বর্তমান খবর

বর্তমান খবর বর্তমান খবর। সবার আগে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ আপনার কাছে পৌছে দিতে প্রতিজ্ঞা বদ্ধ।

05/08/2024
রাশিয়া গত মাসের শেষের দিকে ইয়েমেনের হুথি আন্দোলনের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রস্তুতি...
04/08/2024

রাশিয়া গত মাসের শেষের দিকে ইয়েমেনের হুথি আন্দোলনের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিল।

সিএনএন রিপোর্ট করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব কর্তৃক এই সরবরাহ বন্ধ করার জন্য পর্দার আড়ালে প্রচেষ্টার প্রেক্ষিতে শেষ মুহুর্তে পিছুটান দেয় রাশিয়া।

ইউক্রেনীয় স্পেশাল সার্ভিস এখন মালিতে তুয়ারেগ বাহিনীকে  সহযোগিতা করছে, ড্রোন অপারেশনের প্রশিক্ষণ দিচ্ছে। — ইউক্রেন ড্রো...
04/08/2024

ইউক্রেনীয় স্পেশাল সার্ভিস এখন মালিতে তুয়ারেগ বাহিনীকে সহযোগিতা করছে, ড্রোন অপারেশনের প্রশিক্ষণ দিচ্ছে।

— ইউক্রেন ড্রোন প্রশিক্ষণ ছাড়াও তাদের কৌশলগত তথ্য সরবরাহ করছে বলে জানা গেছে।

— কিছু মালিয়ান বাহিনী ইউক্রেনে প্রশিক্ষণ পেয়েছে বলে জানা গেছে।

— সম্প্রতি, তুয়ারেগ বাহিনী তিন দিনে ৮৪ জন রাশিয়ান ওয়াগনার গ্রুপের ভাড়াটে সৈন্যকে এবং ৪৭ মালিয়ান সৈন্যকে নির্মূল করার দাবি করেছে।

সূত্র: লা মন্ডে

বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করেছে তুরস্কের সবচেয়ে বড় বিদেশি ছাত্র সংগঠন
04/08/2024

বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করেছে তুরস্কের সবচেয়ে বড় বিদেশি ছাত্র সংগঠন

04/08/2024

যুগান্তর:

প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখছেন না আলোচিত ব্যবসায়ীরা!
মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক!
**"
চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী-এমপি, আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক পড়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন, তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ১৭ জনের দেশত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী-এমপি ও আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, অতিসম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সব কিছু করতে প্রস্তুত।’ অথচ তিনি দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না।

প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস ২১৭ নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছাড়ছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলনচাপা হয়ে তিনি ‘ভাগবেন’। শুধু নজরুল নয়, তার মতো সিআইপি, মন্ত্রী-এমপিদের দেশত্যাগের ‘প্রতিযোগিতা’ শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল ৮টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশত্যাগ করেন। প্রায় একই সময় পৃথক আরেকটি ফ্লাইটে তার পরিবারের সদস্যরা লন্ডনে যান বলে জানা গেছে। শুধু তারাই নয়, আজ বিভিন্ন সময়ে মোট ১৭ জন ভিআইপি, সিআইপির দেশছাড়ার কথা রয়েছে। এ তালিকায় একাধিক মন্ত্রী, বিচারপতি, এমপি আছেন।

আজ ভিআইপি লাউঞ্জ-১ রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উড়বেন, তাদের মধ্যে আছেন— অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নূর ই আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবার সঙ্গেই একজন করে যাত্রী আছেন। সংশ্লিষ্টদের ধারণা সস্ত্রীক যাচ্ছেন তারা।

এ ছাড়া ভিআইপি লাউঞ্জ দোলনচাপা ব্যবহার করে আজ যাদের দেশছাড়ার কথা রয়েছে, তাদের মধ্যে আছেন— সাবেক এমপি নূর ই হাসনা লিলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মো. হাবিব হাসান। সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন— এমবিএমের এমডি ওয়াসিম রহমান, লায়লা স্টাইলেসের এমডি ইমরানুর রহমান, আলোচিত নজরুল ইসলাম মজুমদার, সেবপের চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মোনেম, সার্ক সিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন ও ডিবিএলের চেয়ারম্যান আব্দুর ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি, সিআইপি দেশত্যাগ করেছেন। আগামী কয়েক দিনে আরও যারা দেশছাড়ার প্রস্তুতি নিয়েছেন, তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গেছে।

মেয়র তাপস বিমানের ভেতর দাঁড়িয়ে আছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায়, তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তা জানান, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন। এ ফ্লাইটে তার সঙ্গে পরিবারের কাউকে দেখা যায়নি।

লিংক - https://www.jugantor.com/national/others/833993/%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%95

