Us bangla Channel

Us bangla Channel US Bangla Channel

দীর্ঘ সংগ্রামের ১৮ বছর।এই দেড় যুগে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কতো ভাই শহীদ হয়েছে,পঙ্গুত্ববরণ করেছে,গুম হয়েছে আমাদের ইল...
24/09/2025

দীর্ঘ সংগ্রামের ১৮ বছর।এই দেড় যুগে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কতো ভাই শহীদ হয়েছে,পঙ্গুত্ববরণ করেছে,গুম হয়েছে আমাদের ইলিয়াস আলী ভাই,দিনার ভাই, জুনেদ ভাই আনসার আলী ভাইসহ নাম না জানা শত শত নেতা কর্মী।জেল,জুলুম,নির্যাতন,কোর্টের বারান্দা ছিল আমাদের নিত্য সঙ্গী।এক এক জন নেতাকর্মী ৪০,৫০,১০০ টা পর্যন্ত মামলার আসামি।

রাজপথের প্রত্যেকটি নেতাকর্মী নিজের ক্যারিয়ার,ব্যবসা-বাণিজ্য,পরিবার পরিজন এমনকি ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়ে শুধুমাত্র এই দলকে ভালোবেসে,এই সংগঠনকে ভালোবেসে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বিলিয়ে দিয়েছে।আন্দোলন সংগ্রামের দিনগুলোতে যখন প্রতিদিন কাক টাকা ভোরে আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে কিভাবে র‍্যাব,পুলিশ,বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দলের কর্মসূচি সফল করা যায়,কিভাবে হাইওয়ে অবরোধ করে রাখা যায়,সূর্য ওঠার সাথে সাথে র‍্যাব পুলিশের বন্দুকের নল এবং গুলির সামনে মিছিল করা নিয়ে ব্যাস্ত,বন্দুক থেকে ছোড়া রাবার বুলেট এবং গুলির সাথে লুকোচুরি খেলে সংগঠন এবং দল থেকে দেওয়া কর্মসূচি পালনে ব্যস্ত তখন অনেকেই নিজ ঘরের এসি ছেড়ে নাক ডেকে ঘুমাচ্ছিলেন অথবা নিজের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে আরাম-আয়েশে ব্যবসা-বাণিজ্য করছিলেন।

একটি কর্মীর প্রতিদিন কোর্টের হাজিরার টাকা,তার ইউনিটের সহযোদ্ধাদের নিয়ে চা নাস্তা,দলের দেয়া প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ব্যানার,গাড়ি ভাড়া,রিক্সা ভাড়া কত টাকা খরচ হয় তা কি দলের নেতৃবৃন্দ জানেন?সময়ের কথা না হয় বাদই দিলাম।গত ১৮ বছরের একজন কর্মীর কত টাকা খরচ হয়েছে সে সম্পর্কে ধারণা কি আছে?আমরা তো জানতাম না ৫ ই আগস্ট আসবে।আমরা শুধু জানতাম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান যে আন্দোলনের ডাক দিবেন সেটি আমাদের সফল করতে হবে।দৃঢ় বিশ্বাস ছিল তারেক রহমানের নেতৃত্বে মুক্তি আসবে।কিন্তু কবে আসবে জানতাম না!

৫ই আগষ্টের পরে অনেক বসন্তের কোকিলদের আনাগোনা দেখে এবং দলে তাদের অবস্থান দেখে কষ্ট হয়,কিছু টাকা ওয়ালা নব্য রাজনীতিবিদদের ঠেলার চোটে আমাদেরই জায়গা পেতে কষ্ট হয়। দলের হাই কমান্ডের কাছে অনুরোধ আজ থেকে ২০/২৫বছর পরে শহীদ জিয়ার গড়া এই দল,আমাদের মা বেগম খালেদার জিয়ার ত্যাগ তিতীক্ষায় গড়াএই দল,আমাদের নেতা তারেক রহমানের ত্যাগ সংগ্রামের বিনিময়ে গড়া এই দল যাতে আওয়ামী লীগের মত অবস্থার সম্মুখীন হতে না হয়।অতীত থেকে যেন আমরা শিক্ষা নেই।তাই অনুরোধ করছি ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে সংসদ পর্যন্ত যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের যেন মূল্যায়ন করা হয়,দলীয় পদে যেন তাদের মূল্যায়ন করা হয় ।দলকে বিপদে রেখে অতীতে এরা পালিয়ে যায়নি ভবিষ্যতেও যাবে না,বুকে হাত দিয়ে এতটুকু বলতে পারি।আর আজকে যারা সুযোগ সন্ধানী,ভবিষ্যতে এরা তাই থাকবে।

