11/08/2025
আমাদের জন্য স্বৈরাচারই ভালো ছিলো 😅।
সত্যি বলতে ৫ আগষ্টের পর থেকে দেশে যা যা দেখতেছি কিছু বলার নাই। দেশের প্রত্যেকটা জায়গায়,ছিনতাই, ডাকাতি,প্রকাশ্যে হত্যা,ধর্ষন সহ, মাদক ও অসামাজিক কার্যকলাপ চলছে,আসলে আমরা কী.? এমন দেশ চেয়েছিলাম, এই দেশে এখন নিরাপত্তা বলতে কোনকিছু নাই,এই দেশের প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আহা বাংলাদেশ 😊।