14/08/2025
সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য উদাহরণ—বাংলাদেশ জামায়াতে ইসলামী!
যেকোন আয়োজন হোক ছোট বা বড়,
জামায়াত তার কর্মীদের শৃঙ্খলা, সময়নিষ্ঠতা ও দায়িত্ববোধের মাধ্যমে প্রমাণ করে—
সফলতা শুধু উদ্দেশ্যে নয়, সেটি নিহিত রয়েছে কর্মপদ্ধতিতে।
📌 পরিকল্পনা,
📌 প্রস্তুতি,
📌 দায়িত্ব বন্টন,
📌 আর ফলপ্রসূ বাস্তবায়ন
এই চার স্তম্ভে দাঁড়িয়ে থাকে জামায়াতের প্রতিটি কর্মসূচি।
যেখানে অনেকে ব্যস্ত থাকে ছবি তুলতে, জামায়াত ব্যস্ত থাকে দায়িত্ব পালন করতে।
এই পার্থক্যই বলে দেয় , জামায়াত কেন ভিন্ন, কেন সেরা।