Lubna Begum

Lubna Begum আসসালামু আলাইকুম,
সবাইকে অনুরোধ আমার পেজ ভিজিট করার জন্য।
(5)

23/10/2024

- কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও,দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে!😊😅

09/09/2024

তুমি বিনয় ও ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খদের সাথে তর্কে জড়িয়ো না।"
[সূরা আরাফ, ১৯৯]

01/07/2024

আমি একটা ছেলেকে ঠকিয়ে ছিলাম, পরিবারের সিদ্ধান্তে অন্য একজনকে বিয়ে করেছিলাম। ছেলেটা আমার জন্য হাউমাউ করে কান্না করে ছিলো, ফোনের অপরপ্রান্ত থেকে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছি!! সেও ক্ষমা করে দিয়েছিলো বলেছে। তবে স্রষ্টা বোধহয় ক্ষমা করেনি! ওর সে কান্না স্রষ্টা বোধহয় আমার জন্য তুলে রেখেছিলেন, আমায় ফিরিয়ে দিবেন বলে। বিয়ের দেড়মাস না যেতেই আমার ডিভোর্স হয়...!

সে আমাকে গ্রহণ করতে চায়, তার কাছে ফিরে যাওয়া মনে তাকে ঠকানো আমি মনে করি, এবং সে আমাকে খুব করে চাচ্ছে আমি কি করবো ?

জাস্টিস ফর উইমেন গ্রুপে একজন পরামর্শ চেয়েছেন।
হুবহু তুলে দিলাম।
আপনাদের এই গল্পটা এজন্যই শেয়ার করলাম যেন বুঝেন কাওকে কাঁদিয়ে সুখী হওয়া যায় না। আর ছেলেরা সহজে কাঁদেনা।যতো কষ্টই হোক ভালোবাসার মানুষকে ধরে রাখতে চায়।
কারো সাথে ধোঁকার ফলাফল টা কখনও ভালো হয় না। কখনও না।

#ধোঁকা

17/06/2024

ঈদ মোবারক সবাইকে।

24/05/2024
02/03/2024

Miss you so much

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Lubna Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lubna Begum:

Share

Category