26/09/2025
#একটি-দর্শন ও একটি চিন্তন
আপনারা নিম্নের ছবিতে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ লোক একটি চাকা-ওয়ালা লোহার খাঁচার ভিতরে ভরে তাঁর ভেড়াগুলোকে কোথাও নিয়ে যাচ্ছেন।
আপনার কী মনে হয়, কেন তিনি এমন কাজ করছেন? কী কারণে ভেড়াগুলোকে তিনি চাকা-ওয়ালা লোহার খাঁচার ভিতরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন?
* কমেন্টে অনেকে বলেছেন, 'লোকটির মাথা খারাপ, তাই অস্বাভাবিক এমন কাজ করছে।'
* অনেকে ধারণা করেছেন, লোকটি সীমার বাইরে কাজ করছে। সে তার ভেড়াগুলোর হিফাযতের জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আসলে সে আশঙ্কা করে যে, তার ভেড়াগুলো হয়তো চুরি হয়ে যাবে।
* অনেকের ধারণা যে, লোকটির সন্দেহ-বাতিক রোগ আছে। তাই সে পথ চলতে ভেড়াগুলো দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়তে পারে, সেই ভয় করছে।
* কেউ কেউ আবার চিন্তা করেছেন আরো অন্য কিছু কথা, যার সাথে মেষপাল বা পালকের কোন সম্পর্ক নেই।
***** ইতিমধ্যে রাস্তায় চলমান এক পথিক লোকটিকে এর কারণ জিজ্ঞাসা করলে উত্তরে তিনি যা বললেন, তা যেন বজ্রাঘাতের মতো লাগল। তিনি বললেন, 'আমি ভয় করি যে, আমার ভেড়াগুলো হয়তো অজান্তে অন্যের ফসল বা ঘাস খেয়ে ফেলবে, আর তার জন্য আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে!'
* সুপ্রিয় পাঠক! এইভাবে লোকেরা কত রকম কতভাবে কারো একটা কাজকে চিন্তা করে, কল্পনা বা খেয়াল করে, ধারণা করে বা মনে করে।
কোন ব্যক্তিকে নিকৃষ্ট ধারণা করা হয়, অথচ সে উৎকৃষ্ট চরিত্রের অধিকারী। কত মানুষকে কুধারণা ক'রে খারাপ ভাবা হয়, অথচ প্রকৃতপক্ষে তারা হলো অতি ভালো মানুষ।
** সুতরাং মন্তব্যকারিগণ! কুধারণা থেকে দূরে থাকুন। কারণ আমাদের ইসলামে তা বৈধ নয়।
মহান আল্লাহ বলেছেন,
(( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ )) (১২) سورة الحجرات
'হে মু'মিনগণ! তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাক; কারণ কোন কোন ধারণা পাপ।' (হুজুরাতঃ ১২)
আর মহানবী ﷺ বলেছেন,
(( إِيَّاكُمْ وَالظَّنَّ ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الحَدِيثِ )) ।
“তোমরা কুধারণা পোষণ করা থেকে বিরত থাকো। কারণ কুধারণা সব চাইতে বড় মিথ্যা কথা।” (মুসলিম ৬৭০১-৬৭০৫, বুখারী ৫১৪৩, ৬০৬৪, ৬০৬৬, ৬৭২৪নং)
#সেই_সাথে যারা ছাগল-গরু না বেঁধে ছেড়ে রেখে পালন করে এবং তাতে লোকেদের ক্ষেত-খামারের ফসল বা গাছপালা ক্ষতিগ্রস্ত হয়, তারা যেন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে।
----আরবী পোস্ট থেকে গৃহীত।
আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী