JMR TV24

JMR TV24 সকল ধরনের ভিডিও পেতে আমাদের পেইজে লাইক&ফলো করুন❞ ভিডিও গুলো ভালো লাগলে শেয়ার করুন।

💚স্বাগতম প্রিয় হুজুর ও প্রিয় ছাত্রগণ।💚এক সপ্তাহ পেরিয়ে আজ, ফিরে এলো সেই দিন"জামিয়ার আঙিনায় জাগে আনন্দের রঙিন চীন।নি...
08/11/2025

💚স্বাগতম প্রিয় হুজুর ও প্রিয় ছাত্রগণ।💚

এক সপ্তাহ পেরিয়ে আজ, ফিরে এলো সেই দিন"
জামিয়ার আঙিনায় জাগে আনন্দের রঙিন চীন।
নিঃশব্দ দেয়াল আজ বলছে খুশির কথা
আলহামদুলিল্লাহ! খুলেছে আবার ইলমের মহলতা।

স্বাগতম প্রিয় হুজুর, আপনাদের দোয়ায় ভরে"
জামিয়ার বাতাসে নূরের ছোঁয়া ঝরে।
আপনাদের মুখে হাসি-ছাত্রদের প্রাণে জাগে আলো"
ফিরে আসে ইলমের রওশন-মাদ্রাসার ভালোবাসা ভালো।

আর স্বাগতম প্রিয় ছাত্র, জামিয়ার গর্ব তোমরা"
তোমাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত সুর মধুর ধ্বরা।
তোমাদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় প্রতিটি কক্ষ"
তোমরা জামিয়ার নূর, তোমরাই আশার শক্ত পাথররেখ।

আল্লাহ করুন এই বছর হোক বরকতময়"
সবাই থাকুক সুস্থ, মন হোক নির্মল অমলময়।
ইলমে ভরে উঠুক প্রতিটি হৃদয়খানা,
জামিয়া জালালিয়ার নাম হোক জাহান জাহানা।

হাফিজ আলিম উদ্দিন সাহেব-হাসির ছায়ায় হিফজের গুরুজন।জামিয়া জালালিয়ার উঠোনে প্রতিদিন ভোরে"শিক্ষার আলো জ্বালে তিনি মিষ্ট...
07/11/2025

হাফিজ আলিম উদ্দিন সাহেব-হাসির ছায়ায় হিফজের গুরুজন।

জামিয়া জালালিয়ার উঠোনে প্রতিদিন ভোরে"
শিক্ষার আলো জ্বালে তিনি মিষ্টি স্বরে।
হিফজ বিভাগের শ্রদ্ধার আসন তাঁরই নামে"
আলিম উদ্দিন সাহেব-সবাই জানে খ্যাতি আছে ঘরে ঘরে।

চোখে চশমা-মুখে হাসি-হাতে থাকে তসবিহ"
রাগ নেই-তিরস্কারও মিষ্টি যেন রসগোল্লা হাসি।

অন্য হুজুররা যখন টেনশনে থাকেন ভারী"
উনি তখন হাসেন-আলহামদুলিল্লাহ-জীবন তো দারুণ বাহারি।

কোন ছাত্র দেরি করলে বলেন-ভাই-তাড়াতাড়ি পড়ো"
আল্লাহর কালামে মন দাও-কফি পরে ঢালো"☕
তাঁর ক্লাসে গম্ভীরতা মিশে হাসির ছোঁয়ায়"
যেন পড়াশোনার মাঝেই আনন্দের বায়ু বয়ায়।

সবাই জানে ওনার রাগও হাসির মতো নরম"
বকা দিলে মনে হয় এই তো মিষ্টি বর্ষণ।
যতই কাজ থাকুক, টেনশন হোক পাহাড়"
উনি হাসি দিয়ে গলিয়ে দেন সবই মনের জাদুকর।

ছাত্ররা বলে হুজুর আপনি আসলেই ভদ্রের প্রতিমূর্তি"
হৃদয়ে ভালোবাসা কথায় থাকে নূরের স্মৃতি।
উনি বলতেন ভালো আচরণও এক প্রকার ইবাদত।
এই কথাটাই তো শেখায় ইসলাম শেখায় মানবত।

