 
                                                                                                    14/05/2024
                                            সত্য মিথ্যা যাচাই 
সত্য কথাগুলা খুব কর্কট হয় শুনতে 
তেমন একটা ভালো লাগে না, 
মিথ্যা কথাগুলো শুনতে অসাধারণ এবং এত বেশি মিষ্টি থাকে যে যাকে বলে সেই সত্য এটাকেই মনে করে, 
বর্তমান সমাজে সত্যের কোন দাম নাই, যে যত বেশি বিনয়ের সাথে মিথ্যা বলতে পারবে সেই সবার কাছে পছন্দের, আর এই মিথ্যাবাদীদের জন্যই আপন মানুষগুলো পর হয়ে যায়,আগেকার যুগে চোখে চোখ রেখে মানুষ মিথ্যা বলতে পারতো না, আর এখন চোখে চোখ রেখে একটা না হাজারটা মিথ্যা কথা বলে,। 
          ----------জাহান---------                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  