08/11/2025
💚স্বাগতম প্রিয় হুজুর ও প্রিয় ছাত্রগণ।💚
এক সপ্তাহ পেরিয়ে আজ, ফিরে এলো সেই দিন"
জামিয়ার আঙিনায় জাগে আনন্দের রঙিন চীন।
নিঃশব্দ দেয়াল আজ বলছে খুশির কথা
আলহামদুলিল্লাহ! খুলেছে আবার ইলমের মহলতা।
স্বাগতম প্রিয় হুজুর, আপনাদের দোয়ায় ভরে"
জামিয়ার বাতাসে নূরের ছোঁয়া ঝরে।
আপনাদের মুখে হাসি-ছাত্রদের প্রাণে জাগে আলো"
ফিরে আসে ইলমের রওশন-মাদ্রাসার ভালোবাসা ভালো।
আর স্বাগতম প্রিয় ছাত্র, জামিয়ার গর্ব তোমরা"
তোমাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত সুর মধুর ধ্বরা।
তোমাদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় প্রতিটি কক্ষ"
তোমরা জামিয়ার নূর, তোমরাই আশার শক্ত পাথররেখ।
আল্লাহ করুন এই বছর হোক বরকতময়"
সবাই থাকুক সুস্থ, মন হোক নির্মল অমলময়।
ইলমে ভরে উঠুক প্রতিটি হৃদয়খানা,
জামিয়া জালালিয়ার নাম হোক জাহান জাহানা।
゚