18/11/2025
এনজেএল ফাউন্ডেশন ও এনজেএল ইএনটি সেন্টারের উদ্যোগে আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবার ও আয়োজন করা হয়েছে ফ্রি ইএনটি অপারেশন। এতে অসহায় গরীব রোগীদের নাক কান গলা রোগের যে কোন অপারেশন বিনামূল্যে করে দেয়া হবে। যারা দীর্ঘদিন থেকে নাক কান গলা’র রোগে ভুগছেন এবং টাকার অভাবে অপারেশন করাতে পারছেন না , সমাজের সুবিধা বঞ্চিত সেইসব মানুষদের জন্য আমাদের এ আয়োজন। আগ্রহী রোগীদের এনজেএল ইএনটি সেন্টার-১৫.কাজলশাহ, সিলেট, ফোন- ০১৭৬৭২২৮৮৪৪ এই ঠিকানায় যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নাম রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানিয়েছেন এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান দেশবরেণ্য ইএনটি সার্জন ডা.নূরুল হুদা নাঈম। সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,নাক-কান-গলা ও হেড-নেক সার্জারী বিভাগ-সিওমেকহা এবং সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার।
বিঃদ্রঃ- এই সুবিধাটি পেতে-স্থানীয় মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক থেকে প্রত্যয়নপত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে।