24/06/2025
🌙 আল্লাহ তাআলা বলেন:
"তোমরা আমার কথা স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব।"
— (সূরা বাকারা: ১৫২)
🕌 দুনিয়ার সমস্ত সুখ-সন্তুষ্টি ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী।
তাই চলুন, আমরা নামাজ কায়েম করি, গুনাহ থেকে বাঁচি, এবং পরকালের জন্য প্রস্তুত হই।
🤲 হে আল্লাহ! আমাদের সবাইকে হেদায়াত দান করো এবং তাওফিক দাও যেন আমরা তোমার সন্তুষ্টির পথে চলতে পারি।
আমিন ❤️❤️❤️🙄🙄🙄🙄