Duranto Sylhet -দূরন্ত সিলেট

Duranto Sylhet -দূরন্ত সিলেট "সত্যের পক্ষে সবার আগে সবখানে"
(2)

বিয়ানীবাজার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে মিজ উম্মে হাবিবা মজুমদারকে। তিনি এর আগে ন...
02/12/2025

বিয়ানীবাজার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে মিজ উম্মে হাবিবা মজুমদারকে। তিনি এর আগে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বও পালন করবেন। এ জন্য তাঁকে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর সেকশন ১৪৪ অনুযায়ী ক্ষমতা অর্পণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান করতে ব্যর্থ হলে ওইদিন বিকেল থেকেই তাঁকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।

এ ছাড়া বদলিকৃত কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে তিনি যেখানেই কর্মরত থাকবেন, সেই দপ্তরের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

#বিয়ানীবাজার
#উপজেলা_নির্বাহী_অফিসার
#উম্মে_হাবিবা_মজুমদার
#জনপ্রশাসন_মন্ত্রণালয়
ি
#এক্সিকিউটিভ_ম্যাজিস্ট্রেট
#সরকারি_প্রশাসন
#সিলেট_সংবাদ
#বাংলাদেশ_প্রশাসন
#স্থানীয়_প্রশাসন

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গু_জ-বে কান দেবেন না: ডা. জাহিদ
02/12/2025

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গু_জ-বে কান দেবেন না: ডা. জাহিদ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে উম্মে কুলসুম রুবি যোগদান করেছেন। সোমবার তিনি জেলা...
02/12/2025

সিলেটের বিশ্বনাথ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে উম্মে কুলসুম রুবি যোগদান করেছেন। সোমবার তিনি জেলা প্রশাসক সারওয়ার আলমের নিকট আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এ সময় জেলা প্রশাসক তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

উম্মে কুলসুম রুবি এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে উপপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

নতুন কর্মস্থলে তিনি সেবা এবং প্রশাসনিক দক্ষতা দিয়ে বিশ্বনাথবাসীর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

#বিশ্বনাথ
#সিলেট
#নতুনইউএনও
#উম্মেকুলসুমরুবি
#উপজেলাপ্রশাসন
#জেলাপ্রশাসক
#সরকারি_প্রশাসন
#বাংলাদেশ
#সংবাদ
#সিলেটসংবাদ

আবারও সিলেট বিভাগে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২ টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
01/12/2025

আবারও সিলেট বিভাগে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ১২ টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।স...
01/12/2025

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত ৯টায় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় ২ ঘন্টা আলোচনা শেষে রাত ১১টার দিকে বৈঠক শেষ হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, অন্যান্য বৈঠকের মতো এটা বিএনপির নিয়মিত বৈঠক। তবে নতুন করে চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য অবস্থার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের প্রচার–কৌশলসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সংগঠিত হলে কোনো অপশক্তি সফল হতে পারে না-তাহসিনা রুশদী লুনা
01/12/2025

সংগঠিত হলে কোনো অপশক্তি সফল হতে পারে না-তাহসিনা রুশদী লুনা

ওসমানীনগরে গলায় ফাঁ*স লাগানো অ/ব/স্থা/য় এক ব্যক্তির লাশ উ*দ্ধা*র
01/12/2025

ওসমানীনগরে গলায় ফাঁ*স লাগানো অ/ব/স্থা/য় এক ব্যক্তির লাশ উ*দ্ধা*র

01/12/2025

আমাদের দাদা-নানারা কবর থেকে এসে ভোট দিয়ে দিবেন—এটা কখনো হবে না- তাহসিন শারমিন তামান্না

#সিলেট #মহিলাদল #বিএনপি #ভোটাধিকার #রাজনৈতিকসংবাদ

ওসমানীনগরে চো*র সন্দেহে আ*ট*ক -২
01/12/2025

ওসমানীনগরে চো*র সন্দেহে আ*ট*ক -২

01/12/2025

করোনাকালে হাসপাতালে থেকেও সিলেট-৩ আসনের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি- ব্যারিস্টার আব্দুস সালাম

সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্...
01/12/2025

সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা দলীয় চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আজ সোমবার নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য বিশ্বনাথ-ওসমানীনগরের সব পাড়া-মহল্লার মসজিদে দোয়ার আয়োজন করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করার অনুরোধ জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি।

তাহসিনা রুশদী লুনা আরও বলেন, “সিলেটসহ সারাদেশের মানুষকে আহ্বান জানাই—আমাদের নেত্রীকে সবসময় দোয়ায় রাখুন। আল্লাহ, আপনি আমাদের নেত্রীর সহায় হোন।”

আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য
01/12/2025

আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে খালেদা জিয়ার জন্য

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Duranto Sylhet -দূরন্ত সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duranto Sylhet -দূরন্ত সিলেট:

Share