আলোর পথ_Alor Poth

আলোর পথ_Alor Poth দ্বীনের জ্ঞান অর্জন করা
প্রত্যেকের উপর ফরজ।

14/08/2025

সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য উদাহরণ—বাংলাদেশ জামায়াতে ইসলামী!

যেকোন আয়োজন হোক ছোট বা বড়,
জামায়াত তার কর্মীদের শৃঙ্খলা, সময়নিষ্ঠতা ও দায়িত্ববোধের মাধ্যমে প্রমাণ করে—
সফলতা শুধু উদ্দেশ্যে নয়, সেটি নিহিত রয়েছে কর্মপদ্ধতিতে।

📌 পরিকল্পনা,
📌 প্রস্তুতি,
📌 দায়িত্ব বন্টন,
📌 আর ফলপ্রসূ বাস্তবায়ন
এই চার স্তম্ভে দাঁড়িয়ে থাকে জামায়াতের প্রতিটি কর্মসূচি।

যেখানে অনেকে ব্যস্ত থাকে ছবি তুলতে, জামায়াত ব্যস্ত থাকে দায়িত্ব পালন করতে।
এই পার্থক্যই বলে দেয় , জামায়াত কেন ভিন্ন, কেন সেরা।

17/07/2025

সবাই পরিবর্তনের কথা বলে।
নতুন পতাকা, নতুন স্লোগান, নতুন মুখ...

কিন্তু মন ও নীতির পরিবর্তন ছাড়া কোনো পরিবর্তনই টিকে না।
স্বার্থের রাজনীতিতে মানুষ নয়, ক্ষমতা জিতে।
আল্লাহ তা'আলা বলেন:

“নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়।”
(সূরা রা'দ: ১১)

সংস্কার মানে মুখ পাল্টানো নয়, মন পাল্টানো।
নেতৃত্ব মানে জয়োল্লাস নয়, দায়িত্ববোধ।
রাজনীতি যদি ইবাদত না হয়, তবে তা নিছক প্রতারণা।

❝ দ্বীন ও ন্যায় বিচ্ছিন্ন কোনো পরিবর্তনেই বরকত হয় না।❞

সংগৃহিত

15/07/2025

নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে এখন চলছে এক অদ্ভুত প্রতিযোগিতা—জনগণের মন জয় নয়, বরং প্রতিপক্ষকে হেয় করার লড়াই। দায়িত্বশীল রাজনৈতিক আচরণের চেয়ে এখন বেশি দেখা যাচ্ছে ‘কীভাবে শত্রুকে নষ্ট করা যায়’ সেই হিসাব।

ক্ষমতায় যেতে হলে মানুষের কাছে যেতে হয়, ভবিষ্যতের রূপরেখা দিতে হয়। কিন্তু যখন সেই সাহস বা প্রস্তুতি থাকে না, তখন সহজ পথ হিসেবে বেছে নেওয়া হয় গুজব, অপপ্রচার আর ইতিহাস বিকৃতির রাজনীতি।

আশ্চর্যজনকভাবে, কিছু দল নিজেরাই ভুলের চোরাবালিতে ডুবে থেকেও অন্যদের দিকে কাদা ছোড়ায় ব্যস্ত। জনগণ কি এতটাই সরল যে, তারা বারবার একই নাটকে বিশ্বাস করবে? না। সময় বদলেছে, মানুষ বুঝেছে।

রাজনীতি এখন আর স্লোগান-ভিত্তিক আবেগের খেলায় সীমাবদ্ধ নয়। মানুষ এখন দেখে, বিচার করে, এবং ভোট দেয় প্রমাণের ভিত্তিতে। কৌশল নয়, বাস্তবতা এখন ভোট নির্ধারণ করে।

সত্যি বলতে, আগুনে পুড়িয়ে আবার ঘরে ঢুকতে চাওয়া রাজনীতির দিন শেষ। জনগণ সব দেখেছে—কে তাদের পাশে ছিল, আর কে শুধু সুযোগ খুঁজেছে। এখন যদি কেউ ভাবে "একটু চিল্লাচিল্লি করলেই আবার জনগণ পেছনে দাঁড়াবে", তবে তা হবে নিজেদের অন্ধত্বেরই প্রমাণ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ আঞ্চলিক শাখার সদস্য মারুফ আহমদ - এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা।
14/07/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ আঞ্চলিক শাখার সদস্য মারুফ আহমদ - এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা।

02/07/2025

ডিগ্রি, অর্থ, পদ-পদবি — এগুলো জীবনের অংশমাত্র।
কিন্তু এগুলোর চেয়েও বড় বিষয় হলো মানুষ হওয়া।
যেখানে ভালোবাসা আছে, সাহায্য আছে, সেখানেই প্রকৃত মানুষত্ব।

