গোপনব্যাধি

গোপনব্যাধি মনের যত না বলা কথা।
(3)

22/07/2025

যতই দেখছি ততই চোখ দিয়ে জল গড়ায়ে পড়ছে। হায় ঈশ্বর! এই কি হওয়ার ছিল? এইগুলোও দেখতে হলো?😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌

22/07/2025
এইরকম ঘটনা আর কত দেখতে হবে ঈশ্বর! 😭😭😭😭😭
22/07/2025

এইরকম ঘটনা আর কত দেখতে হবে ঈশ্বর! 😭😭😭😭😭

🇧🇩যারা আমার জন্য হাঁটুপানিতে নামে তাদের জন্য আমি গলাপানিতে নামি।😊🇧🇩যারা আমার সাথে একটু ভালো আচরণ করে আমি তাদেরকে আমার সর...
21/07/2025

🇧🇩যারা আমার জন্য হাঁটুপানিতে নামে তাদের জন্য আমি গলাপানিতে নামি।😊
🇧🇩যারা আমার সাথে একটু ভালো আচরণ করে আমি তাদেরকে আমার সর্বস্ব বিলিয়ে দেই।😊
🇧🇩যারা আমার সাথে একটু হেসে কথা বলে আমি তাদের সাথে খুব সহজেই মিশে যাই।😊
🇧🇩যারা আমাকে একটু সহানুভূতি দেখায় আমি তাদের কে আমার মনের ভিতর জায়গা দিয়ে দেই।😊
🇧🇩যারা আমার উপকার করে আমি তাদের উপকারের দাম দিতে চেষ্টা করি আজীবন। 😊
🇧🇩যারা আমার বিপদে ঝাপিয়ে পড়ে আমি সবসময় তাদেরকে আমার মাথায় তুলে রাখি।😊
🇧🇩যারা আমাকে বিশ্বাস করে আমি তাদের বিশ্বাসের মূল্য দিতে জানি।

📌📌📌আর যাদের কাছে আমার মতামতের কোন দাম নেই, আমার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভরষা,সহানুভূতি নেই তাদের কে আমি ও আমার জীবনের অংশ বলে মনে করি না।আমি বুঝতে পারি আমি কার প্রিয়জন আর কার প্রয়োজন। আমি নিরবে তাদের জীবন থেকে সরে আসি।আমায় যারা আপমান,অসম্মান, অমর্যাদা করে আমি তাদের আপন মনে করি না।শুধু জীবন চালাতে হয় বলে....😊
যারা আমার জীবনকে থমকে দিয়েছে তাদের কোন মূল্য নেই আমার জীবনে। আমার বিপদে বা প্রযোজনে বা যখন দরকার তখনই এমন কেউ আমার জন্য এমন কিছু করেছে তাদের জন্য আমার মন থেকে আশির্বাদ চলে আসে কিন্তু কেউ আমার জীবনকে এমনভাবে বিষিয়ে দিয়েছে তখন কেন জানি না মনের অজান্তেই চোখের জল ঝরে অভিশাপ চলে আসে।😌

আমার বর্তমান অবস্থা! 😌কার কার এমন অবস্থা???? 😭         #ব্যাংক
20/07/2025

আমার বর্তমান অবস্থা! 😌
কার কার এমন অবস্থা???? 😭

#ব্যাংক

অনেক বছর পর খেলাম। আহা!কি স্বাদ😋
20/07/2025

অনেক বছর পর খেলাম। আহা!কি স্বাদ😋

বাচ্চাকে বড় করতে হলে আদর শাসন দুইটাই প্রয়োজন আছে।😊
19/07/2025

বাচ্চাকে বড় করতে হলে আদর শাসন দুইটাই প্রয়োজন আছে।😊

যারা দুনিয়ার সব কিছু জানে তাদের থেকে দুরে থাকবেন আর যারা দুনিয়ার কিছুই জানে না তাদের থেকেও দুরে থাকবেন। কারণ যারা বেশি জ...
15/07/2025

যারা দুনিয়ার সব কিছু জানে তাদের থেকে দুরে থাকবেন আর যারা দুনিয়ার কিছুই জানে না তাদের থেকেও দুরে থাকবেন। কারণ যারা বেশি জানে তারা সবার কাছে আপনাকে বিক্রি করে দেবে।তারা সবজান্তা সমশের টাইপের।আর যারা কিছুই জানে না তারা অল্পবিদ্যা ভয়ংকর টাইপের। তারা ও বিপদজনক। তাই সাবধান!🤫🤫🤫🤫

কারো অতীত না জেনে তার বর্তমান বিচার করবেন না,আর কারো বর্তমান দেখে ভবিষ্যত বিচার করতে যাবেন না।একটা মানুষের অতীত,বর্তমান ...
15/07/2025

কারো অতীত না জেনে তার বর্তমান বিচার করবেন না,আর কারো বর্তমান দেখে ভবিষ্যত বিচার করতে যাবেন না।একটা মানুষের অতীত,বর্তমান কে ভালোভাবে জেনে তার পর বিচার করতে যান!

