বাশু- Bangla Language Club

বাশু- Bangla Language Club বাংলাতে আর নয় জড়তা! শুদ্ধ বাংলা শেখা ও চর্চার জন্য আজই যুক্ত হোন
বাশু বাংলা চর্চা সংঘ- তে।

খাঁটি বাংলা শব্দ দেখে নিন। আজকের শব্দ- খুন্তি ০৬ #বাশু  #বানান  #ব্যাকরণ  #বাংলা_শব্দ
31/07/2025

খাঁটি বাংলা শব্দ দেখে নিন।
আজকের শব্দ- খুন্তি ০৬
#বাশু #বানান #ব্যাকরণ #বাংলা_শব্দ

খাঁটি বাংলা শব্দ দেখে নিন। আজকের শব্দ- টুকরি ০৫ #বাশু  #বানান  #ব্যাকরণ  #বাংলা_শব্দ
31/07/2025

খাঁটি বাংলা শব্দ দেখে নিন।
আজকের শব্দ- টুকরি ০৫
#বাশু #বানান #ব্যাকরণ #বাংলা_শব্দ

খাঁটি বাংলা শব্দ দেখে নিন। আজকের শব্দ- যাঁতা  #বাশু  #বানান  #ব্যাকরণ  #বাংলা_শব্দ
29/07/2025

খাঁটি বাংলা শব্দ দেখে নিন।
আজকের শব্দ- যাঁতা
#বাশু #বানান #ব্যাকরণ #বাংলা_শব্দ

খাঁটি বাংলা শব্দ দেখে নিন। আজকের শব্দ- কুড়াল ০৩ #বাশু  #বানান  #ব্যাকরণ  #বাংলা_শব্দ
28/07/2025

খাঁটি বাংলা শব্দ দেখে নিন।
আজকের শব্দ- কুড়াল ০৩
#বাশু #বানান #ব্যাকরণ #বাংলা_শব্দ

তৎকালীন পাকিস্তানি আর্মি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার পদে চাকরি করতেন।মুক্তিযুদ্ধে যোগ দেয়ার অপরাধে রাজাকাররা তাঁর ...
28/07/2025

তৎকালীন পাকিস্তানি আর্মি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার পদে চাকরি করতেন।

মুক্তিযুদ্ধে যোগ দেয়ার অপরাধে রাজাকাররা তাঁর স্ত্রীকে ধর্ষণ করার হুমকি দিয়েছিলো। এটা শুনে যুদ্ধের ময়দান থেকে বাড়ি এসেছিলেন স্ত্রী সন্তানের খবর নিতে। এসে দেখলেন তাঁর স্ত্রী সতীত্ব বাচাতে গলায় দড়ি দিয়ে আত্বহত্যা করেছে, বাচ্চারা একজনও বেঁচে নেই।

পাহাড় সমান শোককে শক্তি করে বাড়ি ছেড়েছিলেন আর দেশ স্বাধীন করেই তবে বাড়ি ফিরেছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি পাঁচ হাজার মুক্তিযোদ্ধার এক দুধর্ষ গেরিলা বাহিনী গড়েছিলেন যারা বরিশাল, ঝালকাঠি, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর আর বাগেরহাট এলাকায় দুর্দান্ত প্রতাপের সাথে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার আর তাদের এদেশীয় দোসর রাজাকারদের পরাভুত করেছে।

একদিন সম্মুখ যুদ্ধে একটা বুলেট লোকটার গালের একপাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। আটটা দাঁত পড়ে গেল। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিলো তবুও তিনি যুদ্ধ থামাননি, অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত পাকিস্তানি হানাদাররা পরাজিত হয়ে পালিয়েছিলো।

এই বুড়ো লোকটির নাম হেমায়েত উদ্দিন।
হেমায়েত বাহিনীর প্রধান বীর বিক্রম হেমায়েত উদ্দিন।

শুধু বাংলাদেশের না, সমগ্র মডার্ন মিলিটারি ইতিহাসের অন্যতম গেরিলা লিজেন্ড। পাকিস্তানিদের বকা দেয়ার সময় হয়তো কাজে লাগবে না কিন্তু নিজেদের আত্ম-পরিচয় খুঁজতে গেলে কাজে লাগবে।

২০১৬ সালের ২২ অক্টোবর এই লোকটা ঘুমিয়ে গেছে।অনন্ত ঘুম। কেউই মনে রাখেনি। এই মাটিতে এরকম আরো অনেক হেমায়েত ঘুমায়, তাতে কার কি আসে যায়?

সত্যটা কী জানেন? এটা হেমায়েতদের দেশ। এই দেশটা হেমায়েতরা আমাদের বেঁচে থাকার জন্য স্বাধীন করে দিয়ে গেছে।

প্রকৃত মুক্তিযোদ্ধারা এভাবেই নীরবে নিভৃতে হারিয়ে যায় লোকচক্ষুর অন্তরালে, বিনম্র শ্রদ্ধা রইলো জাতির এই বীরের জন্য।
আপনার মাগফিরাত কামনা করছি হে বীর ❤️

খাঁটি বাংলা শব্দ দেখে নিন। আজকের শব্দ- কুলা ০২  #বাশু  #বানান  #ব্যাকরণ  #বাংলা_শব্দ
28/07/2025

খাঁটি বাংলা শব্দ দেখে নিন।
আজকের শব্দ- কুলা ০২
#বাশু #বানান #ব্যাকরণ #বাংলা_শব্দ

খাঁটি বাংলা শব্দ দেখে নিন। আজকের শব্দ- ঢেঁকি ০১  #বাশু  #বানান  #ব্যাকরণ  #বাংলা_শব্দ
27/07/2025

খাঁটি বাংলা শব্দ দেখে নিন।
আজকের শব্দ- ঢেঁকি ০১
#বাশু #বানান #ব্যাকরণ #বাংলা_শব্দ

23/07/2025

কবি নজরুল- রবীন্দ্রনাথকে তারা পালন করে আর আমরা লালন করি! বিদ্রোহী কবির নানা দিক নিয়ে এই শিক্ষকের বক্তব্য মুগ্ধ করার মতো

আসল নাম রোয়ান অ্যাটকিনসন, জন্ম ৬ জানুয়ারি ১৯৫৫ সালে, ইংল্যান্ডের নিউক্যাসল শহরে। তার বাবা ছিলেন একজন কৃষক। ছোটবেলায় রোয়া...
22/07/2025

আসল নাম রোয়ান অ্যাটকিনসন, জন্ম ৬ জানুয়ারি ১৯৫৫ সালে, ইংল্যান্ডের নিউক্যাসল শহরে। তার বাবা ছিলেন একজন কৃষক। ছোটবেলায় রোয়ান ছিলেন খুব লাজুক ও তোতলানো স্বভাবের। এই তোতলামিই এক সময় হয়ে উঠেছিল তার বড় দুর্বলতা — কিন্তু সেখান থেকেই জন্ম নেয় এক অভিনয় প্রতিভা।

তিনি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং পড়েন নিউক্যাসল বিশ্ববিদ্যালয় এবং পরে মাস্টার্স করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। অভিনয়ের প্রতি ঝোঁক থাকলেও, তিনি কোনোদিনও ভাবেননি যে বিশ্ব তাকে একজন নির্বাক কমেডি কিংবদন্তি হিসেবে মনে রাখবে।

অক্সফোর্ডে পড়ার সময়ে থিয়েটার ও কমেডিতে অংশ নিতে শুরু করেন রোয়ান। এক সময় BBC-র জনপ্রিয় শো "Not the Nine O'Clock News"-এ অভিনয় করে নজর কাড়েন। কিন্তু তাঁর সবচেয়ে বড় সাফল্য আসে ১৯৯০ সালে, যখন তিনি ও তাঁর বন্ধু রিচার্ড কার্টিস মিলে তৈরি করেন 'Mr. Bean' নামের এক চরিত্র — একজন অদ্ভুত, নির্বাক, শিশুসুলভ প্রাপ্তবয়স্ক মানুষ।

Mr. Bean মুখে কিছু না বলেই হাজার কথা বলে ফেলেন — একমাত্র তার শারীরিক ভাষা, মুখভঙ্গি ও টাইমিং দিয়ে। এই চরিত্রটি এতটাই জনপ্রিয় হয় যে মাত্র ১৪টি এপিসোড দিয়েই সে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কমেডি চরিত্রগুলোর একটি।