মাদ্রাসার প্রতিটি কোণে তাঁর সুবাস ভাসে"
হাসি মমতা আর নম্রতার মিশেলে আশে-পাশে।
আল্লাহ তাআলা রাখুন তাঁকে সুস্থ সুখে সদা"
তাঁর মতো শিক্ষক থাকুক প্রতিটি মাদ্রাসায়" চিরকাল দাদা।

মাওলানা আজমল হোসেন-আমাদের মাথা গরম মেধাবী শিক্ষক।ক্লাসে ঢুকলেই সবাই চুপ-বইয়ের পাতায় চোখ"আজমল স্যার আসছেন-মাথা গরমের শো...
07/11/2025

মাওলানা আজমল হোসেন-আমাদের মাথা গরম মেধাবী শিক্ষক।

ক্লাসে ঢুকলেই সবাই চুপ-বইয়ের পাতায় চোখ"
আজমল স্যার আসছেন-মাথা গরমের শোক।
তবে ওই গরম মাথার আড়ালে আছে জ্ঞান"
যে একবার পড়ে-বলে হুজুর আপনি মহান।

চোখে তেজ, মুখে রাগ, তবু মনে মায়া"
কঠোর কথার মাঝে লুকিয়ে থাকে ছায়া।
রাগে রাগে বলেন-এইটা বোঝো না কেন?
তবু পরক্ষণেই হাসেন-আচ্ছা আবার বলি দেখো এখন।

তাঁর ক্লাস মানে যেন এক রহস্যময় দুনিয়া"
বইয়ের অক্ষর নাচে-চলে জ্ঞানের জাদু দিয়া।
প্রশ্ন করলে বলেন, “এইটা না জানলে হবে না ভাই"
তবু শেষে বলেন-ভালো করছো চালিয়ে যাই।

মাথা গরম ঠিকই, কিন্তু মনটা নরম"
মেধার আলোয় জ্বলে তাঁর প্রতিটি কর্ম।
যে ভুল করে তাকে তিরস্কার দেন"
তবু অন্তরে প্রার্থনা-ছেলেটা যেন মানুষ হয়: আমিন।

বৃষ্টি হোক-রোদ হোক-ছুটির দিন বাদ"
আজমল হুজুর ক্লাসে আসেন নেই কোনো বাধ।
শিক্ষার প্রতি এমন প্রেম আজ দুর্লভ বেশ"
তাঁর মতো শিক্ষকই তো গড়ে জাতির দেশ।

হাসির ছলে বলেন-আমি নাকি রাগী"
কিন্তু তাঁর চোখে দেখা যায় মমতা নাগরিক।
তাঁর মতো হুজুরের কাছে শেখা মানে গর্ব"
তিনি আমাদের গাইড-অনুপ্রেরণার স্তম্ভ।

আল্লাহ রাখুন ওনাকে সবসময় হাসিখুশি"
রাগ কমে যাক একটু-জ্ঞান থাকুক বর্ষণমুখী।
আমরা সবাই দোয়া করি হৃদয় ভরে"
আজমল হুজুর থাকুন ভালো-যুগ যুগ ধরে।

দ্বীনের দীপ-মাওলানা আব্দুস শহীদ সালেহপুরী সাহেব।জামেয়ার আঙিনায় প্রতিদিন যে সূর্য ওঠে নূরে ভরে"সেই নূরের পেছনে আছেন এক ...
06/11/2025

দ্বীনের দীপ-মাওলানা আব্দুস শহীদ সালেহপুরী সাহেব।

জামেয়ার আঙিনায় প্রতিদিন যে সূর্য ওঠে নূরে ভরে"
সেই নূরের পেছনে আছেন এক মানুষ-পরিশ্রমে ঘেরা অগাধ ঘরে।
তিনি মাওলানা আব্দুস শহীদ-নামটি আলোর দিশা"
দ্বীনের খেদমতে যাঁর জীবন-তাহারই এক নিশা।

সালেহপুরের মাটি যেন জানে তাঁর পদচারণ"
ইলমের পথিক তিনি-ত্যাগে যিনি করেন গঠন।
দিনে রাতে ভাবেন শুধু-কেমন করে বাড়ে দীন"
তাঁর হৃদয়ে জ্বলে সদা-দ্বীনের প্রতি মমতার দিন।

