো বিষ প্রবেশ করেনি। তাই এমনিতেই কিছুক্ষণ পর সে সুস্থ হয়ে উঠবে, চেতনায় বা শারীরিক যন্ত্রনায় তেমন কিছু ঘটবে না। কিন্তু রোগী যেহেতু ওঝার কাছে গিয়েছিল, লোকজন ধরে নেয় “ওঝার ঝাড়ফুঁকেই সে ভালো হয়েছে”।

এবার আসা যাক আরেক প্রশ্নে—যদি বিষধর সাপে কামড় দেয়, তবুও কিছু মানুষ ওঝার কাছে গিয়ে সুস্থ হয় কেন?
এর উত্তর হলো—ড্রাই বাইট (Dry Bite)।
বিশেষ করে বিষধর সাপ, গোখরা (Naja naja)
এই সাপ অনেক সময় আত্মরক্ষার জন্য কামড় দিলেও বিষ প্রয়োগ করে না। এটা ‘ড্রাই বাইট’ নামে পরিচিত। একাধিক গবেষণায় দেখা গেছে, গোখরা প্রায় ৬০%-৭০% কামড় হয় ড্রাই বাইট।
যে রোগী এমন ড্রাই বাইটে আক্রান্ত হয়, তার শরীরে বিষ ঢোকে না,ফলে সে স্বাভাবিকভাবেই সুস্থ হয়ে ওঠে। আর সমাজ ধরে নেয় ওঝার ঝাড়ফুঁকের ফলেই সে ভালো হয়েছে।

সত্যি বলতে, ওঝার ঝাড়ফুঁক বা মন্ত্রতন্ত্রে সাপে কাটার বিষ নামানো সম্ভব নয়।
বিষাক্ত সাপে কামড় দিলে একমাত্র কার্যকর চিকিৎসা হলো হাসপাতালে গিয়ে সঠিক চিকিৎসা (Anti-venom) নেওয়া।
তবে অধিকাংশ ক্ষেত্রে নির্বিষ সাপের কামড়, বা বিষধর সাপের ড্রাই বাইট, ওঝার ঝাড়ফুঁকের মাধ্যমে “সুস্থ হওয়ার” ভ্রান্ত ধারণাকে বাড়িয়ে তোলে।

পরামর্শ:
সাপে কাটলে সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসা কেন্দ্রে যান। মনে রাখবেন, জীবন রক্ষা করতে বিজ্ঞানভিত্তিক চিকিৎসাই একমাত্র উপায়।
゚viralfbreelsfypシ゚viral 1.

আপা আসেন প্লিজ। বিএনপি ছাড়া বাকী সবাই আপনার অপেক্ষায়।বুঝতে পারছি মুরব্বী, আগেই ভালো ছিলেন 😎
14/07/2025

আপা আসেন প্লিজ। বিএনপি ছাড়া বাকী সবাই আপনার অপেক্ষায়।বুঝতে পারছি মুরব্বী, আগেই ভালো ছিলেন 😎

মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে? এই ছোট্ট ছেলেই তার বড় উদাহরণ! অথচ জীবনে অনেক কিছু পাবার পরও আমাদের মাঝে হতাশা বিদ্যমা...
14/07/2025

মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে? এই ছোট্ট ছেলেই তার বড় উদাহরণ! অথচ জীবনে অনেক কিছু পাবার পরও আমাদের মাঝে হতাশা বিদ্যমান। নাই নাই নাই এই কথায় সীমাবদ্ধ।

আলহামদুলিল্লাহ বলি আল্লাহ্ আমাদের শরীর সুস্থ্য রাখার জন্য। দিনের পর দিন পাপ কাজ করে যাওয়ার পরও আল্লাহর অসীম ক্ষমা আমাদের জন্য নির্ধারণ করার জন্য!

এটা ভাবতেই অবাক লাগে — ৯টি সন্তান একসাথে ২৮০ দিন ধরে মায়ের গর্ভে ছিল! অবিশ্বাস্য হলেও সত্যি!
14/07/2025

এটা ভাবতেই অবাক লাগে —

৯টি সন্তান একসাথে ২৮০ দিন

ধরে মায়ের গর্ভে ছিল!

অবিশ্বাস্য হলেও সত্যি!

রাগকে কন্ট্রোল করতে শিখি। কারণ রাগ মানুষকে ধ্বংস করেফেলে।কুষ্টিয়া জেলার  কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে...
14/07/2025

রাগকে কন্ট্রোল করতে শিখি।
কারণ রাগ মানুষকে ধ্বংস করে
ফেলে।
কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে তুচ্ছ ঘটনায় বাবা শাহীনের সাথে ছেলের রাগারাগি হয়!
#একপর্যায়ে ছেলের দিকে কাচি ছুরে মারে বাবা শাহিন, মুহুর্তেই কাচিটি ছেলে মাথায় গেথে যায়! দ্রুত নেয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে।
#উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটাছুটির পর অবশেষে পিজি হাসপাতালে ভর্তি করা হলেও এখনো মাথা থেকে কাচি বেড় করা হয়নি, রাখা হয়েছে আইসিইউতে।
😭😭😭😭

ছোট থেকেই কর্ম শিখান যাতে বড় হয়ে নেতার চামচামি করতে না হয়✊ আর :অন্যায় কে অন্যায় বলতে শিখুন মনুষত্ব বিক্রি কইরেন না.!🗿🫵✅
13/07/2025

ছোট থেকেই কর্ম শিখান যাতে বড় হয়ে নেতার চামচামি করতে না হয়✊ আর :অন্যায় কে অন্যায় বলতে শিখুন মনুষত্ব বিক্রি কইরেন না.!🗿🫵✅

মাশাল্লাহ! আল্লাহ যেন সকল যুবক কে তোমার দ্বীনের জন্য কবুল করেন।
13/07/2025

মাশাল্লাহ!
আল্লাহ যেন সকল যুবক কে তোমার দ্বীনের জন্য কবুল
করেন।

আবেগী সিন্নি, জিলাপিখুর রা কতটা গন্ডমূর্খ হলে এইরখম একটা জঙ্গি কে আশেকে রাসূল বলে বাহ বা দিতে পারে?
13/07/2025

আবেগী সিন্নি, জিলাপিখুর রা কতটা গন্ডমূর্খ হলে
এইরখম একটা জঙ্গি কে আশেকে রাসূল বলে
বাহ বা দিতে পারে?

আলহামদুলিল্লাহ! দ্রুত পিস টিভি চালু করার জন্য, জোরালো দাবি জানাচ্ছি।
13/07/2025

আলহামদুলিল্লাহ!
দ্রুত পিস টিভি চালু করার জন্য,
জোরালো দাবি জানাচ্ছি।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when সত্য কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্য কথা:

Share

Category