Mr. Bean-এর জনপ্রিয়তা দেখে তাকে নিয়ে ১৯৯৭ সালে তৈরি হয় "Bean The Movie এরপর আসে Mr. Bean’s Holiday" (2007)। এছাড়া Mr. Bean-এর কার্টুন সিরিজও তৈরি হয়, যেখানে রোয়ান নিজেই কণ্ঠ দিয়েছেন।

ব্যক্তি রোয়ান অ্যাটকিনসন বাস্তবে অত্যন্ত গম্ভীর, বুদ্ধিমান ও মিডিয়া-এভয়েডিং মানুষ। তিনি ব্যক্তিগত জীবনকে সবসময় মিডিয়ার আড়ালে রাখতে পছন্দ করেন। পাশাপাশি, তিনি একজন বিশাল গাড়িপ্রেমী (car enthusiast), এবং তার সংগ্রহে রয়েছে অসংখ্য বিলাসবহুল স্পোর্টস কার।

রোয়ান অ্যাটকিনসনের জীবন একটি দারুণ শিক্ষা দেয় আমাদের দুর্বলতা থেকেই জন্ম নিতে পারে সবচেয়ে বড় শক্তি। একজন তোতলানো, লাজুক ছেলে হয়ে উঠেছেন বিশ্বখ্যাত কমেডিয়ান। Mr. Bean কেবল একটি চরিত্র নয়, এটি এক নিরব ভাষা — যা মুখে কিছু না বলেই কোটি হৃদয়ে জায়গা করে নেয়।

21/07/2025

বিমান দুর্ঘটনা শুধু আজকেই নয়। Airplane Crash Bangladesh

একসময় যে জমিদার বাড়িতে শতাধিক লোক কাজ করতো, প্রতিবেলায় ৩০০/৪০০ মানুষের রান্না হতো, অথচ থালা-বাসন ছিল স্বর্ণ-রূপার,  এখন ...
19/07/2025

একসময় যে জমিদার বাড়িতে শতাধিক লোক কাজ করতো, প্রতিবেলায় ৩০০/৪০০ মানুষের রান্না হতো, অথচ থালা-বাসন ছিল স্বর্ণ-রূপার, এখন সেই বাড়িতে শুধুই অভাব-অনটন। কথিত আছে, বাড়ির অনেক আসবাবপত্রও রূপা ও স্বর্ণের তৈরি ছিল।

বলছি

চট্টগ্রামের রাউজানের বিখ্যাত জমিদার বাড়ি ‘রামধন জমিদার বাড়ি’ এর কথা। যেটা ‘ডাবুয়া জমিদার বাড়ি’ হিসেবেও এলাকায় পরিচিত।

জমিদার রামধন ধর এই জমিদারিত্ব এবং বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন। ৮৬ বছর বয়সী রাজকন্যা ছবি ধর জমিদার রামধন ধরের নাতনি। রামধন মারা যাবার পর জমিদারির দায়িত্ব পড়ে ছবি ধরের বাবা কেশব চন্দ্রের ওপর। কেশব চন্দ্র ছিলেন রামধন ধরের পালক সন্তান। ১৯৫৫ সালে জমিদার কেশব চন্দ্র মারা যাবার দুই বছর পর ১৯৫৭ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্তির পর পরিবারের সদস্যরা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন। এতে জমিদারির জৌলুশ হারিয়ে যায়।

ছবি ধর বিয়ে করেননি। অর্থাৎ, তিনি এখনও কুমারী। ভাইদের ছেলে-সন্তান নিয়ে এখনও জমিদার বাড়ির একটি অংশে বসবাস করেন। অন্যরা সবাই চলে গেলেও তিনি এখনও বাড়িটি ছেড়ে যাননি।

ছবি ধর জানিয়েছেন, দাদার জমিদারির সম্পত্তি ছাড়াও জমিদার বাবা কেশব চন্দ্রের চট্টগ্রাম শহরে ছিল ৫৪টি বিল্ডিং। যার কিছুই এখন অবশিষ্ট নেই।

ডাবুয়া জগন্নাথ হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, চিকদাইর পুলিশ ফাঁড়িসহ রাউজান আর আর এসি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠায় বিশেষ অবদান রয়েছে ছবি ধরদের বংশধরদের।

Address

বাশু চর্চা কেন্দ্র, উপশহর প্লাজা, ব্লক-ই, মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট, বাংলাদেশ
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when বাশু- Bangla Language Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাশু- Bangla Language Club:

Share