Deen-ISLAM

Deen-ISLAM আসসালামু আলাইকুম,সকল মুসলিম ভাই ও বোনদের দ্বীন-ইসলাম সম্পর্কে অবগত করার উদ্দেশ্যে সামান্য প্রচেষ্টা।

06/07/2025


















02/02/2025

***সূরা বাকারা***
***আয়াত:০৭***
"(ক্রমাগত কুফুরি করার কারণে) আল্লাহ তাআলা তাদের মূল শোনার উপর মোহর মেরে দিয়েছে, এদের দেখার উপর ও আবরণ পড়ে আছে এবং তাদের জন্য (পরকালের) কষ্টদায়ক শাস্তি রয়েছে।"











13/07/2024

" হে বিশ্বাসিগণ! তোমরা ন্যায়-বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেবে, যদিও তো তোমাদের নিজেদের অথবা পিতা-মাতা এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়; সে বিত্তবান হোক অথবা বিত্তহীনই হোক আল্লাহ্ উভয়েরই যোগ্যতর অভিভাবক। সুতরাং তোমরা ন্যায়-বিচার করতে কামনার অনুগামী হয়ো না। যদি তোমরা পেঁচানো কথা বল অথবা পাশ কেটে চল তবে (জেনে রাখ) যে, তোমরা যা কর আল্লাহ্ তার খবর রাখেন।"

রেফারেন্স:
সূরা আন-নিসা, আয়াত:১৩৫











12/07/2024

" তুমি যখন এমন সব লোককে দেখতে পাও যারা আমার আয়াতসমূহ নিয়ে হাসি-বিদ্রূপ করছে, তখন তুমি তাদের কাছ থেকে সরে এসো, যতোক্ষণ না তারা অন্য কথায় মনোনিবেশ করে; যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে (ওখানে বসিয়ে রাখে তাহলে মনে পড়ার পর তুমি যালেম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না।"

রেফারেন্স:
সূরা আল আনআম, আয়াত:৬৮





-Islam

15/12/2023

"নিশ্চয় যারা ইয়াতীমদের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে; আর অচিরেই তারা প্রজ্জ্বলিত আগুনে প্রবেশ করবে।"

রেফারেন্সঃ
সূরা আন-নিসা, আয়াত:১০

14/12/2023

"যারা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমি সেসব অবিশ্বাসীদের জন্য অবশ্যই জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছি।"

রেফারেন্সঃ
সূরা আল-ফাত্হ, আয়াত:১৩
সূত্র: তাফসির আহসানুল বায়্যান

14/12/2023

"হে আমাদের রব, নিশ্চয় আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন, যাতে কোন সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।"

রেফারেন্সঃ
সূরা আল-ইমরান, আয়াত:৯

13/12/2023

পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেছেন,

আমি তো তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং ওতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করেছি। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন কর।

রেফারেন্সঃ
সূরা আল-আ'রাফ, আয়াত:১০
সূত্র:( তাফসির আহসানুল বায়্যান)

13/12/2023

আবূ আইয়ূব আল আনসারী (রাঃ) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

কোন মুসলিমের পক্ষে তার ভাই এর সঙ্গে তিন দিনের অধিক সময় সম্পর্ক ছিন্ন রাখা বৈধ নয়। (পথে-ঘাটে) দু’জনের সাক্ষাৎ ঘটলে একজন এদিকে মুখ ফিরিয়ে, অন্যজন ঐদিকে মুখ ঘুরিয়ে থাকে। তবে তাদের মধ্যে সে-ই উত্তম, যে প্রথমে সালাম করে।

রেফারেন্সঃ
সহীহ মুসলিম ৬৩০০

11/12/2023

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

জাহান্নামকে বিভিন্ন লোভনীয় বিষয় দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে। আর জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কষ্টকর বিষয় দ্বারা।

রেফারেন্সঃ
সহীহ বুখারী, হাদীস ৬৪৮৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত)

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Deen-ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deen-ISLAM:

Share