Aryan Ovi

Aryan Ovi Hey Guys I Am Ovi…I Am A Video Maker Follow My Page To Get My New Video’s And Support Me ♥️

🫥💖🌸
26/10/2025

🫥💖🌸

💚✨
22/10/2025

💚✨

13/10/2025

💚✨

Anyways
25/09/2025

Anyways

14/09/2025

পাহাড় ভালোবাসুন, মন খারাপ থাকলে পাহাড়ে ...ঘুরতে যান ❤️‍🩹🏔

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে Help করুন ঘটনাস্থলের লোকেশন - ৩০০ ফিট পার হইয়া রূপগঞ্জ থানা ভুলতা গাউছিয়া রোডে। ছেলেট...
12/09/2025

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে Help করুন ঘটনাস্থলের লোকেশন - ৩০০ ফিট পার হইয়া রূপগঞ্জ থানা ভুলতা গাউছিয়া রোডে।

ছেলেটির বিপদে পুলিশ ছাড়া কেউ এগিয়ে আসলো না??
কত মানুষ ছিলো, কারো কি বিবেকে একটু নাড়া দিলো না?

আমার বাসা কুমিল্লা জেলা লালমাই উপজেলা তে আমাদেরকে এরাওন্ড ৫-৬ রাওন্ড গু*লি করা হয় এবং চেনি দিয়ে কোঁ*প দিয়ে আামার হাতের একটি আংগুল ফেলে দেয়। আমার পায়ে ২ টা কোঁ-প দেয়,হাতে ৩ টা পিছনে ১ টা। আমার বন্ধু ফয়সাল কে মাথায় কো-প দেয় ৫-৮ টা সেলাই লাগে এবং হাতে পায়ে ওর বাসা ও কুমিল্লা চান্দিনাতে। আমার বাইক R15 v3 Indonesian এবং i phone 14 pro max নিয়ে যায়।

প্রথম 30 মিনিট কোন ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার আমাকে কোন Help করেনি উল্টো তারা বাস এর দরজা জনালা লাগিয়ে টান দিয়ে একের পর এক গাড়ি গুরিয়ে চলে যায়। একটা বাসায় গিয়ে ২ জন গার্ডকে 999 এ কল দেওয়ার জন্য বলি উনারা বলে কারো মোবাইলে টাকা নাই এমবি নাই। বলেছিলাম আমি আপনার ছেলের মতো তার পর উনারা মেইন গেইট খুলে আমাকে দাক্কা দিয়ে বের করে দেয়। তার ৫ মিনিটের মধ্যে একজন ট্রাক ড্রাইভার দাড়ায়। হেল্পার আমার বয়সি একটা ছেলে ওর মালিককে বলে ভাই ওরে বাচাও। তখন আমর হাত দিয়ে রক্ত ঝর ঝর করে পরতেছিল। তখন ওই ছেলে 999 এ কল দেয়। আমি সম্পন্ন ঘটনা পুলিশকে খুলে বলি। পুলিশ ১০ মিনিট এর মধ্যেই এসে আমাকে উদ্ধার করে এবং সবাই কে নিয়ে আমার বন্ধু কে ও উদ্ধার করি। তখন তারা আমাদের ২ জন কে অটো তে উঠাইয়া দেয় সব hospital এর ধারে ধারে ঘুরে সব বন্ধ। পুলিশ এসে অ্যাম্বুলেন্স কল দেয় আমাদের ২ জন কে এ উঠিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এখন আমি কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছি না??

তার হেলমেটের ক্যামেরায় পুরো ভিডিও দেখলাম। খুবই ভয়ংকর অবস্থা। রাস্তায় কত গাড়ি, কত মানুষ গেলো কিন্তু কেউ এগিয়ে আসলো না?? আপনি যদি অন্যের বিপদে এগিয়ে না আসেন দেখবেন একদিন আপনিও এমন বিপদে পড়লে কাউকে পাশে পাবেন না। এইজন্য অন্যের বিপদে পাশে থাকলে নিজের বিপদেও পশে পাবেন।।।

বি: দ্র: ৩০০ ফিট রাস্তার শেষ প্রান্তে রূপগঞ্জ থানার,ভুলতা গাউছিয়া রোডে কাঞ্চন ব্রিজ পার হইয়ে ডাকাতির ঘটনা দেখে যা বুঝলাম বিপদে পুলিশ ছাড়া কেউ এগিয়ে আসলো না,

লেখাটি ডাকাতির হাত থেকে বেঁচে ফেরা মোটরসাইকেল চালক
Mixer jishan vhai ar,,,

অর্ধেক জীবন পার করে বুঝলাম, আমি কখনো মানুষ চিনতে পারিনি! যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম, তারা নিখুত ভাবে বুঝিয়ে দিলো,...
25/08/2025

