Himel Love Nargis

Himel Love Nargis ভালোবাসা হচ্ছে দুটি মনকে এক রশিতে বাঁধা, অর্থাৎ মরলে দু’জন এক সাথে মরা আর বাঁচলে দু’জন একসাথে বাঁচা।
(1)

Bolejan deki k kun jayga teke dektesen🤔
22/10/2024

Bolejan deki k kun jayga teke dektesen🤔

Allhamdulillah 💞💖
14/10/2024

Allhamdulillah 💞💖

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।সকল কলেজের উচিত এই তাবদাহে সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহন করা। নিহত ব্যক্তি কেয়ার না...
22/04/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
সকল কলেজের উচিত এই তাবদাহে সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহন করা।

নিহত ব্যক্তি কেয়ার নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী। উক্ত কলেজের শিক্ষার্থীদের একজন জানান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হিট স্টোকের কারনে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

31/03/2024

Cash In Tk 10000.00 from 01 successful. Fee Tk 100.00. Balance Tk 10302.58. TrxID 9DCH2M25 at 29/03/2024 7:38pm

ঈদের আগেই সালামি দিয়ে দিলাম ~কেউ না পাইলে 1 ঘন্টা মোবাইল পানিতে রাখুন 🥴

ধন্যবাদ দেওয়া লাগবে না শুধু একটা হাহা রিয়েক্ট দিও🐸

29/03/2024

লাইসেন্সিং পরীক্ষায় পাশের হার-
ডিপ্লোমা ইন নার্সিং ২৫.৭%, বিএসসি ইন নার্সিং ৮৯.১%, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ৭৭%, পেশেন্ট কেয়ার টেকনোলজি ১%

29/03/2024

লাইসেন্সিং পরীক্ষার ফলাফল প্রকাশ।
👉ডিপ্লোমা ইন নার্সিং কোর্স থেকে ২৮২৬ জন উত্তীর্ণ হয়েছেন।
👉বিএসসি ইন নার্সিং থেকে পাস করেছে ২০৫২ জন
👉ডিপ্লোমা ইন মিডওয়াইফারি থেকে পাস করেছে ১২১০ জন
👉পেসেন্ট কেয়ার টেকনোলজি থেকে পাস করেছে ১৪ জন।

28/03/2024

একজন নারী যদি জানতো- পুরুষেরা তার দিকে কীভাবে তাকায় - তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরী করতো...!!😥

18/03/2024

যারা সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজিয়ে ফেলেন; এই রমজান তাদের জন্য সুখ বয়ে আনুক। যারা ভারী অন্তর নিয়ে মোনাজাত তুলে কান্না থামাতে গিয়ে আবার কেঁদে ফেলেন, এই রমজান তাদের জন্য শান্তি নিয়ে আসুক।

যারা একটা দোয়া কবুলের জন্য এই পবিত্র মাস রমজানের জন্য অপেক্ষা করে ছিলেন; তাদের দোয়া আল্লাহ কবুল করুক। এই মাস যেনো সবার জন্য রহমতের বরকতের আর মু"ক্তির হয়। সকল প্রকার দু:খ, ক"ষ্ট কিংবা হতাশা থেকে মু"ক্তির হয়৷

সকলের ভিতরের হাহাকার এই পবিত্র মাসের উসিলায় দূর হয়ে যাক আল্লাহহুম্মা আমিন।🤲🤍

17/03/2024

ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন।

একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__

"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন। এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?"

আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __

"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে, যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে। হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)
হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"

সুবহানাল্লাহ!❤️

পুত্র সন্তান প্রসবের পর মারা যান সাফজয়ী ফুটবলার রাজিয়া খাতুন। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফের ফাইনালে ন...
14/03/2024

পুত্র সন্তান প্রসবের পর মারা যান সাফজয়ী ফুটবলার রাজিয়া খাতুন। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই দলে ছিলেন রাজিয়া।প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন সংবর্ধনা ও ১০ লক্ষ টাকা।

25/02/2024

আজকের রাতের দোয়াগুলো কবুল হোক! পৃথিবীর সব বাবা মা প্রিয়জন ভালো থাকুক। সব ক'ব'রবাসী জান্নাত লাভ করুক❤️

যে ভাষার জন্য আমার ভাইয়েরা রক্ত দিলোযে ভাষায় আমার মা কথা বলেসেই প্রিয় বাংলা ভাষা মন থেকে লালন করি এবং সকল ভাষা শহীদদে...
21/02/2024

যে ভাষার জন্য আমার ভাইয়েরা রক্ত দিলো
যে ভাষায় আমার মা কথা বলে
সেই প্রিয় বাংলা ভাষা মন থেকে লালন করি এবং
সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও অকৃত্তিম ভালোবাসা।❤️

Address

Fenchugonj Sylhet
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Himel Love Nargis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share