S.T.Student Life

S.T.Student Life ❤️𝐀𝐥𝐥 𝐓𝐢𝐦𝐞 𝐅𝐮𝐥𝐥 𝐬𝐮𝐩𝐩𝐨𝐫𝐭❤️✅
👍🏿লাইক বাটনে ক্লিক করে সাথে থাকোন ধন্যবাদ।
🇧🇩🇦🇪🇮🇩🇨🇮🇱🇷🇸🇦 لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ
(37)

P R পদ্ধতি ভোট মানে হলো "Proportional Representation" বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এটি এক ধরনের নির্বাচন পদ্ধতি, যেখ...
29/06/2025

P R পদ্ধতি ভোট মানে হলো "Proportional Representation" বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। এটি এক ধরনের নির্বাচন পদ্ধতি, যেখানে আসন বণ্টন হয় বিভিন্ন দলের পাওয়া মোট ভোটের অনুপাতে।

উদাহরণ দিয়ে বুঝি:

ধরা যাক, কোনো সংসদে ১০০টি আসন আছে। তিনটি দল ভোট পেল—

দল A: ৫০% ভোট

দল B: ৩০% ভোট

দল C: ২০% ভোট

👉 তাহলে PR পদ্ধতিতে আসন ভাগ হবে এইভাবে:

দল A: ৫০টি আসন

দল B: ৩০টি আসন

দল C: ২০টি আসন

বাংলাদেশের প্রেক্ষাপটে:

বাংলাদেশে সাধারণত প্রথম ব্যক্তি জয়ী পদ্ধতি (First Past The Post) ব্যবহার হয়, যেখানে সবচেয়ে বেশি ভোট পেলে একজন প্রার্থী জয়ী হন।

কিন্তু PR পদ্ধতি হলে প্রতিটি দলের প্রার্থী সংখ্যা ঠিক হয় তাদের মোট ভোট শতাংশ অনুযায়ী।

---

সুবিধা:

ছোট দলগুলোও সুযোগ পায়।

জনগণের ভোটের মূল্য বজায় থাকে।

অসুবিধা:

অনেক সময় জোট সরকার গঠন করতে হয়।

একক দল ক্ষমতায় আসা কঠিন হয়।

আফ্রিকার কৃষকেরা এইভাবেই তাদের গোয়ালের সাদা গরুর পিছে চোখ আকায়ে রাখে। ফলে বন্য প্রাণীর আক্রমণ কমে আসে। বন্য প্রাণী মনে ক...
28/06/2025

আফ্রিকার কৃষকেরা এইভাবেই তাদের গোয়ালের সাদা গরুর পিছে চোখ আকায়ে রাখে। ফলে বন্য প্রাণীর আক্রমণ কমে আসে। বন্য প্রাণী মনে করে ওই প্রানীটা তাদের দেখতেছে।

মাটির ২ টি পাতিল। আর প্রতিটাতে বাধা আছে ৩ টি করে তালা আর তাবিজ।পাতিল ২ টি এক ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ চর সোনারামপ...
19/06/2025

মাটির ২ টি পাতিল। আর প্রতিটাতে বাধা আছে ৩ টি করে তালা আর তাবিজ।
পাতিল ২ টি এক ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ চর সোনারামপুর নদীতে গোসল করতে গিয়ে পেয়েছেন।

ভাবা যায়? বর্তমানে মানুষ মানুষের ক্ষ*তি করার জন্য কি পরিমান ব্ল্যা*ক ম্যাজিক করতেছে❓
সত্যিই অনেক ভীতিকর বিষয়টা।
সবাইকে এই বিষয়ে সচেতন হওয়া জরুরি।

সকাল সন্ধায় সূরা ফালাক ও নাস পড়ে হাতের তালুতে ফুক দিয়ে পুরো শরীর ম্যাসাজ করলে ভাল ফলাফল পাওয়া যায় আল্লাহর রহমতে।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন।🤲
©️সংগৃহীত

17/06/2025

📱 CapCut দিয়ে ভিডিওতে বাংলা লেখা:

1. CapCut অ্যাপ ওপেন করো

2. "New project" দিয়ে ভিডিও সিলেক্ট করো

3. নিচে "Text" অপশন এ যাও

4. তারপর “Add text” চাপো

5. কীবোর্ডে বাংলা টাইপ করো (যেমন: "আলহামদুলিল্লাহ", "জীবনে সফল হতে হলে...")

যদি বাংলা কীবোর্ড না থাকে, সেট করে নাও:
➤ Gboard (Google Keyboard) > Languages > Bangla সিলেক্ট করো

6. লেখা স্টাইল, রঙ, ফন্ট, অ্যানিমেশন সব কিছু সাজিয়ে নিতে পারো

7. শেষে “✓” দিয়ে Save করো

Good morning ❤️
13/06/2025

Good morning ❤️

একটা সুন্দর মন, হাজার সুন্দর চেহারা থেকেও উত্তম..!!💙✨
12/06/2025

একটা সুন্দর মন, হাজার সুন্দর চেহারা থেকেও উত্তম..!!💙✨

যাদের পে আউটের তথ্য ভুল আছে, এখনই ঠিক করে নিন। ফেসবুক যদি ভেরিফিকেশনের সময় আপনার দেওয়া তথ্য ঠিক না পায়, তাহলে পে আউট ডিজ...
09/06/2025

যাদের পে আউটের তথ্য ভুল আছে, এখনই ঠিক করে নিন। ফেসবুক যদি ভেরিফিকেশনের সময় আপনার দেওয়া তথ্য ঠিক না পায়, তাহলে পে আউট ডিজেবল হয়ে যাবে।

তাই দেরি না করে তথ্য সঠিক করে দিন।

কি কি তথ্য মিল থাকতে হবে!

