19/11/2024
বিশাল সু-খবর সিলেটবাসীদের জন্য😲 ২০০২ থেকে বন্ধ থাকা সিলেট বিভাগের কুলাউড়া- শাহবাজপুর রেল রুট পুনর্বাসন কাজ চলমান। বর্তমানে কুলাউড়া প্রান্ত থেকে মাটির কাজ সম্পূর্ণ করে শাহবাজপুর রুটের ডুয়েলগেজ রেল স্লিপার ও রেল লাইন বসানো শুরু হয়েছে। প্রকল্পটির আওতায় কুলাউড়া জংশন থেকে শাহবাজপুর জিরো পয়েন্ট পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ, রেল ব্রিজ- কালভার্ট, ৬টি স্টেশন নতুনভাবে পুননির্মাণ, কুলাউড়ায় ১টি ভিআইপি রেলওয়ে রেস্ট হাউজ নির্মিত হচ্ছে। আলহামদুলিল্লাহ।