12/08/2023
ভালোবাসার ক্রিকেট নিয়ে আমার কিছু কথা!!
খেলাধুলার মাঝে আবেগ জড়িয়ে থাকা কোনো একটি ভদ্র খেলার নামই হচ্ছে ক্রিকেট!!
শৈশব থেকেই যার ভালোবাসায় আসক্ত হয়ে আছি!!
খেলতে পারি আর-না/খেলতে সুযোগ পাই আর-না একটা সময় এই ক্রিকেটের জন্য সারাটা দিনই মাঠেই পড়ে থাকতাম!!!বড়ভাইদের পিছু পিছু ব্যাট স্টাম্প বয়ে নিয়ে বেড়াতাম,বল কুড়িয়ে দিতাম!!
এতেও খুব শান্তি ছিলো!অনেক আনন্দ উল্লাস করতাম
বাংলাদেশ টাইগাররা খেলছে শোনলে,,খানাপিনা ভুলে দিনরাত টিভির সামনেই বসে থাকতাম!!
ছোট-বড় সবাই মিলে দারুণ ইন্জয় করতাম!
হয়তো সেসময়কার ক্রিকেটীয় আইন নিয়ে এতোবশি কেউ মাতা ঘামাতোনা খেলামাঠের ছোটখাটো ভুল গুলো নিয়ে কোনো খেলোয়াড় মাঠের ভেতর/বাহিরে কোনো প্রকার অভদ্রতা/অশালীনতা করতোনা!!
জয়-পরাজয়ের মাঝখানে পাহাড় সমান ত্রুটিগুলোও মধ্যস্ততার মানবিক বিচার বিবেচনায় নিমিষেই পানি হয়ে যেতো!! মনেপড়ে আজও সেই শোনালি দিনের কথা😭 হে এটাই তখনকার কমজান্তা ক্রিকেটারদের
ক্রিকেটীয় প্রেম ক্রিকেটীয় ভদ্রতা!!
কিন্তু বর্তমান সময়ের ক্রিকেটে বড়ো কষ্ট লাগে 😭
ক্রিকেটীয় আইন বিষয়ে জানতে জানতে সবাই এতোটা জাড়োয়া হয়ে গেছে!!তাদের মুখের দামী দামী ভুলি গুলো শোনলে মরা কুকুরও উটে দৌড়ে পালাবে!!
যাদের হাতধরে অনেক নিচে আজ ক্রিকেটীয় ভদ্রতা?
একজন ক্রিকেট বক্ত হিসেবে সবাইকে বলবো
এই ক্রিকেট নিয়ে প্রজন্মরা অনেক স্বপ্ন দেখছে!!
একটা জয়/হারের জন্য মনের আবেগে মিত্যার আশ্রয় ও আবেগ ধারা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করা পরিহার করুন!! আপনার ভূমিকা ও ব্যাবহার ধারা ক্রিকেটের সৌন্দর্য ও ভদ্রতা বাচিয়ে রাখুন!! ক্রিকেটকে যদি ভালোবেসে থাকুন??
M,S.C.C