mahdi media

mahdi media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from mahdi media, Media/News Company, সিলেট, Sylhet.

06/11/2024

প্রবাসের সফর নিরাপদ হউক প্রিয় ভাই সাইলেন্ট কিলার মাশকুর আলম। ফি আমানিল্লাহ

06/11/2024

আলহামদুলিল্লাহ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের মহা সমাবেশ শেষ করে সাথী দেরকে নিয়ে মাদ্রাসায় এসে পৌছিলাম।আল্লাহ তায়ালা আমাদের এই সফর কে কবুল করুন।

তা'লীম, তাবলীগ, তাযকিয়া ও সিয়াসত সকল ক্ষেত্রে পন্ডিত ব্যক্তি, সালের সাথী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসম...
06/11/2024

তা'লীম, তাবলীগ, তাযকিয়া ও সিয়াসত সকল ক্ষেত্রে পন্ডিত ব্যক্তি, সালের সাথী ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশের আহবায়ক-
মাওলানা উবায়দুল্লাহ ফারুক হাফি. এর উদ্বোধনী ভাষণের সারসংক্ষেপ:
-------
সব কিছুতে সমতা রক্ষা করলেই বৈষম্য দূর হয়ে যায় না। বরং কখনও অসম সিস্টেমে বৈষম্য দূর করতে হয়। তারিকারিতে পেয়াজ যে পরিমাণ দেওয়া হয়, লবনও যদি তার সমপরিমাণ দেওয়া হয়, তারকারি যেমন তারকারি থাকে না, তেমনই হক বাতিলের মাঝে বৈষম্য খুঁজতে হয় না। মাওলানা সাদ সাহেবের সাথে আমাদের সম্পর্ক হক বাতিলের সম্পর্ক। এখানেও বৈষম্য খুঁজতে গেলে তরকারির অবস্থা হবে।

এদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। কোনো দল ৫১ পার্সেন্ট ভোট পেলে সরকারি দল তারা হয়। মন্ত্রী পরিষদ তারাই গঠন করে। উনপঞ্চাশ পার্সেন্টের অধিকারি বিরোধী দলের কাউকে কেবিনেটে রাখে না। বিষয়টা এরকমই। শুরায়ি নেযামে চলা তাবলীগওয়ালা ৮৫ পার্সেন্ট লোক। তারাই কাকরাইল চালাবে। ইজতেমাও তারাই করবে।

তাবলীগের কাজ তাদের মশওয়ারা সাপেক্ষে হত, কিন্তু আওয়ামী লীগ এসে তাতে মাদবরি শুরু করেছে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসার কমিটিতে ঢুকে সন্ত্রাসী করেছে।
বিএনপি-জামাতও যদি এভাবে মসজিদ-মাদ্রাসার কমিটিতে ঢুকতে চায়, তাহলে আওয়ামী লীগকে বিদায় করে আমাদের কি লাভ হলো?
আমরা যেমন স্কুল কলেজে কোন মাতবরি করতে যাই না, অনুরূপ কোন পলিটিক্যাল পার্টি যেন আমাদের মসজিদ-মাদ্রাসায় মাতবরি করতে না আসে। যদি বিএনপি জামাত কোন মসজিদ মাদ্রাসায় মাতবরি করতে আসে, তাহলে সমস্ত উলামায়ে কেরাম ও তাবলীগীরা মিলে জনসাধারণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে যেভাবে আওয়ামী লীগকে প্রতিহত করা হয়েছে।
০৫.১১.২০২৪ ঈ.

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ আজকের সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল ভাবে সম্পন্য হয়েছে।আল্লাহ তায়ালা উক্ত মহা...
05/11/2024

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ আজকের সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল ভাবে সম্পন্য হয়েছে।আল্লাহ তায়ালা উক্ত মহাসমাবেশ কে কবুল করুন এবং পুরো উম্মতের বিশেষ করে সাদ হাদাহুল্লাহু এর অনুসারী দের হেদায়েতের অসিলা বানিয়ে দেন। আমিন।

আমি ঢাকায় মহাসমাবেশে ছিলাম মহাসমাবেশ শেষে মোবাইল খোলার সাথে সাথে একটি নিউজ পেলাম আমার হিফজ শাখার মুশফিক উস্তাদ হাফিজ শফি...
05/11/2024