🇧🇩আমার কাছে রংয়ের কোন বয়স নেই!🤷‍♀️😊✅মানুষ বলে না তুমি বৃদ্ধ হয়ে গেছো লাল রং কেন পড়বে?আমার কিন্তু তেমনটা মনে হয় না।আমার ম...
14/07/2025

🇧🇩আমার কাছে রংয়ের কোন বয়স নেই!🤷‍♀️😊

✅মানুষ বলে না তুমি বৃদ্ধ হয়ে গেছো লাল রং কেন পড়বে?
আমার কিন্তু তেমনটা মনে হয় না।আমার মনে হয় আপনি যদি একজন বৃদ্ধ 👵 মহিলাকে একটা লালটুকটুকে 🔴 শাড়ি এনে দেন তাহলে কত্তো খুশি হবে!☺️কারণ মহিলারা মৃত্যুর আগপর্যন্ত ও সাজতে পছন্দ করে।তবে লালটুকটুকে শাড়িটার ব্যবহার জানতে হয়।😍 কোন বৃদ্ধ মহিলাকে যদি একটা💄 লিপস্টিক, আইব্রু, কোন সুগন্ধি তেল বা চুল কালার করার জন্য রঙ এনে দেন দেখবেন তারা কি যে খুশি!☺️আর কোন বয়স্কপুরুষকে👴 ও যদি কোন ইয়াং ছেলেদের ড্রেস 👕👖এনে দেন তারাও কিন্তু মনে মনে খুশি হয়। তারা বৃদ্ধ হলেও পারফিউম ব্যবহার করতে পছন্দ করে,চুল কালার করতে পছন্দ করে,হাতঘড়ি⌚ দিতে পছন্দ করে।তবে তাদের ও সেগুলোর ব্যবহার জানতে হয়। বৃদ্ধ হয়ে ও স্লিম থাকা যায়।নিজের পিটনেসটা ধরে রাখা যায়।তাই কোন রং কারও নির্দিষ্ট কোন সম্পত্তি নয়।তবে প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দের দাম আছে।মৃত্যুর আগ পর্যন্ত পড়ুক না যার যে রং পছন্দ। আমরা সবাইকে তাদের নিজস্ব স্বাধীনতা থেকে বন্ঞিত করতে পারি না।🤫🤫🤫🤫🤫🤫🤫

✅✅✅আবার যারা বিবাহিত, তাদের যদি বয়স্ক কোন স্বামীর সাথে বিয়ে হয় তাহলে তাদের কেন বয়স্কদের মতো সেজে থাকতে হবে??????🤔তার মতো কি তার স্বামী কমবয়সী সেজে থাকে????😊তার স্বামী তার ইচ্ছে মতো পোশাক পড়বে তার স্ত্রী তার ইচ্ছে মতো পোশাক পড়বে।তবে মাঝে মাঝে একজন আরেকজনের পছন্দ মতো পোশাক পড়তে পারেন। তবে স্বামী, স্ত্রী প্রত্যেকেই বুড়ো, বুড়ি না সেজে স্মাট সেজে থাকতে পারে।তবে স্মার্ট মানে কোন বাজে ড্রেস না,নোংরা ড্রেস না।মেয়েদের শর্ট ড্রেস না ছেলেদের শর্ট প্যান্ট পড়া ড্রেস না। যে কোন শালীন ড্রেস পড়ে ও স্মার্ট থাকা যায়, পরিপাটি থাকা যায়। একজন পুরুষ বা মহিলা যদি ১,২,৩,৪,৫.......বাচ্চার মা/বাবা হোন আপনাদের কেন বয়স্ক ভাব নিয়ে বসে থাকতে হবে????🤔যদিও বয়স লুকানো যায় না। আপনার বয়স যদি ২০ হয় আর আপনি যদি বলেন আপনার বয়স ১০ তাহলে নিশ্চই সবাই মুচকি হাসবে না হয় বোকা বলবে।হয়তো ২,৪,৫ বছর কমিয়ে বললে ধরা খাবেন না।আপনার চেহারায় আপনার বয়সের চাপ ফুটে ওঠবে।তাই আপনার যা যা পছন্দ পড়বেন।😊কেন আপনার পছন্দের রং পড়তে পারবেন না?🤔কেন এত রেস্টিকশন থাকবে??🤔তবে একেকটা বয়সের একেকটা সৌন্দর্য। যৌবনে যা ব্যবহার করতে পারেন না বৃদ্ধ বয়সে তা ব্যবহার করলে শান্তি পাবেন কিন্তু তেমন তৃপ্তি পাবেন না।

✅✅✅এবার আসি ছোট বাচ্চার ক্ষেতে, তাদের তো নিশ্চয়ই বয়স্ক পোশাক পড়াবেন না?????তাদের ও কিন্তু পছন্দ অপছন্দ আছে।😊
Note:Why,why,why???????????🤨

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when গোপনব্যাধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share