Borno Das

Borno Das I want to spread my positive thoughts to everyone

03/09/2024

No means Next Opportunity 💯

29/06/2024

আপনারা যারা বিদেশে স্টুডেন্ট ভিসায় যাবেন তাদের জন্য আমার কিছু টিপস-

১.কোর্স আউটলাইন স্টাডি করে এনরোল করবেন।
২.যে দেশে যাচ্ছেন,সেদেশের খাদ্যাভ্যাস, আবহাওয়া, সংস্কৃতি সম্পর্কে জেনে নিবেন।
৩.কোর্স অনুযায়ী ক্যারিয়ারে কোনক্ষেত্রে কাজ করার সুযোগ আছে,তা জেনে নিবেন।
৪.আপনার আয়-ব্যায়ের ও ট্যাক্সের একটা খসড়া করে নিবেন।
৫.যে দেশে যাবেন,সেদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং ভূরাজনীতিতে সেদেশের কার্যক্রম জেনে নিবেন।
৬.ফ্যামিলি ম্যানেজমেন্ট,বিয়ের বয়স মাথায় রাখবেন।
৭.ছোটকাজ শিখে যাবেন।
৮.তাড়াহুরা করে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিবেন না।

বাণীতে,
বর্ণ দাস।

চাকরি চলে যাওয়া একটা ছেলের জন্য কতটুকু কষ্টের হতে পারে ,যার গেছে শুধু সেই জানে।আর দেশ যদি হয় বাংলাদেশ তাহলেই কাম সারছে...
25/06/2024

চাকরি চলে যাওয়া একটা ছেলের জন্য কতটুকু কষ্টের হতে পারে ,যার গেছে শুধু সেই জানে।
আর দেশ যদি হয় বাংলাদেশ তাহলেই কাম সারছে।
এই যে কিছুদিন আগে বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স সাইট এতো কর্মী ছাঁটাই করল ভাবলেই খুব খারাপ লাগে।
সেখানে কাজ করেই কতো পরিবার চলতো।
দিনে দিনে সব ইন্ড্রাস্ট্রি অটোমেটেড হয়ে যাবে।

এই জন্যই বুঝি সরকারি চাকরির এতো কদর।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেদেরকে বলছি যে পেশাইতেই থাকুন না কেন একটা সাইড প্রফেশনে লেগে থাকুন।

তথ্য প্রযুক্তি কিভাবে পরিবর্তন আনছে তা ফলো করে নিজের মধ্যে ও পরিবর্তন আনতে হবে।

এখন আর আগের দিন নেই।

20/06/2024

আজকে আমার একটি পছন্দের মুভির সম্পর্কে লিখবো:

* বাওয়াল - মুভিতে দেখানো হয়েছে একটি দায়িত্বহীন ছেলে epilepsy তে আক্রান্ত স্ত্রীর প্রতি বিয়ে অবহেলা কিভাবে ভালোবাসায় রুপান্তরিত হয়।এছাড়াও মুভির একটি বড় অংশ জুড়ে ২য় বিশ্বযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়েছে।

এটি পরিবারকে সাথে নিয়ে দেখার মতো একটা মুভি।

10/06/2024

সময় বদলেছে।

এখন শুধুমাত্র পড়ালেখা আপনার ক্যারিয়ার গড়ে দিতে পারবে না।

অন্যদিকে পড়ালেখা ছাড়া কারিগরি বিদ্যার মাধ্যমে ও কর্মজীবনে আশানুরূপ পর্যায়ে পৌছানো যাবে না।

এ যুগে পড়াশোনার পাশাপাশি সফট স্কিল সহ কিছু ডিজিটাল স্কিল অর্জন না করলে ক্যারিয়ারের দিক থেকে আপনি নির্ঘাত পিছিয়ে পড়বেন।

তাছাড়া,বাড়তি যোগ্যতা যে শুধু ক্যারিয়ারে এগিয়ে দিবে তাই নয়,বাড়তি যোগ্যাতা আপনাকে আপনার জীবনের সমৃদ্ধির দিকে ধাবিত করে সফলতার চরম শিখরে নিয়ে যেতে পারে।

ইতি,
বর্ণ দাস 💐।
কখনো শেখা বন্ধ করো না বন্ধু।

31/05/2024

এ.আই দিয়ে তৈরি আমার নামে প্রথম গান ☺️।

22/04/2024

Live streaming of Borno Das

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Borno Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share