
21/07/2025
🖤 শোকাহত হৃদয়ে আমরা…
২১ জুলাই ২০২৫ | ঢাকা, উত্তরা
আজকের দিনটি বাংলাদেশের জন্য এক অশ্রুভেজা দিন।
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বহু নিষ্পাপ শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।
একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে স্কুল ভবনে, মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ। কান্নায় ভেঙে পড়ে অনেক পরিবার। 😢
এই মর্মান্তিক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন—
🔸 সেই সব বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-পুত্র ও আত্মীয়স্বজনের প্রতি রইলো আমাদের গভীর শোক ও সমবেদনা।
🔸 যারা এখনো হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন, তাদের জন্য অশেষ দোয়া।
🔸 নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। 🕊️
আজ আমরা সবাই শোকাহত…
এই বেদনা কোনো একটি পরিবারের নয়, এটি গোটা জাতির।
🙏 আল্লাহ যেন এই কঠিন সময়ে সকল পরিবারকে ধৈর্য ধারণ করার শক্তি দেন।