
25/02/2024
উফ ব্য"থা লাগে আমাকে ছাড়ুন স্যার।আমি আর পারছি না কি করছেন আমার সাথে তবুও ছাড়ছে না তার মতো সে তার শারীরিক চাহিদা মিটাচ্ছে।
এই দিকে আমার যেন ব্লাড পড়তেই আছে সেই দিকে তার কোনো খেয়াল নাই।
আমি আগে কখনো বুজতে পারি নাই স্যার আমাকে কেমন ভাবে তাকাতো।
আমি লায়লা ক্লাস ৮ পড়ি আমার আম্মু হোম মাস্টার রাখছে।
যেদিন আমার সাথে এই কাজ করে আম্মু বাসায় ছিল না।
তারপর তার শারীরিক চাহিদা শেষ আমাকে বলে এই কথা কাউকে বললে ভিডিও ভাইরাল করে দিবে। আমি আরো ভয় পায়। স্যার চলে গেলো। আমি ওয়াশরুম যাইয়া অনেক কান্না করি। অনেক ব্যাথা করছে। এবং সারা শরীর ব্যাথা।
কোনো রকম গোসল করে এসে রুমে আসলাম। এখন আমি কি করবো। বুজতে পারছি না। তারপর আমার আম্মু আসলো বলে তর স্যার আসছিলো। আমি বললাম হুম।
আমি অনেক্ষন ভাবার পরে আম্মু কে সব বলি আর অনেক কান্না করি।
আম্মু আমার কথা শুনে সেও ভেঙ্গে পড়ে। আমি কাকে বিস্বাস করলাম। একজন শিক্ষক তো বাবার সমান। উনি এই কাজ কিভাবে করলো।
তারপর লায়লার আম্মু এবার আর বসে থাকতে পারলো না। উনি সোজা থানায় গেলো আর কমপ্লেন করলো। ধ"র্ষণ স্যার এর নামে।
পুলিশ তাকে গ্রেফতার করলো তার উপযুক্ত শাস্তি পেলো।
আমি সবার উদ্দেশ্য একটা কথা বলবো এই রকম ভুল আপনারা করবেন না বাড়িতে মাস্টার রেখে।
আপনার মেয়ের জন্য মহিলা মাস্টার রাখবেন।
কখনো কোনো পুরুষ শিক্ষক রাখবেন না। যদি এমন হয় প্রতিবাদ করবেন বসে থাকবেন না মানসম্মান এর ভয়তে। তাহলে এই সব ন"রপশু দ্বিতীয় বার সুযোগ পাবেনা।
সমাপ্ত
এটি একটি শিক্ষামূলক গল্প
নরপশু_শিক্ষক
লেখা_আরিয়ান