Jubel Ahmed

Jubel Ahmed Alhamdulillah For Everything ❤️

সবই সময়ের খেলা। পাইলট তৌকির ইজেক্ট করেনি, হয়তো দূরে খোলা জায়গায় নিতে চেষ্টা করতেছিলো আর মনে মনে  বলতেছিলো আল্লাহ আর কিছু...
21/07/2025

সবই সময়ের খেলা। পাইলট তৌকির ইজেক্ট করেনি, হয়তো দূরে খোলা জায়গায় নিতে চেষ্টা করতেছিলো আর মনে মনে বলতেছিলো আল্লাহ আর কিছু দূর গেলেই বেইস। আর অল্প একটু সময় বাড়ায়া দেও।

মাইলস্টোনের ছেলে মেয়ে গুলাও হয়তো বলতেছিলো কখন ক্লাসটা শেষ হবে আর বাসায় যাবো। বাসায় গেলেই শান্তি আর শান্তি, আরাম!

সবচেয়ে কঠিন হইলো সময় ক্রয় করা, যা আল্লাহ না চাইলে সম্ভব না। সে জন্যই আল্লাহ বলেন; “যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তারা এটাকে এক মুহূর্তও আগ পিছু করতে পারবে না।” (৭-সূরা আল আরাফ: আয়াত-৩৪)

আল্লাহ সহায় হোন, হাসপাতালের বিছানায় ব্যথায় কাতরানো প্রত্যেকটা ভাই বোনদের সুস্থতা কামনা করি 🤲

যদিও এনসিপির মার্চ টু গোপালগঞ্জ নিয়ে আমার প্রশ্ন আছে কিন্তু আওয়ামী লীগের বেলায় ছাড় নাই। বিএনপিসহ প্রত্যেকটা দল এখন এনসিপ...
16/07/2025

যদিও এনসিপির মার্চ টু গোপালগঞ্জ নিয়ে আমার প্রশ্ন আছে কিন্তু আওয়ামী লীগের বেলায় ছাড় নাই। বিএনপিসহ প্রত্যেকটা দল এখন এনসিপির পাশে দাড়ানো উচিত। সব কিছু পেরিয়ে এনসিপি বাংলাদেশপন্থী, ভারতপন্থী না। সুতরাং বাংলাদেশের মানুষ দোষ করলেও কঠিন অবস্থায় তাদের পাশে দাড়ান।

লা*শটা আজও তার খুনিকে ভালবাসে😁😁
16/07/2025

লা*শটা আজও তার খুনিকে ভালবাসে😁😁

গোপালগঞ্জে বু-কে পাড়া দিয়ে স্টেজে নাহিদ, সারজিস, হাসনাতরা 🙂
16/07/2025

গোপালগঞ্জে বু-কে পাড়া দিয়ে স্টেজে নাহিদ, সারজিস, হাসনাতরা 🙂

15/07/2025

দেশের যেই পরিস্থিতি তাতে আমার মনে হয়
নেয়ামত বহু আগেই খোদা তুলে নিয়ে গেছে
এখন কেয়ামত হলে খুব বেশি ক্ষতি হবে না।

Alhamdulillah ❤️
09/07/2025

Alhamdulillah ❤️

02/07/2025

আবারও ফিরে এলো-
“সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে” - এর মাস 🙃

29/06/2025

আপনার অজান্তেই আল্লাহ আপনাকে কতবার যে বিপদ-আপদ থেকে রক্ষা করেছেন, তার হিসাব নেই।
আলহামদুলিল্লাহ ❤️

জীবনের রং একেক সময় একেক রকম।কখনো রোদেলা সকালের মতো উজ্জ্বল,আবার কখনো বিষণ্ণ সন্ধ্যার মতো নীরব।কখনো সবুজ স্বপ্নে ভরা,আবার...
26/06/2025

জীবনের রং একেক সময় একেক রকম।
কখনো রোদেলা সকালের মতো উজ্জ্বল,
আবার কখনো বিষণ্ণ সন্ধ্যার মতো নীরব।
কখনো সবুজ স্বপ্নে ভরা,
আবার কখনো ধূসর অভিমানে ডুবে থাকে।
তবুও জীবন সুন্দর—
কারণ প্রতিটি রঙেরই আছে নিজের গল্প বলার ভাষা।
তাই তো বলি, জীবনকে ভালোবাসো,
সে যেমনই হোক, তা-ই তো তোমার নিজের ছবি।

বিষন্ন রাতের মৃদু ঠান্ডা বাতাসটা মনে করিয়ে দেয়, এক জীবনে মানুষের সব কিছুই পেতে হয় না🖤
29/05/2025

বিষন্ন রাতের মৃদু ঠান্ডা বাতাসটা মনে করিয়ে দেয়, এক জীবনে মানুষের সব কিছুই পেতে হয় না🖤

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Jubel Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share