অর্ধেক জীবন পার করে বুঝলাম, আমি কখনো মানুষ চিনতে পারিনি! যাদের জন্য হৃদয় উজাড় করে দিলাম, তারা নিখুত ভাবে বুঝিয়ে দিলো, আমি তাদের কেউ নই...🥀

Nijer Alaka ♥️🌸💫
21/08/2025

Nijer Alaka ♥️🌸💫

16/08/2025

শুভ জন্মাষ্টমী 🙏🤍🌸

অপেক্ষা!কেউ যদি বলে কারো জন্য কতক্ষণ অপেক্ষা করা উচিৎ?তইলে আমি বলব অপেক্ষা জিনিস টা সুন্দর যদি তা অবসান এর নিশ্চয়তা থাক...
01/08/2025

অপেক্ষা!
কেউ যদি বলে কারো জন্য কতক্ষণ অপেক্ষা করা উচিৎ?
তইলে আমি বলব অপেক্ষা জিনিস টা সুন্দর যদি তা অবসান এর নিশ্চয়তা থাকে!
মানে যেমন
সূর্যমুখী রোদ এর অপেক্ষা করে
পাখি রা ভোরের আলোর অপেক্ষা করে
তেমনি রোজ নিয়ম করে সূর্য উঠে সূর্যের অপেক্ষার অবসান ঘটায়, আর ভোরের আলো পাখির অপেক্ষার অবসান ঘটায় কারন নিশ্চয়তা!!
তাই কোনো কিছুর উপর নিশ্চয়তা থাকলে হাজার বছর অ অপেক্ষা করা যায।

প্রত্যাশার হতাশা দূর হোক, যেখানে যার শান্তি মিলে সেখানেই তার ঠাঁই হোক..!! 😌🤍🕊
29/07/2025

প্রত্যাশার হতাশা দূর হোক, যেখানে যার শান্তি মিলে সেখানেই তার ঠাঁই হোক..!! 😌🤍🕊

28/07/2025

আমার একটা ঘর হোক।
খুব বড় না হোক, কিন্তু নিজের হোক! যে ঘরের প্রতিটি কোণায় থাকবে আমার হাতের ছোঁয়া, দামী কিছু চাইনা, শুধু আমার প্রিয় জিনিসগুলো থাকুক!
সকালের সূর্যের আলো এসে বলুক— চলো আজ নতুন করে শুরু করি! একটা ছোট্ট জানালা থাকুক, যে জানালা দিয়ে হাওয়া এসে আমার সব মন খারাপ মুছে দিয়ে যাবে। বিছানার চাদর হোক আমার প্রিয় রঙে মোড়ানো।
বারান্দায় অল্প একটু জায়গা থাকুক, আমার প্রিয় ফুলগাছগুলোর জন্য, যার মিষ্টি সুগন্ধ আমার ঘরের প্রতিটি কোণা পর্যন্ত
ছড়িয়ে পড়বে। আমার যত্নে বেড়ে উঠবে প্রতিটা দিন।
এমন একটা ঘর হোক যেখানে জানালা দিয়ে সূর্য অস্ত দেখতে পারব, রাতের বেলা ঘুমানোর সময় শুয়ে শুয়ে চাঁদের সাথে কথা বলতে পারবো।
এমন একটা ঘর হোক যেটা হবে ঠিক আমার মতন।
যেখানে আমি আসলে আমি হতে পারি,
মন খারাপে একা একা একটু চুপ করে বসে থাকতে পারি।
যেখানে কাউকে জবাবদিহিতা দেওয়ার প্রয়োজন পড়বে না।
বাইরের কোলাহল আমাকে স্পর্শ করতে পারবে না।
খুব বেশি কিছু চাই না
শুধু আমার ছোট্ট একটা ঘর হোক।
যেখানে আমার স্বপ্নরা বেঁচে থাকবে। এমন একটা ঘর হোক যেটা হবে ঠিক আমার মতন।
যেখানে আমি আসলে আমি হতে পারি, মন খারাপে একা একা একটু চুপ করে বসে থাকতে পারি।
যেখানে কাউকে জবাবদিহিতা দেওয়ার প্রয়োজন পড়বে না।
বাইরের কোলাহল আমাকে স্পর্শ করতে পারবে না।
খুব বেশি কিছু চাই না শুধু আমার ছোট্ট একটা ঘর হোক।
যেখানে আমার স্বপ্নরা বেঁচে থাকবে।
যে ঘরে থাকবে শুধু শান্তি.....
আমার শান্তি! 🕊🤍

Address

A***n Ovi
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aryan Ovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share