mahdi media

mahdi media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from mahdi media, Media/News Company, সিলেট, Sylhet.

26/09/2025

চারিকাটা থুবাং হামিদিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মো:রেজওয়ানুল করিম বিন মাওলানা সিরাজ এর কন্ঠে উক্ত মাদ্রাসা কে নিয়ে চমৎকার একটি সংগিত।আল্লাহ তায়ালা তাহাকে সুস্ততার সহিত নেক হায়াত দান করুন এবং দ্বীনের খাদিম হিসাবে কবুল করুন।যোগ শ্রেস্ট আলিম হওয়ার তাওফিক দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ আজ ১৬সেপ্টেম্বর ২০২৫ইংরেজি ২টার সময় তৃতীয় সন্তান ও প্রথম কন্যা সন্তানের বাবা হলাম। ...
15/09/2025

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ আজ ১৬সেপ্টেম্বর ২০২৫ইংরেজি ২টার সময় তৃতীয় সন্তান ও প্রথম কন্যা সন্তানের বাবা হলাম। মা ও মেয়ে সুস্ত আছেন।সকলের কাছে খাছ দোয়ার দরখাস্ত সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমার মেয়েকে আবিদা সালিহা হিসাবে কবুল করেন।আমীন।

14/09/2025

আসসালামু আলাইকুম বন্দু সুরইঘাট নেট এর পক্ষ থেকে আপনা কে অভিনন্দন ও ধন্যবাদ। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের এলাকা তথা ২ নং ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে আমাদের মাওলানা জয়নুল আবেদীন ভাই ওয়াই-ফাই সেবা চলু করেছেন।সুতরাং
আপনি ও চাইলে আপনার ভাষা কিংবা বাড়িতে ওয়াই-ফাই সংযোগ নিতে পারেন
ওয়াই-ফাই থাকলে আপনি আপনার বাড়ি/ভাষা বিদেশে বসে মনিটরিং করতে পারবেন সিসি টিভির মাধ্যমে।সংযোগ নিতে যোগা যোগ করুন নিচে দেয়া নাম্বারে
ধন্যবাদ।
হেল্পলাইন নাম্বার
মেনেজমেন্ড ডাইরেক্টর নাম্বার ০১৭৬১৫১৯৩৪৫

বন্ধুবর মুফতি শাকির বিন ফয়েজ এর প্রতিস্টিত জামেয়া ফয়যিল কোরআন আল ইসলামিয়া এর আগামীকালের মাহফিলের শতভাগ সফলতা কামনা করছি।
13/09/2025

বন্ধুবর মুফতি শাকির বিন ফয়েজ এর প্রতিস্টিত জামেয়া ফয়যিল কোরআন আল ইসলামিয়া এর আগামীকালের মাহফিলের শতভাগ সফলতা কামনা করছি।

13/09/2025

আগামী রবিবার বাদ এশা আল ইত্তেহাদ যুব কল্যাণ ইসলামিক সোসাইটি বাদশাহ বাজার এর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভার আয়োজন করা হয়েছে অতএব আপনি উক্ত সংগঠনের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হিসাবে উপস্তিত হয়ে সু পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্চে।
অনুরোধ ক্রমে :আল ইত্তেহাদ যুব কল্যাণ পরিবার।

বিশ্বে দুইজন প্রধানমন্ত্রী হেলিকাপ্টারে পালিয়েছেন-১ম জন— গোপালী২য় জন— নেপালীদুই পলাতক এখানো বিয়া দিতাম কুনানো মুদির দোকা...
10/09/2025

বিশ্বে দুইজন প্রধানমন্ত্রী হেলিকাপ্টারে পালিয়েছেন-
১ম জন— গোপালী
২য় জন— নেপালী
দুই পলাতক এখানো
বিয়া দিতাম কুনানো
মুদির দোকানো।কপি পোস্ট।

অভিনন্দন ডাকসুর নব নির্বাচিত ভিপি সাদেক কাইয়ুম সহ সকল কে।সমবেদনা জানাই আবিদ খালিদ সহ যারা ভুটের রাজনিতিতে হেরে গেলেন সকল...
10/09/2025

অভিনন্দন ডাকসুর নব নির্বাচিত ভিপি সাদেক কাইয়ুম সহ সকল কে।সমবেদনা জানাই আবিদ খালিদ সহ যারা ভুটের রাজনিতিতে হেরে গেলেন সকল কে।ইনশাআল্লাহ অদুর ভবিষ্যতে আপনারা একদিন ডাকসুর ভিপি হবেন।জয় পরাজয় বড় কথা নয় শিক্ষার্থী দের পাশে থাকাই হচ্চে বড় কথা।এখন সবাই পিছনের সবকিছু ভুলে গিয়ে কেম্পাস কে সুন্দর করে পরিচালনা করা দিড় প্রত্যাশা নিয়ে এগিয়ে যান।ইনকিলাব জিন্দাবাদ।

04/09/2025

চারিকাটা থুবাং হামিদিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোছা:মাঈশা এর কন্টে হাদিছ পাঠ।আল্লাহ তায়ালা তাহাকে সুস্ততার সহিত নেক হায়াত দান করুন এবং দ্বীনের খাদিমা হিসাবে কবুল করুন।যোগ শ্রেস্ট আলিমা হওয়ার তাওফিক দান করুন। আমিন।

04/09/2025

চারিকাটা থুবাং হামিদিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মো:রেজওয়ানুল করিম বিন মাওলানা সিরাজ এর কন্ঠে সাহাবায়ে কেরাম রাযি:দের শানে চমৎকার একটি সংগিত।আল্লাহ তায়ালা তাহাকে সুস্ততার সহিত নেক হায়াত দান করুন এবং দ্বীনের খাদিম হিসাবে কবুল করুন।যোগ শ্রেস্ট আলিম হওয়ার তাওফিক দান করুন। আমিন।

04/09/2025

দেশ খাইল গনতান্ত্রিক ভোটে।
ঈলিম খাইল নোটে।
আর সকালের মক্তবের পড়া খাইল কোচিং এ।কথাগুলো সত্য নাকি মিথ্যা একটু মিলাইয়া নিয়েন।

31/08/2025

চবি তে ছাত্রদের উপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

31/08/2025

দেশের এমন পরিস্তিতি দেখে আমি নিস্তব্ধ বাকরুদ্ধ। আল্লাহ তায়ালা যেন আমার মাতৃভুমির হেফাজত করেন।আমিন।

Address

সিলেট
Sylhet
12345

Website

Alerts

Be the first to know and let us send you an email when mahdi media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share