বিপ্লব দীর্ঘজীবী হোক..
বিপ্লবীরা দীর্ঘজীবী হোক...
লেখা Fazlay Rabbi Ahsan vai

13/06/2025

১৩/০৭/২০২৫*
*৩ দিন ২ রাত — নৌকায় ভেসে জীবনের গল্প।*
নিজ চোখে দেখা, হৃদয়ে গেঁথে রাখা এক অভিজ্ঞতা,
*সুনামগঞ্জের রঙিন গল্প...*

🌊 *টাঙ্গুয়ার হাওর, নীল জলরাশি,*
*আকাশ নেমে আসে যেন ভালোবাসি।*
*নৌকা ভেসে যায় দূর পাহারে,*
*মন হারায় সেই স্বপ্নসাহারে।*

🌺 *শিমুল বাগান, লাল রঙে ভরা,*
*বসন্ত এলেই হয় রঙের ধারা।*
*প্রেমের ছোঁয়ায় গাছে গাছে গান,*
*হাওয়ার সাথে নাচে শিমুলের প্রাণ।*
☁️ *কখনো মেঘ, কখনো রোদ,*
*সুনামগঞ্জে কাটে স্বপ্নময় প্রতিটা ক্ষণ।*
*প্রকৃতি গড়ে যেন এক স্বর্গরাজ্য,*
*যেখানে হৃদয় খুঁজে পায় শান্তির আশ্রয়।*

🇧🇩 *বাংলার কোণে এক রঙিন ঠাঁই,*
*টাঙ্গুয়া আর শিমুল — দুটিই তাই।

05/05/2025

বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরা ও দীর্ঘ ১৭ বছর পর সিলেটের কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বাগত মিছিল।🇧

23/04/2025
আজ কানাইঘাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান১৮/০৪/২৫
18/04/2025

আজ কানাইঘাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
১৮/০৪/২৫

জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন১২এপ্রিল, ২০২৫ গত ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী স্বৈরাচা...
13/04/2025

জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন

১২এপ্রিল, ২০২৫

গত ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী স্বৈরাচার আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে মন্তব্য করেছেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি সিলেট মহানগর বিএনপি যুক্ত সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব।


তিনি বলেন, যারা নিষ্পেষিত হয়েছেন, মামলা-হামলা নির্যাতনের স্বীকার হয়েছেন, দলের আদর্শ থেকে পিছপা হননি, তাদের পেছনে রাখার সুযোগ নেই। আগামীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের জন্য যে কোন কর্মসূচী দেওয়া হবে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করবে এটা আমার বিশ্বাস।

তিনি (১২ এপ্রিল) রাতে নগরীর মদিনা মাকের্ট এলকায় একটি রেষ্টুরেন্টে স্বেচ্ছাসেবক দল জালালাবাদ থানা শাখার পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।


জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মানিক মিয়ার পরিচালনায় পরিচিতি সভা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান বক্তা মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে কাউকে শান্তিতে থাকতে দেয়নি, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির সব স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা হামলা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা সবসময় সবাইকে সজাগ থাকতে হবে, যারা আমাদের সাথে দুঃসময়ের আন্দোলন সংগ্রাম অগ্রগামী ভূমিকা পালন করেছে, আর যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম রাতের ঘুম হারাম করেছে,তাদেরকে মূল্যায়ন করা হবে।


ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানেবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ আমির আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের মিসবাহ আহমদ জেহিন, আবির হাসান মুহিন, সোবহান আজাদ, মোঃ সালাউদ্দিন, ছালেক আহমদ চৌধুরী।

টেক্স, ও, ব্যাট, ফাকিএকমাত্র প্রতিষ্ঠান ফুলকলি, বাংলাদেশের ফ্রন্ট, স্থান গুলা বেশি টাকা দিয়ে ভাড়া নিয়ে একচেটিয়া আধিপ...
11/03/2025

টেক্স, ও, ব্যাট, ফাকি
একমাত্র প্রতিষ্ঠান ফুলকলি,
বাংলাদেশের ফ্রন্ট, স্থান গুলা বেশি টাকা দিয়ে ভাড়া নিয়ে একচেটিয়া আধিপত্য করতেছে,
বাংলাদেশের কোন, ফুলকলিতে পেমেন্টের সুবিধা রাখেনাই তারা

ব্যাংক এর ভিসা কার্ড, বিকাশ, রকেট, নগদ, কোন কিছুই তাদের কাছে চলে না,
তারা শুধু ক্যাশ টাকা নিয়ে বস্তা ভরে ট্যাক্স, ব্যাট, ফাঁকি দিতেছে।

23/01/2025

মৃত্যু নিশ্চিত,শুধু সময়টা অনিশ্চিত, হে আল্লাহ মৃত্যুকে সহজ করে দিয়েন, ঈমানের সহিত মৃত্যু দিয়েন,।আমিন

18/01/2025

১৯শে জানুয়ারি রবিবার মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যগে হযরত শাহজালাল (রাঃ) মাজার মসজিদের নিচ তলায় বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে । উক্ত দোয়া মাহফিলে মহানগর স্বেচ্ছাসেবক দল, মেট্রোপলিটন থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল নেতৃবৃন্দের উপস্হিত থাকবেন বলে আশা করছেন।
অনুরোধ ক্রমেঃ
আহ্বায়ক ও সদস্য সচিব
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।

সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ...
14/01/2025

সমালোচনার মুখে যুক্তরাজ্যের ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ নিজেই এক টুইটে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

কেন্দ্রীয় তাঁতী লীগ নেতা কালাম গ্রে*ফ*তা*রকেন্দ্রীয় তাঁতী লীগ নেতা কালাম গ্রে*ফ*তা*রনিজস্ব প্রতিবেদককেন্দ্রীয় তাঁতী লীগে...
01/01/2025

কেন্দ্রীয় তাঁতী লীগ নেতা কালাম গ্রে*ফ*তা*র
কেন্দ্রীয় তাঁতী লীগ নেতা কালাম গ্রে*ফ*তা*র
নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য ও সিলেট তাঁতী লীগ নেতা কালাম আহমদকে গ্রেফতার। এসএমপির কোতোয়ালী থানা পুলিশ একাধিক মামলার আসামী কালামকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত কালাম জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে বিভিন্ন সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গ সহযোগি দলের ব্যানারে ছাত্র-জনতার উপর হামলা চালানোর অভিযোগে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এছাড়াও তিনি স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিভিন্ন ভাবে হয়রানী করতেন। প্রত্যেক দিন রাতে পুলিশ নিয়ে স্থানী নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে তল্লাসী করার অভিযোগ রয়েছে। এলাকার যুব সমাজকে ধ্বংসের পেছনে তার হাত রয়েছে বলে অভিযোগ আছে। র্তীরসহ নানা অপকর্মের সাথে জড়িত তাঁতী লীগ নেতা কালাম।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে নগরীর পেপার পয়েন্ট থেকে এসএমপির বন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই এবাদুল্লাহ’র নেতৃত্বে পুলিশের একটি টিম গ্রেফতার করে।

কালামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর।

16/12/2024

সিলেটে বিজয় দিবস পালিত
জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মী।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Us bangla Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Us bangla Channel:

Share