Sylhet Daily News Update

Sylhet Daily News Update The liberation of humanity বিশ্ব মানবতার মুক্তি

06/11/2024

অন্যের এক টাকা আত্মসাৎ করা মানে নিজের জান্নাতকে তার নিকট বিক্রয় করা।

সোশ্যাল মিডিয়ায় গুজবের ছড়াছড়ি অনেকে সত্যতা যাচাই না করে বিশ্বাস করে নেয় এমত অবস্থায় করণীয় কি? কোন ঘটনা পুরোপুরি না শু...
12/10/2024

সোশ্যাল মিডিয়ায় গুজবের ছড়াছড়ি অনেকে সত্যতা যাচাই না করে বিশ্বাস করে নেয় এমত অবস্থায় করণীয় কি?

কোন ঘটনা পুরোপুরি না শুনে, মন্তব্য করা উচিৎ নয়, যা দেখছেন তা সত্য নাও হতে পারে, যা মনে হচ্ছে তা ভুল হতে পারে, তাই জানার ইচ্ছা হলে যাচাই করে জেনে নিন-জেনে সত্য গ্রহণ করুন। সত্যিকার অর্থে যদি আপনার মাঝে বিবেক মূল্যবোধ থাকে।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই গুজবের ছড়াছড়ি লক্ষ্য করা যায়। বিভিন্ন ইস্যুতে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই তারা কাজটি করে থাকেন। সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী ঘটনার সত্যতা যাচাই না করেই রিপোস্ট এবং শেয়ার করতে থাকেন। ফলে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এই গুজবের কারণে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং ধর্মের বিভিন্ন রকম ক্ষতি সাধন হয়ে থাকে। কখনো কখনো ব্যক্তির নামে মিথ্যা তথ্য ছড়িয়ে হেয়-প্রতিপন্ন করা হয়। সমাজ ও রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করতেও গুজব ছড়ানো হয়। কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে গুজব ছড়িয়ে থাকেন। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।.... শাহাদাৎ মির্জা

জাতিগত সংঘাত তৈরি করবার জন্য এগুলো পূর্ব পরিকল্পিত, কোন কিছুর সত্যতা যাচাই না করে বিশ্বাস করবেন না। যদি আপনার মাঝে সঠিক ...
11/10/2024

জাতিগত সংঘাত তৈরি করবার জন্য এগুলো পূর্ব পরিকল্পিত, কোন কিছুর সত্যতা যাচাই না করে বিশ্বাস করবেন না। যদি আপনার মাঝে সঠিক বিবেক মূল্যবোধ থাকে। পূজা মন্ডপে যারা ইসলামী সংগীত গাইলো তখন পূজা কমিটি কোথায় ছিল??? কোন ঘটনা পুরোপুরি না শুনে, মন্তব্য করা উচিৎ নয়, যা দেখছেন তা সত্য নাও হতে পারে, যা মনে হচ্ছে তা ভুল হতে পারে, তাই জানার ইচ্ছা হলে যাচাই করে জেনে নিন-জেনে সত্য গ্রহণ করুন। সত্যিকার অর্থে যদি আপনার মাঝে বিবেক মূল্যবোধ থাকে।

বাংলাদেশে ৩ স্বৈরাশাসক:প্রথম স্বৈরশাসক খুবই জঘন্য শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে মানুষকে নিরাশ করেন। তার শাসনামলে (১৯৭২-৭...
31/08/2024

বাংলাদেশে ৩ স্বৈরাশাসক:প্রথম স্বৈরশাসক খুবই জঘন্য শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে মানুষকে নিরাশ করেন। তার শাসনামলে (১৯৭২-৭৫) সাধারণ মানুষের অবর্ণনীয় দুঃখ-কষ্ট, গুম, হত্যা, ব্যাংক ডাকাতি, রাহাজানি, দুর্ভিক্ষ, দুর্নীতি,দুঃশাসনের স্টিমরোলার চলতে থাকে। দেশে সে সময় সিরাজ শিকদারসহ প্রায় ২৭ হাজার ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের রক্ষীবাহিনী কর্তৃক হত্যা করা হয় এবং গুম করা হয় প্রায় ১০ হাজার বিরোধী নেতাকর্মীকে। গণতন্ত্রের পথ হয় রুদ্ধ, সৃষ্টি হয় বাকশাল, সব পত্র-পত্রিকা বন্ধ করে দেয়া হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন মাত্র চারটি পত্রিকা রাখা হয়। প্রয়াত স্বনামধন্য সাংবাদিক নির্মল সেন দৈনিক ইত্তেফাকের এক উপসম্পাদকীয়তে লেখেন, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই।’ সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছড়াকার আবু সালেহ স্বাধীনতার এক বছর পর লিখলেন, ‘ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা,রক্ত দিয়ে পেলাম শালার আজাব স্বাধীনতা।’ ১৯৭৪-এর দুর্ভিক্ষে বিদেশ থেকে পর্যাপ্ত সাহায্য আসার পরও লাখ লাখ মানুষ না খেয়ে মারা গেল। তার পরিপ্রেক্ষিতে কবি রফিক আজাদ লিখলেন, ‘ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো।’শেখ মুজিবের একদলীয় দুঃশাসনের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় মার্কিন মাসিক রিডার্স ডাইজেস্টে। ১৯৭৫-এর মে মাসের সংখ্যায় লেখা হয় "শেখ মুজিব দু’টি বেসামরিক সংগঠনের ওপর নির্ভরশীল। একটি হচ্ছে তার ভাগ্নে শেখ মনির এক লাখ সশস্ত্র একগুঁয়ে যুবকের সংগঠন যুবলীগ, আর একটি হলো নিষ্ঠুর রক্ষীবাহিনী।" তাদের কাজ হলো যখন-তখন কল কারখানায় ঢুকে পড়ে শ্রমিকদের ওপর অত্যাচার, নির্যাতন করা, হত্যা করে সন্ত্রাসের রাজত্ব চালানো।

অবশেষে,১৯৭৫ সালের ১৫ ই আগস্ট মেজর ফারুক এবং মেজর রশিদের নেতৃত্বে সপরিবারে হত্যা করা হয় শেখ মুজিবর রহমানকে।

31/08/2024

বাংলাদেশের প্রথম স্বৈরাশাসক শেখ মুজিবুর রহমান ১৫ আগস্ট ১৯৭৫ সপরিবারে হত্যা করা হয়।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Daily News Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Daily News Update:

Share