04/08/2024

আমেরিকা এবং ইসরাইল ধারনা করছে সোমবারের মধ্যেই ইসরাইলে আক্রমণ চালাবে ইরান। এই আক্রমণ প্রতিহত করতে মার্কিন সামরিক কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে এসেছেন

- সূত্র Axios

ইজরায়েলে যোগাযোগ বৈকল্য দেখা দেবার ভয়ে মন্ত্রীদের স্যাটেলাইট ফোন বিতরণ করা হয়েছে।
02/08/2024

ইজরায়েলে যোগাযোগ বৈকল্য দেখা দেবার ভয়ে মন্ত্রীদের স্যাটেলাইট ফোন বিতরণ করা হয়েছে।

হামাসের অন্তর্বর্তীকালীন রাজনৈতিক প্রধান খালেদ মিশালকে তেহরানে আমন্ত্রণ জানিয়েছে ইরান। IRGC'র নাকের ডগা দিয়ে ইসমাইল হানি...
02/08/2024

হামাসের অন্তর্বর্তীকালীন রাজনৈতিক প্রধান খালেদ মিশালকে তেহরানে আমন্ত্রণ জানিয়েছে ইরান।

IRGC'র নাকের ডগা দিয়ে ইসমাইল হানিয়াহ গুপ্তহত্যার শিকার হবার পরপরই এই নিমন্ত্রণ কতটুকু যুক্তিযুক্ত?

02/08/2024

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়ে গেল ইসমাইল হানিয়াহর শেষ জানাযা। পড়ালেন হামাসের পলিটব্যুরো সহকারী প্রধান খালিল আল হাইয়া। পাশে দেখা যাচ্ছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদের নেতা যিয়াদ নাখলাকে। যিনি ইজরায়েলি হামলার সময় হানিয়াহর সাথে একই বিল্ডিং এ ছিলেন, সৌভাগ্যক্রমে বেঁচে যান।

বয়কটের মুখে পড়ে ইজরায়েলি চীপ উৎপাদনকারী কোম্পানি ইন্টেল তাদের ১৫ শতাংশ ওয়ার্কফোর্স কমিয়ে আনতে বাধ্য হচ্ছে। অর্থাৎ সারা ব...
02/08/2024

বয়কটের মুখে পড়ে ইজরায়েলি চীপ উৎপাদনকারী কোম্পানি ইন্টেল তাদের ১৫ শতাংশ ওয়ার্কফোর্স কমিয়ে আনতে বাধ্য হচ্ছে। অর্থাৎ সারা বিশ্বে কমপক্ষে তাদের ১৬,০০০ কর্মী চাকুরী হারাবে।

ইন্টেল উন্নত মানের চীপ তৈরীর প্রতিযোগীতায় হেরে যাচ্ছে। তাদের সাম্প্রতিক চীপসেট ৯০% ফেইল করেছে। তাই এই সীদ্ধান্ত।

ইসমাইল হানিয়ার মৃত্যুতে তুরস্কের এক দিনের শোকের অংশ হিসেবে ইসরাইলে অবস্থিত তুর্কি দূতাবাসে তুরস্কের পতাকা অর্ধনির্মিত রা...
02/08/2024

ইসমাইল হানিয়ার মৃত্যুতে তুরস্কের এক দিনের শোকের অংশ হিসেবে ইসরাইলে অবস্থিত তুর্কি দূতাবাসে তুরস্কের পতাকা অর্ধনির্মিত রাখা হয়। এতে ক্ষিপ্ত হয় ইসরাইল। প্রতিবাদ জানাতে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে তুর্কি উপ-রাষ্ট্রদূতকে

বিশ্ব মুসলিমের প্রতি হামাস:"গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে কাপুরুষোচিত হত্যাকাণ্ড এবং চলমান গণহত্যার নিন্দা এবং ফিলিস্তিন...
02/08/2024

বিশ্ব মুসলিমের প্রতি হামাস:

"গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে কাপুরুষোচিত হত্যাকাণ্ড এবং চলমান গণহত্যার নিন্দা এবং ফিলিস্তিনি অঞ্চল, জেরুজালেম এবং আল-আকসা মসজিদকে রক্ষা করার জন্য সমস্ত মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করু করুন।"

উল্লেখ্য, আজ বিশ্বের অধিকাংশ মসজিদেই বাদ জুমা ইসমাইল হানিয়াহর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে।

আগামীকাল ৩ আগস্ট, ইসমাইল হানিয়ায় মৃত্যু পূর্ব আহ্বান অনুযায়ী সারাবিশ্বেই মানুষ গাযা ও ফিলিস্তিনের সমর্থনে নিজ নিজ দেশের ময়দান সমূহে সমবেত হয়ে গাযা দিবস পালন করবে।

Address

Chowkidekhi
Sylhet
3100

Telephone

+8801678033828

Website

https://t.me/bartomankhabor

Alerts

Be the first to know and let us send you an email when বর্তমান খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বর্তমান খবর:

Share