প্রতিদিনের খবর-Daily News

প্রতিদিনের খবর-Daily News একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম

ডিমলায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন।বিস্তারিত কমেন্টে
31/08/2025

ডিমলায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন।
বিস্তারিত কমেন্টে

আখালিয়া নতুন বাজারকে ক্লিন ও  ফুটপাত মুক্ত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন উচ্ছেদ অভিযান।নিউজ ডেস্ক।ঐক্য উন্নয়ন ও সুশীলতার চেতন...
31/08/2025

আখালিয়া নতুন বাজারকে ক্লিন ও ফুটপাত মুক্ত করতে পরিষ্কার-পরিচ্ছন্ন উচ্ছেদ অভিযান।

নিউজ ডেস্ক।

ঐক্য উন্নয়ন ও সুশীলতার চেতনায় প্রসারিত হোক সমাজের শান্তি, মানবতার ধর্মে, আর সৎ কর্মে, মোরা অবশান ঘঠানো সকল ক্লান্তি এই শ্লোগানে বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির পথচলায় বাজারকে ক্লিন ও ফুটপাত মুক্ত রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান। রবিবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন জয়, সহ সভাপতি মোঃ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আহমদে,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন আহমদ সাদ্দাম, অর্থ সম্পাদক মোঃ আমির আলী, দপ্তর সম্পাদক আব্দুল বাসিত লিমন, প্রচার সম্পাদক আব্দুল কাদির ইমন, সমাজ ও সাংস্কৃতিক সম্পাদক কছির আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ ইদ্রিস মিয়া,, কার্যনির্বাহী সদস্য মনি দাস, ব্যবসায়ী সমিতির কমিটির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন জয়, জানান, বৃহত্তর আখালিয়া নতুন বাজারকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এবং যানজটমুক্ত রাখতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি তাই উচ্ছেদ অভিযান। পরিচ্ছন্নতা আমাদের শক্তি। অপরিচ্ছন্ন পরিবেশ বিভিন্ন সময় আমাদের ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। ডেঙ্গু সহ বিভিন্ন রোগ জীবানু থেকে রক্ষা পেতে আমরা নতুন বাজারকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করি। তিনি বলেন বাজারকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে তিনি ব্যবসায়ীসহ সবার সহযোগিতা কামনা করেন। আমাদের উচিত আমাদের চারপাশ পরিষ্কার রাখা, তবেই আমরা সুস্থ্য থাকতে পারব।

পাথর লুটপাটকাণ্ডে সত্য উদঘাটন করতে সিলেট এনসিপি’র স্মারকলিপি।বিস্তারিত কমেন্টে
31/08/2025

পাথর লুটপাটকাণ্ডে সত্য উদঘাটন করতে সিলেট এনসিপি’র স্মারকলিপি।
বিস্তারিত কমেন্টে

রাণীশংকৈলে দাফনের এক বছর পর শিশুর লাশ উত্তোলন।বিস্তারিত কমেন্টে
31/08/2025

রাণীশংকৈলে দাফনের এক বছর পর শিশুর লাশ উত্তোলন।
বিস্তারিত কমেন্টে

‘অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে চা শ্রমিক নারীরা’।বিস্তারিত কমেন্টে
31/08/2025

‘অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে চা শ্রমিক নারীরা’।
বিস্তারিত কমেন্টে

সিলেটে বিভিন্ন মুল সড়কের পাশে এভাবেই অসহায় ছিন্নমুল বাচ্চারা দিনাতিপাত করেতেছে।প্রকাশ ৩১শে আগস্ট, ২০২৫ ইং।
31/08/2025

সিলেটে বিভিন্ন মুল সড়কের পাশে এভাবেই অসহায় ছিন্নমুল বাচ্চারা দিনাতিপাত করেতেছে।

প্রকাশ ৩১শে আগস্ট, ২০২৫ ইং।

31/08/2025

নির্বাচন, সাম্প্রতিক সার্বিক বিষয়ে ব্রিফ করছেন অন্তর্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেঃ জেঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

৩১শে আগস্ট, ২০২৫ ইং।

সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকইউসিবি'র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন।নিউজ ডেস্ক।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউস...
31/08/2025

সিলেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
ইউসিবি'র হজ্জ এজেন্সি সম্মেলন সম্পন্ন।

নিউজ ডেস্ক।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর উদ্যোগে হজ্জ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে হজ্জ এজেন্সি সম্মেলন ২০২৫-এর আয়োজন করা হয়।

সম্মেলনে অতিথির বক্তব্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস আল্লাহ ঘরের মেহমান সম্মানিত হজ্জ এজেন্সি ও হাজীদের চাহিদা অনুযায়ী উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের ক্ষেত্রে ইউসিবি ব্যাংকের প্রতিশ্রুতির উপর জোর দেন। তিনি বলেন, এই ব্যাংক অতিথে হাজীদের চাহিদা অনুযায়ী আর্থিক সমাধান প্রদানে আন্তরিকতার সাথে কাজ করছে আগামীতে ও তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেটের সভাপতি মোহাম্মদ আব্দুল হক, সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদির, ইউসিবি ইসলামীক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন, সিলেট অঞ্চলের প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, ইউসিবি এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরী।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর প্রধান কার্যালয় ও সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিলেট অঞ্চলের বিশিষ্ট হজ্জ এজেন্সিগুলোর সক্রিয় অংশগ্রহণে সম্মেলনটি একটি সফল সংলাপে পরিণত হয়েছ, যা হাজীদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে ব্যাংক ও এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