✔️ নামের মিল – আপনার পেআউট অ্যাকাউন্টে যেই নাম আছে, সেটা অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্ট বা ব্যাংক অ্যাকাউন্টের নামের সঙ্গে মিল থাকতে হবে।

✔️ঠিকানা (Address) – ফেসবুকে দেওয়া ঠিকানার সঙ্গে সরকারি পরিচয়পত্র বা ব্যাংক ডকুমেন্টে থাকা ঠিকানার মিল থাকতে হবে।

✔️ব্যাংক তথ্য (Bank Info) –

ব্যাংক একাউন্ট নাম্বার:

ব্যাংকের নাম:

SWIFT CODE:

একাউন্ট হোল্ডারের নাম ঠিক আছে কিনা:

✔️ট্যাক্স তথ্য ( অবশ্যই যার নামে পে আউট সেট-আপ করবেন তার নামে টিন লাগবে)

যদি ফেসবুক পে আউট ভেরিফিকেশন খুঁজে!

তথ্যগুলোর মধ্যে নাম ও ব্যাংক একাউন্টের তথ্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটাও ভুল থাকলে পেআউট ডিজেবল হয়ে যেতে পারে।

Eid mubarak! ❤️
07/06/2025

Eid mubarak! ❤️

কিভাবে ফেসবুক মনিটাইজেশন ইনভাইট পাবেন? 🎯💰বর্তমানে ফেসবুকের মনিটাইজেশন ইনভাইটেশন-বেসড, অর্থাৎ ফেসবুক নিজে থেকেই যোগ্য ক্র...
02/06/2025

কিভাবে ফেসবুক মনিটাইজেশন ইনভাইট পাবেন? 🎯💰

বর্তমানে ফেসবুকের মনিটাইজেশন ইনভাইটেশন-বেসড, অর্থাৎ ফেসবুক নিজে থেকেই যোগ্য ক্রিয়েটরদের ইনভাইট পাঠাচ্ছে। তাই মনিটাইজেশন পেতে হলে কিছু বিষয় মেনে চলা জরুরি!

✅ মনিটাইজেশন ইনভাইট পাওয়ার উপায়:

✔ নিয়মিত অরিজিনাল কনটেন্ট আপলোড করুন – Reels, Long Videos, Live ইত্যাদিতে ফোকাস দিন।
✔ এনগেজমেন্ট বাড়ান – কমেন্ট, শেয়ার, লাইভ সেশন ও ট্রেন্ডিং টপিক কভার করুন।
✔ কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলুন – কপিরাইট কনটেন্ট এড়িয়ে চলুন এবং কোনো রকম নিয়ম লঙ্ঘন করবেন না।
✔ Facebook Insights ফলো করুন – কোন কনটেন্ট ভালো পারফর্ম করছে তা দেখে কৌশল ঠিক করুন।
✔ Facebook Groups ও অন্যান্য সোর্স ব্যবহার করুন – কনটেন্ট শেয়ার করে রিচ বাড়ান।
✔ Audience Retention বাড়ান – ভিডিওর শুরুতেই আকর্ষণীয় অংশ রাখুন, যাতে মানুষ শেষ পর্যন্ত দেখে।
✔️ ডাউনলোড করা ভিডিও, ছবি, পোস্ট এবং পলিটিক্যাল পোস্ট করা থেকে বিরত থাকুন
✔️ পেইজের এডমিন একাউন্ট গুলো ফ্রেশ রাখুন আইমিন ভায়োলেন্স নেই এমন আইডি এডমিনে সংযুক্ত করুন।

ফেসবুকের নতুন মনিটাইজেশন টুলস যুক্ত হতে যাচ্ছে! Creator Storefront হলো ফেসবুকের নতুন মনিটাইজেশন টুল। এটি দিয়ে কনটেন্ট ক্...
08/04/2025

ফেসবুকের নতুন মনিটাইজেশন টুলস যুক্ত হতে যাচ্ছে!

Creator Storefront হলো ফেসবুকের নতুন মনিটাইজেশন টুল। এটি দিয়ে কনটেন্ট ক্রিয়েটররা তাদের প্রোফাইলে নিজের পণ্য বা ব্র্যান্ডের পণ্য দেখাতে ও বিক্রি করতে পারবেন।

উপকারিতা:

পণ্য বিক্রির মাধ্যমে ইনকাম করা যাবে

ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ বাড়বে

ফলোয়াররা সহজে পণ্য দেখতে ও কিনতে পারবে

এই টুল এখনো সবার জন্য উন্মুক্ত নয়, কিছু Creator এই সেট-আপ পেয়েছেন।


02/03/2025

৩ দিনে মানুষ আপনাকে সবচেয়ে গুরুত্ব দিবে ।
১. জন্মের দিন
২. বিয়ের দিন
৩. মৃত্যুর দিন
✅✅

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when S.T.Student Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.T.Student Life:

Share