14/07/2025
🇧🇩আমার কাছে রংয়ের কোন বয়স নেই!🤷♀️😊
✅মানুষ বলে না তুমি বৃদ্ধ হয়ে গেছো লাল রং কেন পড়বে?
আমার কিন্তু তেমনটা মনে হয় না।আমার মনে হয় আপনি যদি একজন বৃদ্ধ 👵 মহিলাকে একটা লালটুকটুকে 🔴 শাড়ি এনে দেন তাহলে কত্তো খুশি হবে!☺️কারণ মহিলারা মৃত্যুর আগপর্যন্ত ও সাজতে পছন্দ করে।তবে লালটুকটুকে শাড়িটার ব্যবহার জানতে হয়।😍 কোন বৃদ্ধ মহিলাকে যদি একটা💄 লিপস্টিক, আইব্রু, কোন সুগন্ধি তেল বা চুল কালার করার জন্য রঙ এনে দেন দেখবেন তারা কি যে খুশি!☺️আর কোন বয়স্কপুরুষকে👴 ও যদি কোন ইয়াং ছেলেদের ড্রেস 👕👖এনে দেন তারাও কিন্তু মনে মনে খুশি হয়। তারা বৃদ্ধ হলেও পারফিউম ব্যবহার করতে পছন্দ করে,চুল কালার করতে পছন্দ করে,হাতঘড়ি⌚ দিতে পছন্দ করে।তবে তাদের ও সেগুলোর ব্যবহার জানতে হয়। বৃদ্ধ হয়ে ও স্লিম থাকা যায়।নিজের পিটনেসটা ধরে রাখা যায়।তাই কোন রং কারও নির্দিষ্ট কোন সম্পত্তি নয়।তবে প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দের দাম আছে।মৃত্যুর আগ পর্যন্ত পড়ুক না যার যে রং পছন্দ। আমরা সবাইকে তাদের নিজস্ব স্বাধীনতা থেকে বন্ঞিত করতে পারি না।🤫🤫🤫🤫🤫🤫🤫
✅✅✅আবার যারা বিবাহিত, তাদের যদি বয়স্ক কোন স্বামীর সাথে বিয়ে হয় তাহলে তাদের কেন বয়স্কদের মতো সেজে থাকতে হবে??????🤔তার মতো কি তার স্বামী কমবয়সী সেজে থাকে????😊তার স্বামী তার ইচ্ছে মতো পোশাক পড়বে তার স্ত্রী তার ইচ্ছে মতো পোশাক পড়বে।তবে মাঝে মাঝে একজন আরেকজনের পছন্দ মতো পোশাক পড়তে পারেন। তবে স্বামী, স্ত্রী প্রত্যেকেই বুড়ো, বুড়ি না সেজে স্মাট সেজে থাকতে পারে।তবে স্মার্ট মানে কোন বাজে ড্রেস না,নোংরা ড্রেস না।মেয়েদের শর্ট ড্রেস না ছেলেদের শর্ট প্যান্ট পড়া ড্রেস না। যে কোন শালীন ড্রেস পড়ে ও স্মার্ট থাকা যায়, পরিপাটি থাকা যায়। একজন পুরুষ বা মহিলা যদি ১,২,৩,৪,৫.......বাচ্চার মা/বাবা হোন আপনাদের কেন বয়স্ক ভাব নিয়ে বসে থাকতে হবে????🤔যদিও বয়স লুকানো যায় না। আপনার বয়স যদি ২০ হয় আর আপনি যদি বলেন আপনার বয়স ১০ তাহলে নিশ্চই সবাই মুচকি হাসবে না হয় বোকা বলবে।হয়তো ২,৪,৫ বছর কমিয়ে বললে ধরা খাবেন না।আপনার চেহারায় আপনার বয়সের চাপ ফুটে ওঠবে।তাই আপনার যা যা পছন্দ পড়বেন।😊কেন আপনার পছন্দের রং পড়তে পারবেন না?🤔কেন এত রেস্টিকশন থাকবে??🤔তবে একেকটা বয়সের একেকটা সৌন্দর্য। যৌবনে যা ব্যবহার করতে পারেন না বৃদ্ধ বয়সে তা ব্যবহার করলে শান্তি পাবেন কিন্তু তেমন তৃপ্তি পাবেন না।
✅✅✅এবার আসি ছোট বাচ্চার ক্ষেতে, তাদের তো নিশ্চয়ই বয়স্ক পোশাক পড়াবেন না?????তাদের ও কিন্তু পছন্দ অপছন্দ আছে।😊
Note:Why,why,why???????????🤨