Mahdi

Mahdi দু, হাতে যা চেয়েছি তা পাইনি বলে রবের উপর কতো অভিমান!বিপরীতে এত পাপ করেছি কই একমুহূর্তের জন্যও তো রব নিশ্বাস বন্দ করে দেন নি

সিলেটের বিয়ানীবাজারে হি×ন্দু পুরোহিত কর্তৃক ১২ বছরের মু×স×লি×ম নারী শইশু ধ×র্ষি×ত হয়েছে।এই ঘটনায় মিডিয়া পাড়া নীরব, সুশীল...
19/09/2025

সিলেটের বিয়ানীবাজারে হি×ন্দু পুরোহিত কর্তৃক ১২ বছরের মু×স×লি×ম নারী শইশু ধ×র্ষি×ত হয়েছে।

এই ঘটনায় মিডিয়া পাড়া নীরব, সুশীলরা নীরব, নেড়িবাদীরা নীরব! কারণ ধ×র্ষি×তা মেয়েটি মু×স×লি×ম এবং ধ×র্ষ×ক হি×ন্দু।

ঘটনার পাত্রপাত্রীর পরিচয় যদি উল্টো হতো তাহলে এতক্ষণে গেল গেল বলে মিডিয়া, সুশীল পাড়া এবং নেড়িবাদীরা হৈচৈ করে উঠতো!

মু×স×ল×মা×ন×দে×র রক্ত হিমশীতল হয়ে গেছে, আমাদের স্ত্রী-কন্যার নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ!

বিয়ানীবাজারের ঘটনা নিয়ে কোথাও কোন আওয়াজ নেই, যেন কিছুই হয়নি। কয়েকদিন আগে নোয়াখালীতে ১৪ বছরের একটি মু×স×লি×ম কিশোরীকে একসপ্তাহ ধরে আটক করে ধ×র্ষ×ণ করেছিল কয়েকটি হি×ন্দু যুবক।

মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরীদের র×ক্তে বরফ জমে গেছে, নিজেদের রক্ষা করার ক্ষমতাও এদের নেই!

আন্দালুস: ইউরোপে মুসলিমদের ৮০০ বছরের স্বর্ণযুগ 🌟৭১১ খ্রিষ্টাব্দ।মাত্র ১২,০০০ সৈন্য নিয়ে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ ...
04/07/2025

আন্দালুস: ইউরোপে মুসলিমদের ৮০০ বছরের স্বর্ণযুগ 🌟

৭১১ খ্রিষ্টাব্দ।
মাত্র ১২,০০০ সৈন্য নিয়ে মুসলিম সেনাপতি তারিক বিন জিয়াদ ইউরোপের দক্ষিণে প্রবেশ করেন। শত্রুপক্ষ ছিল প্রায় ১ লাখ খ্রিস্টান সৈন্য, নেতৃত্বে রাজা রডারিক।

তারিক সৈন্যদের নৌকা পুড়িয়ে দিয়ে বলেছিলেন ইতিহাসের বিখ্যাত শব্দগুলো—

> ❝সমুদ্র আমাদের পেছনে, শত্রু আমাদের সামনে। এখন বিজয় অথবা শাহাদাত!❞

এই যুদ্ধের মাধ্যমে ইউরোপের স্পেন, যাকে মুসলিমরা বলত আন্দালুস, তা ইসলামী শাসনের অধীনে আসে। শুরু হয় এক সোনালী সভ্যতা — যা স্থায়ী হয় প্রায় ৮০০ বছর! (৭১১-১৪৯২ খ্রিষ্টাব্দ)

---
✨ কেন এটা ইতিহাসের গর্ব?

🔹 কোর্দোবা ছিল তখনকার বিশ্বের সবচেয়ে উন্নত শহর — যেখানে রাতে রাস্তায় বাতি জ্বলত, মানুষ পানি ব্যবহার করত পাইপলাইনের মাধ্যমে, আর ছিল বিশাল লাইব্রেরি ও বিশ্ববিদ্যালয়।

🔹 মুসলিমরা গড়ে তোলে হাজার হাজার বইয়ের লাইব্রেরি, চিকিৎসা কেন্দ্র, জ্যোতির্বিদ্যা, গণিত ও দর্শনের প্রতিষ্ঠান।

🔹 ইবনে রুশদ, ইবনে সিনা, আল-জাহরাভি সহ বহু মুসলিম বিজ্ঞানীর বই ইউরোপে রেনেসাঁ’র ভিত্তি গড়ে দেয়।

🔹 খ্রিস্টান ও ইহুদিরাও মুসলিম শাসনের অধীনে নিরাপদ ছিল এবং উচ্চপদে কাজ করত।

🔹 স্থাপত্যের বিস্ময় মসজিদুল কোরদোবা (মেসকিতা) আজও অটুট রয়েছে — মুসলিম ঐতিহ্যের নীরব সাক্ষী হয়ে।
---
⚠️ কিন্তু কেন পতন হলো?

আন্দালুসের পতনের মূল কারণ ছিল:

মুসলিমদের ভেতর ফিরকা, হিংসা ও বিভাজন

আল্লাহর রাস্তায় উদাসীনতা

দুনিয়ালোভ আর ভোগবিলাস

এর সুযোগে খ্রিস্টান রাজারা একে একে অঞ্চল দখল করে নেয়।
১৪৯২ সালে মুসলিমদের শেষ রাজ্য গ্রানাডাও হাতছাড়া হয়।
শুরু হয় জোরপূর্বক ধর্মান্তর, হত্যাযজ্ঞ ও কুরআন পুড়িয়ে ফেলা।
--
📚 শিক্ষা কী?

✅ ঐক্য থাকলে মুসলমানরা ইউরোপেও ৮০০ বছর নেতৃত্ব দিতে পারে।
✅ জ্ঞান, ইমান আর ন্যায়বিচার থাকলে ইসলাম বিজয়ী হয়।
✅ আর বিভক্তি, ঈমানহীনতা ও অহংকার মুসলিম সভ্যতা ধ্বংস করে দেয়।
---
👉 আন্দালুস আজ আমাদের গর্ব, আবার সতর্কবার্তাও।
আমরা যদি ঐক্য, ইলম আর তাকওয়ার পথে ফিরি—তাহলে আমাদেরও আবার একদিন হবে স্বর্ণযুগ, ইনশাআল্লাহ! 🤲

---

12/06/2024

গর্জে উঠুন একসঙ্গে...

12/03/2024

"যুদ্ধ ছাড়া কোন জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ওই জাতির তরুণদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।"
-------সালাউদ্দিন আইয়ুবী (রহঃ)

যারা আমাদের মুসলিম ভাই –বোনদের  মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, তারা হয়তো আমাদের  ইতিহাস সম্পর্কে জানেনা। আমাদের  পছন...
16/08/2023

যারা আমাদের মুসলিম ভাই –বোনদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, তারা হয়তো আমাদের ইতিহাস সম্পর্কে জানেনা। আমাদের পছনে বদর ও খন্দকের মতো শত শত ইতিহাস রয়েছে।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share