
07/08/2025
এই লোকগুলো দায়েশ সংগঠনের।যে সংগঠনকে পৃথিবীর উলামায়ে কেরাম পথভ্রষ্ট খারিজী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন।
চেহারাগুলো দেখতে অনেক মায়া লাগে।কিন্তু ইসলাম বাহ্যিক চেহারার মাধ্যমে মানুষের মূল্যায়ন করে না।
এদেরকে বর্তমান সিরিয়ার সুন্নী সরকার গ্রেফতার করেছে।
দায়েশ পৃথিবীর সাধারণ মুসলিমদের কাফের মনে করে।
এমনকি এদের দল বর্হিভূত মুজাহি-দদেরও এই পথভ্রষ্টরা কাফের আখ্যায়িত করেছে।
সারা বিশ্বের সকল মুসলিম সরকারী সেনাবাহিনী,পুলিশ ও অন্যান্য বাহিনীগুলো এদের নিকট কাফের।
ইরাক ও সিরিয়ায় এখনো এদের ফিৎনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বিদ্যমান রয়েছে।
বতর্মান সিরিয়ার সরকার কুখ্যাত বাশার আল-আসাদের পলাতক হত্যাকারী অপরাধীদের ও দায়েশ খারিজীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছেন।