03/08/2025
🎯 আপনার কোম্পানিতে ক্যারিয়ার গ্রোথ আছে কিনা, বুঝবেন যেভাবে!
শুধু একটা চাকরি নয়, আমরা সবাই চাই একটা সুন্দর ক্যারিয়ার। কিন্তু প্রতিদিন অফিস করে কি আদৌ আমরা সামনে এগোচ্ছি? নাকি একই জায়গায় ঘুরপাক খাচ্ছি?🤔
চলুন জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ, যা দেখে বুঝতে পারবেন আপনার কোম্পানিতে ক্যারিয়ার গ্রোথ আছে কি না—
1. প্রমোশনের সুযোগ আছে কি না
সাধারণ কর্মী থেকে লিডার হওয়ার সুযোগ কি আপনি পাচ্ছেন?
2. নতুন কিছু শেখার পরিবেশ
ট্রেইনিং, ওয়ার্কশপ, কোর্স—এসব কি সহজলভ্য? শিখলেই এগিয়ে যাবেন।
3. ক্লিয়ার ক্যারিয়ার পাথ
কোন পদ থেকে কোন পদে যাবেন, সেটার একটা রোডম্যাপ আছে কি?
4. ভালো কাজের স্বীকৃতি
ইনসেনটিভ, বোনাস বা পাবলিক অ্যাপ্রিসিয়েশন—আপনার পরিশ্রম কি মর্যাদা পাচ্ছে?
5. সাপোর্টিভ ম্যানেজমেন্ট
সিনিয়ররা শুধু টার্গেট দেন, না কি শেখান-গাইড করেন?
6. পুরনো সহকর্মীদের ক্যারিয়ার ট্র্যাক
যারা আগে কাজ করেছে, তারা কোথায় আছে এখন?
💡 যদি উপরের বেশিরভাগ উত্তর "হ্যাঁ" হয়, তাহলে আপনি ভালো জায়গায় আছেন। নয়তো ভাবার সময় এসেছে। ক্যারিয়ার মানেই শুধু চাকরি নয়—শেখা, উন্নতি আর সামনে এগিয়ে চলা।
📌 আপনি কোথায় আছেন এখন? ক্যারিয়ারের গ্রোথ কি পাচ্ছেন? কমেন্টে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা। 👇