শিক্ষার বাতি হাতে নিয়ে ছুটেন নিরবে নির্ভয়ে"
ছাত্রদের ভালোবাসেন যেন সন্তান রূপে হৃদয়ে।
মেহনতের প্রতিটি ঘামে জ্বলে আশার আলো"
জামেয়ার প্রতিটি ইটে বাজে তাঁর দোয়ার ভালো।

না চান খ্যাতি-না চান দুনিয়ার মুকুটে রতন"
চান শুধু আল্লাহর রিজা-সেই তাঁর জীবন গঠন।
চোখে দীপ্ত নূর-মুখে তাওহিদের বাণী"
তিনি যেন দ্বীনের সৈনিক-নবীর পথে জানি।

মেহনত, ধৈর্য, দয়া- তাঁর চরিত্রের রতন"
উনি না থাকলে মাদ্রাসা পেত না এমন গঠন।
প্রতিটি ছাত্র তাঁর কাছে শেখে আদবের পাঠ"
আখলাকে রূপ দেন তিনি-সত্যে ভরা রাত।

জামেয়ার প্রান্তে তাঁর হাতে ফুটে উঠেছে ফুল"
ইলমের বাগানে গুঞ্জরিত নূরের কূল।
তাঁর কর্মে আল্লাহ রাখুন চির বরকতের ছায়া"
তাঁর দোয়ায় গড়ে উঠুক দ্বীনের প্রাসাদ মায়া।

🤲দোয়া🤲
আল্লাহ তায়ালা তাঁকে দান করুন দীর্ঘ সুস্থ জীবন"
ইলমের খেদমতে থাকুক চির আনন্দের মন।
তাঁর হাতের মাধ্যমে ছড়িয়ে যাক দ্বীনের আলো"
জামেয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার থাকুক উজ্জ্বল ভালো।

#মাওলানা_আব্দুস_শহীদ_সালেহপুরী
#জামেয়া_জালালিয়া_ইসলামিয়া_সোনাসার
#দ্বীনের_খেদমত
#ইলমের_আলো
#আল্লাহ_আপনাকে_বরকত_দান_করুন

05/11/2025

সোনাসার বাজার মসজিদে একটি চোর ধরা হয়েছে, তার সাথে চাবির জোটা ছিল চাবির জোটা বাহির করার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে।

05/11/2025

সোনাসার বাজার মসজিদে একটি চোর ধরা হয়েছে,

একজন আদর্শ শিক্ষক-শাহরিয়ার মাহমুদ স্যার। (ইংরেজি শিক্ষক)জামিয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার মাদ্রাসা)শিক্ষার পথের দিশার...
04/11/2025

একজন আদর্শ শিক্ষক-শাহরিয়ার মাহমুদ স্যার।
(ইংরেজি শিক্ষক)জামিয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার মাদ্রাসা)

শিক্ষার পথের দিশারি তিনি-জ্ঞানের আলোর শিখা"
শাহরিয়ার স্যার মানে ছাত্রদের মনে অনন্ত দীক্ষা।
ইংরেজির ব্যাকরণে যেমন দৃঢ় তার দখল"
তেমনি চরিত্রে নম্র-আচরণে অনুকরণীয় সফল।

মিষ্টি হাসিতে মুছে দেন ছাত্রের ভয়"
তার প্রতিটি কথা মনে আনে সুখের স্রোয়।
ব্ল্যাকবোর্ডে লেখেন শুধু অক্ষর নয়"
লেখেন জীবনের পাঠ-ভালো হও-সত্য বচন কহো সয়।

ক্লাসরুমে ঢুকলে মনে হয় আলো ঝরে"
তার কণ্ঠে জ্ঞানের সুর বাজে মধুরতরে।
প্রতি বাক্যে থাকে শেখার আহ্বান"
প্রেরণার ছোঁয়ায় জ্বলে উঠে প্রাণ।

বইয়ের পাতায় যেমন ছন্দের খেলা"
তেমনি তাঁর শিক্ষায় হৃদয়ের মেলা।
একজন শিক্ষক কেমন হওয়া উচিত"
তার জীবনই যেন তার সেরা দৃষ্টান্ত!

