25/11/2025
উমরাহ – ইবাদত নাকি ট্রেন্ড?
ইদানীং সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যায়, অনেকেই উমরাহ পালন শেষে ছবি–ভিডিও বা স্ট্যাটাস শেয়ার করেন। কারও জন্য এটি খুশির মুহূর্তের স্মৃতি, আবার কারও কাছে মনে হতে পারে এটি যেন এক ধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে।
তবে আসল কথা হলো— ইবাদত সবসময় অন্তরের বিষয়।
কেউ ছবি শেয়ার করলে তার নিয়ত আমরা জানি না, আর কেউ শেয়ার না করলে তার ইবাদত যে কম হয়ে গেল, তাও নয়।
উমরাহ একটি পবিত্র আমল; এটি আমাদের হৃদয়কে পরিবর্তন করার জন্য, রিয়াকে বাড়ানোর জন্য নয়। ট্রেন্ডের অংশ হিসেবে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ইবাদত হওয়া উচিত।
দিনের শেষে—
ইবাদত প্রকাশ করা ভুল নয়, তবে তার পেছনের উদ্দেশ্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।