আমি ঢাকায় মহাসমাবেশে ছিলাম মহাসমাবেশ শেষে মোবাইল খোলার সাথে সাথে একটি নিউজ পেলাম আমার হিফজ শাখার মুশফিক উস্তাদ হাফিজ শফিকুল হক সাহেব পাত্রমাটি হুজুরের বড় ছেলে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আজ ইন্তেকাল ফরমাইয়াছেন। আল্লাহ তায়ালা মরহুম কে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নছিব করুন এবং হুজুর সহ উনার পরিবারের সকল সদস্য দের কে সবরে জামিল দান করুন। আমিন।

04/11/2024

বরকতময় ফজর আলহামদুলিল্লাহ। মাধবদী নরসিংদী।

04/11/2024

আমরা হলাম কওমিয়ান।
আমাদের গন্তব্য হলো সোহরাওয়ার্দী উদ্যান।
কে কোথায় পৌছেছেন বলে যান।

আলহামদুলিল্লাহ আজ পুরো ফেইসবুক ই ঢাকা সোহরাওয়ার্দীময় তাই সকলের জানার সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যানের গুগল ম্যেপ নিচে দ...
04/11/2024

আলহামদুলিল্লাহ আজ পুরো ফেইসবুক ই ঢাকা সোহরাওয়ার্দীময় তাই সকলের জানার সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যানের গুগল ম্যেপ নিচে দেওয়া হলো।

অপহরনের ২৪ ঘন্টা, তবু সন্ধান মিলে নি মুনতাহার। প্রিয় সিলেট বাসী, আপনারা সচেতন হোন, নজর দারীতে রাখুন। মুনতাহাকে ফিরে পেতে...
04/11/2024

অপহরনের ২৪ ঘন্টা, তবু সন্ধান মিলে নি মুনতাহার। প্রিয় সিলেট বাসী, আপনারা সচেতন হোন, নজর দারীতে রাখুন। মুনতাহাকে ফিরে পেতে সহোযোগিতা করুন।
অনেকেই দেখতেছি গুজব ছড়াচ্চেন, দয়া করে গুজব ছড়িয়ে বিষয়টা ধামাচাপা দিবেন না।

সিলেটের প্রতিটি পাড়া মহল্লা, আপনাদের নজরদারীতে রাখুন, প্রতিটি স্টেশন, বর্ডারে, নজর রাখুন। কোথায় কোন সন্দেহ মুলক কাউকে পেলে আটক করুন। তদন্ত করুন।

আপনার একটি শেয়ারে মেয়েটি হয়তো বাবা মায়ের কুলে ফিরতে পারে।
তাই শেয়ার করুন।

04/11/2024

আলহামদুলিল্লাহ আমরা জৈন্তাপুর থেকে বিশাল একটি কাফেলা নিয়ে আগামীকাল এর সমাবেশে উপস্তিত হব।আপনি ও আসেন এই মহতি সমাবেশে।

04/11/2024

আলহামদুলিল্লাহ
ঢাকার পথে!
সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে!
দোয়া চাই, মহান আল্লাহ যেন সালামতে পৌঁছে দেন, আমিন 🤲

নিখোঁজ সংবাদ,বিষয়টি খুবই উদ্বেগজনক। মেয়েটি দ্রুত ফিরে আসুক তার মায়ের কোলে। সোনাপুর মহিলা মাদ্রাসার জলসায় গিয়ে জলসার বাজা...
04/11/2024

নিখোঁজ সংবাদ,
বিষয়টি খুবই উদ্বেগজনক। মেয়েটি দ্রুত ফিরে আসুক তার মায়ের কোলে।
সোনাপুর মহিলা মাদ্রাসার জলসায় গিয়ে জলসার বাজার থেকে গতকাল রবিবার হারিয়ে গেছে শিশুটি। ২৪ ঘন্টা হয়ে গেছে। কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভাড়ারীফৌদ গ্রামের শামীম আহমদের ছোট মেয়ে মুনতাহাকে এখনো খোঁজে পাওয়া যায়নি। বিষয়টিকে সকলেরই উচিত গুরুত্বের সাথে নেওয়া। কানাইঘাট থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন শিশুটির, যোগাযোগ করুন এই নাম্বারে-01725559232।

Address

সিলেট
Sylhet
12345

Website

Alerts

Be the first to know and let us send you an email when mahdi media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share