দুর্বল ৫ ব্যাংকের ভাগ্য নির্ধারণে শুনানি শুরু।বিস্তারিত কমেন্টে
31/08/2025

দুর্বল ৫ ব্যাংকের ভাগ্য নির্ধারণে শুনানি শুরু।
বিস্তারিত কমেন্টে

সুবিদবাজার ব্যবসায়ী সমিতির ২য় বার্ষিক ফুটবলটুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন।নিউজ ডেস্ক।সিলেট নগরীর ঐতি...
30/08/2025

সুবিদবাজার ব্যবসায়ী সমিতির ২য় বার্ষিক ফুটবল
টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন।

নিউজ ডেস্ক।

সিলেট নগরীর ঐতিহ্যবাহী সুবিদবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত ২য় বার্ষিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টায় সুবিদবাজারের বনকলাপাড়া এলাকাস্থ খান স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয় ‘ন্যাশনাল থাই’ এবং রানার্সআপ হয় ‘স্পোর্টস জোন’।

সুবিদবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ জুবায়ের আহমদ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক নূর এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা মাহবুব কাদির শাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সায়ীদ মোঃ আব্দুল্লাহ, উপদেষ্টা লল্লিক আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন মানিক, মোঃ শিহাব উদ্দিন (রিফাত স্যার), আব্দুল মুকিত রিপন, আব্দুল ওয়াদুদ মিলন, জুবায়ের আহমদ, নাবিন রাজা চৌধুরী, জাহাঙ্গীর আলম।

উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি তানজিল আহমেদ অনিক, সহ-সভাপতি ছাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সোহান, কোষাধক্ষ্য শ্রী বিজিত লাল, দস্তর সম্পাদক আনিসুল হক মিলন, আইন বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুরুল আলম, মাস্টার হারুন, মৃদুল বাবু. বেলাল আহমদ, সবুজ মিয়া, কাউসার, নাজমুল, জসিম, লুৎফর, মামুন, জুনু প্রমুখ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্সআপ দল এবং খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধির সামাজিক দক্ষতা ও নেতৃত্বগুণ তৈরি করে। ইতিবাচক মানসিকতা তৈরির মাধ্যমে মানুষ সুশৃঙ্খল ও সুস্থ জীবন গঠনে খেলাধুলা একটি শক্তিশালী মাধ্যম। খেলাধুলা সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও দলগত মনোভাব তৈরি করে। এর মাধ্যমে সৌন্দর্যবোধ ও পারস্পরিক মিত্রতা রক্ষার মাধ্যমে আমাদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে। তাই প্রতিটি পাড়া-মহল্লায় খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। বক্তারা সুবিদবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবছর ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের ভূঁয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।

মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন।নিউজ ডেস্ক। সিলেটে বসবাসরত মৌলভীবাজার সমিতি, স...
30/08/2025

মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন।

নিউজ ডেস্ক।

সিলেটে বসবাসরত মৌলভীবাজার সমিতি, সিলেট এর ব্যবস্থাপনায় মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৌলভীবাজার সমিতি, শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্মার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক শাবি প্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদম মাহমুদ ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা জামিন আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, এম এ গণি, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, মো. জসীম উদ্দিন, প্রফেসর ড. মো. তাজ উদ্দিন, প্রফেসর ডা. হেলাল উদ্দিন, শিক্ষা ট্রাস্টের সদস্য প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, মো. মুহিবুর রহমান, সমিতির সহ সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমিতির জয়েন্ট সেক্রেটারী মফিক মোহাম্মদ, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রব জগলু, সাংস্কৃতিক সম্পাদক এড. সাইফুর খন্দকার রানা, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব দুরুদ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, নির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, মোহাম্মদ হাবীব আল নূর, চৌধুরী এনায়েত মৌলা রাজু, মো. আব্দুল ওয়াহিদ, মো. রইছ উদ্দিন, শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মুফলিহাহ মাসনুন মম, অনিন্দ দাস অংকন, আনিসা ইসলাম, ফাহমিদা সিদ্দিকী, মারিয়া হক প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন ক্বারী এ কে এম আশরাফ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অতিথিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা হচ্ছে জাতির মূল সম্পদ। আজ যারা কৃতিত্ব অর্জন করেছে, তাদের দ্বারাই আগামীতে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। শিক্ষা কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ তৈরি হয়। মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্ট শিক্ষার্থীদের উৎসাহিত করতে যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। গ্রামীণ এলাকায় এখনও অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক অসুবিধার কারণে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে না। এই বৃত্তি তাদের জন্য আশার আলো হয়ে আসবে। ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে শিক্ষাবৃত্তির কার্যক্রম চালাতে হবে।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when প্রতিদিনের খবর-Daily News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রতিদিনের খবর-Daily News:

Share