
11/12/2024
মতিন রহমান পরিচালিত 'এই মন চায় যে...!' সিনেমার শুটিং স্পটে শাবনূর ও রিয়াজ।
এখনকার সময়ে এমন স্পটে তারকাদের ক্যামেরাবন্দী করে রিলস,ডে কিংবা বিভিন্ন কনটেন্ট বানানোর জন্যই মূলত বিভিন্ন মানুষ হাজির হয়। অন্যদিকে আগে তারকাদের এক নজর দেখার জন্যই মূলত দর্শকদের ভিড় করা। আর সেখানে যদি শাবনূর ও রিয়াজের মত তারকারা থাকে তাহলে তো কথাই থাকে না।