02/11/2024
"ওহে মুমিনগণ! তোমাদের ধন-সম্পদ ও সন্তান–সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। আর যারা এরূপ উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত।
আর আমরা তোমাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে তোমরা মৃত্যু আসার আগে ব্যায় করো (অন্যথায় মৃত্যু আসলে সে বলবে) 'হে আমার রব! আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকাহ দিতাম ও সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম!'
আর যখন কারো নির্ধারিত কাল (মৃত্যু) উপস্থিত হবে, তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দেবেন না। তোমরা যা আমল করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।"
[সুরা আল-মুনাফিকুন: ৯-১১]
🎙️শায়েখ ড. আব্দুল্লাহ আল-বুআইজান (হাফিযাহুল্লাহ)
ইমাম ও খতিব, মাসজিদ আন-নাবাওয়ি