24/09/2025
দীর্ঘ সংগ্রামের ১৮ বছর।এই দেড় যুগে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কতো ভাই শহীদ হয়েছে,পঙ্গুত্ববরণ করেছে,গুম হয়েছে আমাদের ইলিয়াস আলী ভাই,দিনার ভাই, জুনেদ ভাই আনসার আলী ভাইসহ নাম না জানা শত শত নেতা কর্মী।জেল,জুলুম,নির্যাতন,কোর্টের বারান্দা ছিল আমাদের নিত্য সঙ্গী।এক এক জন নেতাকর্মী ৪০,৫০,১০০ টা পর্যন্ত মামলার আসামি।
রাজপথের প্রত্যেকটি নেতাকর্মী নিজের ক্যারিয়ার,ব্যবসা-বাণিজ্য,পরিবার পরিজন এমনকি ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়ে শুধুমাত্র এই দলকে ভালোবেসে,এই সংগঠনকে ভালোবেসে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে বিলিয়ে দিয়েছে।আন্দোলন সংগ্রামের দিনগুলোতে যখন প্রতিদিন কাক টাকা ভোরে আমরা আমাদের সহযোদ্ধাদের নিয়ে কিভাবে র্যাব,পুলিশ,বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দলের কর্মসূচি সফল করা যায়,কিভাবে হাইওয়ে অবরোধ করে রাখা যায়,সূর্য ওঠার সাথে সাথে র্যাব পুলিশের বন্দুকের নল এবং গুলির সামনে মিছিল করা নিয়ে ব্যাস্ত,বন্দুক থেকে ছোড়া রাবার বুলেট এবং গুলির সাথে লুকোচুরি খেলে সংগঠন এবং দল থেকে দেওয়া কর্মসূচি পালনে ব্যস্ত তখন অনেকেই নিজ ঘরের এসি ছেড়ে নাক ডেকে ঘুমাচ্ছিলেন অথবা নিজের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে আরাম-আয়েশে ব্যবসা-বাণিজ্য করছিলেন।
একটি কর্মীর প্রতিদিন কোর্টের হাজিরার টাকা,তার ইউনিটের সহযোদ্ধাদের নিয়ে চা নাস্তা,দলের দেয়া প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ব্যানার,গাড়ি ভাড়া,রিক্সা ভাড়া কত টাকা খরচ হয় তা কি দলের নেতৃবৃন্দ জানেন?সময়ের কথা না হয় বাদই দিলাম।গত ১৮ বছরের একজন কর্মীর কত টাকা খরচ হয়েছে সে সম্পর্কে ধারণা কি আছে?আমরা তো জানতাম না ৫ ই আগস্ট আসবে।আমরা শুধু জানতাম আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান যে আন্দোলনের ডাক দিবেন সেটি আমাদের সফল করতে হবে।দৃঢ় বিশ্বাস ছিল তারেক রহমানের নেতৃত্বে মুক্তি আসবে।কিন্তু কবে আসবে জানতাম না!
৫ই আগষ্টের পরে অনেক বসন্তের কোকিলদের আনাগোনা দেখে এবং দলে তাদের অবস্থান দেখে কষ্ট হয়,কিছু টাকা ওয়ালা নব্য রাজনীতিবিদদের ঠেলার চোটে আমাদেরই জায়গা পেতে কষ্ট হয়। দলের হাই কমান্ডের কাছে অনুরোধ আজ থেকে ২০/২৫বছর পরে শহীদ জিয়ার গড়া এই দল,আমাদের মা বেগম খালেদার জিয়ার ত্যাগ তিতীক্ষায় গড়াএই দল,আমাদের নেতা তারেক রহমানের ত্যাগ সংগ্রামের বিনিময়ে গড়া এই দল যাতে আওয়ামী লীগের মত অবস্থার সম্মুখীন হতে না হয়।অতীত থেকে যেন আমরা শিক্ষা নেই।তাই অনুরোধ করছি ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে সংসদ পর্যন্ত যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের যেন মূল্যায়ন করা হয়,দলীয় পদে যেন তাদের মূল্যায়ন করা হয় ।দলকে বিপদে রেখে অতীতে এরা পালিয়ে যায়নি ভবিষ্যতেও যাবে না,বুকে হাত দিয়ে এতটুকু বলতে পারি।আর আজকে যারা সুযোগ সন্ধানী,ভবিষ্যতে এরা তাই থাকবে।
বিপ্লব দীর্ঘজীবী হোক..
বিপ্লবীরা দীর্ঘজীবী হোক...
লেখা Fazlay Rabbi Ahsan vai