02/07/2025

সমাজ বদলাবে কবে?
যখন মানুষ ‘মানুষ’ হিসেবে মানুষকে দেখবে,
যখন হৃদয়ের ডাক প্রযুক্তির আওয়াজকে হার মানাবে,
আর যখন সত্য, মানবতা, আর ভালোবাসাই হবে শ্রেষ্ঠ পরিচয়।

25/06/2025

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন'র টকশো তে Jamaat-e-Islami(জামায়াত) আমীর Dr. Shafiqur Rahman (হাফিঃ)'র টকশো টি শুনুন। সুস্থ ধারার কতগুলো টপিক'স পাবেন। জ্ঞানগর্ভ আলোচনা'র সারাংশ বিশ্লেষণ করতে পারলে রাজনৈতিক চিন্তার অন্ধত্বও ঘুচে যেতে পারে।

বিশেষ করে বহমান নষ্ট সময়ের করাল স্রোতে শৈবাল হয়ে ভেসে আসা অসংখ্য জামায়াত সমর্থকদেরও চিন্তার বার্ধক্যতা কেটে যেতে পারে।

আর রাজনৈতিক দেউলিয়াত্ব নিয়ে থাকা একদল উন্মাদ অবুঝ বিরোধী পক্ষেরও জন্য রয়েছে উল্লেখযোগ্য পয়েন্ট অব অর্ডার!

লিংক কমেন্টে দেয়া আছে। ঝটপট দেখে নিন।

25/06/2025

🔍 প্রশ্ন হলো —
আমরা কাদের অনুসরণ করছি?
কে আমাদের আদর্শ?
আমরা কি অন্যায়ের প্রতিবাদ করছি,
না নীরব থেকে ভুলকে স্বাভাবিক করে দিচ্ছি?

💡 একটা জাতিকে জাগাতে হলে,
প্রথমে তরুণদের বিবেক জাগাতে হবে।
তাদের শুধু ডিগ্রি নয়, দরকার দৃষ্টিভঙ্গি।
তাদের শুধু স্বপ্ন নয়, দরকার সাহস।

👉 তরুণ হও মানে সাহসী হও।
ভুল স্বীকার করো, শিখতে শেখো,
আর সমাজকে বদলানোর আগেই
নিজেকে বদলাও।

10/06/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার ১ নং বারহাল ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্টানে জামায়াতে ইসলামী (যুব বিভাগ) এর বারহাল ইউনিয়ন সভাপতি মামুন আনসারির বক্তব্য

জামায়াতে ইসলামীর একান্ত শুভাকাঙ্ক্ষী জনাব নাইমুর রহমান জাকিরের ভাতিজি নাদিরা আক্তার নিপার বিয়েতে বারহাল ইউনিয়ন জামায়াতে ...
03/05/2025

জামায়াতে ইসলামীর একান্ত শুভাকাঙ্ক্ষী জনাব নাইমুর রহমান জাকিরের ভাতিজি নাদিরা আক্তার নিপার বিয়েতে বারহাল ইউনিয়ন জামায়াতে ইসলামী পরিবার।

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ আঞ্চলিক শাখার সদস্য ব্রাজিল প্রবাসী জনাব জয়নাল আবেদিন - এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংব...
12/04/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ আঞ্চলিক শাখার সদস্য ব্রাজিল প্রবাসী জনাব জয়নাল আবেদিন - এর প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা।

সবাইকে শেয়ার করার অনুরোধ করছি,১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জ...
07/04/2025

সবাইকে শেয়ার করার অনুরোধ করছি,
১ লাখ ১৭ হাজার মানুষের একটা শহর রাফাহ, সেখানে একটি মানুষও আর নেই। কেউ আর বিশ্ববাসীর কাছে জবাব চাইবেনা, আর কেউ সাহায্য চাইবেনা।

ফিলিস্তিনে যে গণহত্যা চলছে, সেটা শুধু একটা মানবিক বিপর্যয় না—এটা ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক ও অন্যায়ের এক নির্মম অধ্যায়।

এই যে জাতিসংঘ, মানবাধিকার সংগঠন—সবাই শুধু "নিন্দা" জানাচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মুসলিম উম্মাহর অবস্থা আরও দুঃখজনক—অনেকে চুপ, কেউ কেউ কেবল টুকরো টুকরো প্রতিবাদে সীমাবদ্ধ। অথচ একজন মুসলমানের কষ্টে অন্য মুসলমান কষ্ট না পেলে, ঈমানের দাবিই তো মিথ্যা হয়ে যায়!

মানবহীন ভূমি দেখে যারা উল্লাস করছে তারা জানেনা প্রতিশোধের বদলা শুধু মানুষই নেয়না প্রকৃতিও নেয়। রাফার মাটির সাথে যে রক্ত মিশে আছে সেই রক্তমাখা মাটিই একদিন হিংস্র হয়ে গ্রাস করবে।

ফিলিস্তিন দের নির্যাতিত পোস্ট পাইলেই শেয়ার করুন অপর মুসলিম কে জাগ্রত করুন 😭

Address

Sylhet

Telephone

+8801603221295

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথ_Alor Poth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share