জামিয়ার ছাত্ররা বলে গর্বভরে নাম"
আমাদের শাহরিয়ার স্যার-আল্লাহর এক পরম দান।
তিনি শেখান শুধু ভাষা নয়"আদর্শও সঠিক,
তার পাঠে খুঁজে পাই জীবনের অর্থ অতি গভীর, অতি প্রকৃত।

শান্ত চেহারা-বিনয়ী মন-পরিশ্রমে ভরা প্রাণ"
তার দোয়ায় বেড়ে উঠুক প্রতিটি জান।
আল্লাহ তায়ালা দিন তাঁকে দীর্ঘজীবন"
শিক্ষা ও আমলে হোন উজ্জ্বল- অম্লান-অনন্ত অনুপ্রেরণ।

#শিক্ষক_আমাদের_গর্ব
#জামিয়া_জালালিয়া_ইসলামিয়া_সোনাসার
#ইংরেজি_শিক্ষক
#আদর্শ_মানব
#শিক্ষার_আলোকবর্তিকা
#দোয়া_ও_ভালোবাসা

03/11/2025

চাকরি সারাজীবন থাকবে না-তাই তেল না মেরে বুক ফুলিয়ে চাকরি করুন।

হিফজ বিভাগের গর্ব-হাফিজ ফয়সল আহমদ সাহেব।💚জামিয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার💚যে কণ্ঠে ওঠে কুরআনের ধ্বনি,যে মনে জ্বলে নূ...
02/11/2025

হিফজ বিভাগের গর্ব-হাফিজ ফয়সল আহমদ সাহেব।
💚জামিয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার💚

যে কণ্ঠে ওঠে কুরআনের ধ্বনি,
যে মনে জ্বলে নূরের বাণী"
সেই শিক্ষক হাফিজ ফয়সল আহমদ,
ইলমের আলোয় পথ দেখান সদা সর্বদা।

তাঁর হৃদয়ে কুরআনের সুবাস,
তাঁর কথায় শিক্ষার আভাস"
প্রতিনিয়ত গড়ে দেন হাফেজে কুরআন,
মেহনত তার আল্লাহর দান।

দিনে রোদে-রাতে নীরবতা,
তাঁর চেষ্টায় ফুটে উঠে ভক্তি ও পবিত্রতা"
হিফজ বিভাগ তার হাতে রত্নখানি,
যেন কুরআনের এক চলমান বাগানই।

আল্লাহ রাখুন হাফিজ ফয়সল আহমদ সাহেবকে বরকতের ছায়ায়,
তাঁর শিক্ষা ছড়িয়ে পড়ুক দুনিয়ার প্রান্তে প্রান্তে নূরের মায়ায়।

#হিফজ_বিভাগ #হাফিজ_ফয়সল_আহমদ #জামিয়া_জালালিয়া_ইসলামিয়া_সোনাসার #কুরআনের_আলো ゚

💚নিবেদিত প্রাণ মাওলানা রফিকুল ইসলাম।💚🌹জামিয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার।🌹যার প্রাণে মাদ্রাসার মায়া"যার কাজে আছে খোদার...
01/11/2025

💚নিবেদিত প্রাণ মাওলানা রফিকুল ইসলাম।💚
🌹জামিয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার।🌹

যার প্রাণে মাদ্রাসার মায়া"
যার কাজে আছে খোদার ছায়া"
দু’চোখে তার স্বপ্ন জ্বলে"
ইলমের আলো ছড়ায় দিনে রাতে।

দিনে রোদ-রাতে আলো"
মেহনত তার কখনোই নাহি ঢালো"
ছাত্রদের মাঝে মমতা ভরা প্রাণ"
মাদ্রাসার সেবায় নিবেদিত জান।

যে চুপচাপ কাজ করে যায়"
কাজেই তার প্রমাণ পাই"
নাম নয় তার মুখের বুলি"
কর্মেই লেখা তার মহিমার তুলি।

আল্লাহ রাখুন মাওলানা রফিকুল ইসলামের পদক্ষেপে বরকত"
জামিয়া জালালিয়া ইসলামিয়া সোনাসার হোক ইলমের চিরস্থায়ী মিনার।

#মাদ্রাসার_গর্ব #ইলমের_আলো

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when JMR TV24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share