Jaber Rashidi

Jaber Rashidi اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد (ﷺ)
(6)

আমার সবচেয়ে বাজে অভ্যাস হলো।আমি মানুষের প্রশংসা করি, বদনাম করতে জানি না। যাকে কেউ চিনত না, তাকেও আমার প্রশংসায় মহৎ মান...
30/06/2025

আমার সবচেয়ে বাজে অভ্যাস হলো।
আমি মানুষের প্রশংসা করি, বদনাম করতে জানি না। যাকে কেউ চিনত না, তাকেও আমার প্রশংসায় মহৎ মানুষ বানিয়ে দেয়!আর শেষে ব্যাপারটা এমন হয়ে যায় যে, আমিই অপরাধী আর সেইসব মানুষই হয়ে যায় মহান ব্যক্তি। অথচ দুদিন আগেও যাকে কেউ চিনত না।কেউ কোনোদিন ভাবেনি, তাদের এই মহান হওয়া, তারা যে স্থানটা পেয়েছে সেটা আসলে কার জন্য।

আর আমি?
আমি চুপচাপ স্থান ছেড়ে দিয়েছি জীবনে, বারবার।
কখনো কারও কাছ থেকে কিছু ছিনিয়ে নিইনি,
চাইনি এক টুকরো স্বীকৃতিও।
না ভালোবাসা, না কৃতজ্ঞতা—কিচ্ছু না।শুধু ফাঁকা হাতে
ফিরে এসেছি,আর শিখেছি।সবাই বড় হতে চায়, কিন্তু কেউ মনে
রাখে না কে প্রথম হাত ধরেছিল।

আজীবন একটা জিনিস দেখলাম! আমার জন্য অপেক্ষা করার কেউ নাই! আমি সারাজীবন হয় সেকেন্ড চয়েজ নইলে রিপ্লেসেবল কেউ ছিলাম! কারো জন...
29/06/2025

আজীবন একটা জিনিস দেখলাম! আমার জন্য অপেক্ষা করার কেউ নাই! আমি সারাজীবন হয় সেকেন্ড চয়েজ নইলে রিপ্লেসেবল কেউ ছিলাম! কারো জন্য পারফেক্ট চয়েজ হিসেবে ছিলাম না; "তোমাকে লাগবেই" বা "তোকে লাগবেই" কিংবা "তোমাকে ছাড়া আমার চলবে না" আমার এই টাইপের কেউ নাই!! না বন্ধু, না প্রেমিক, না কাছের মানুষজন! কারো সেকেন্ড চয়েজ, কারো অপশনাল চয়েজ হিসেবে বেঁচে থাকাটা অতোটা সুখের না, সম্মানের ও না! তবুও বেঁচে থাকতে হয়! তাই বেঁচে থাকি, বেঁচে আছি! 🖤🌸

‘পৃথিবীর সবকিছু আমি তার শোভায় পরিণত করেছি, যাতে লোকদের পরীক্ষা করতে পারি, *কে তাদের মধ্যে কাজে সেরা।’*[ সুরা আল-কাহফ, ১৮...
26/06/2025

‘পৃথিবীর সবকিছু আমি তার শোভায় পরিণত করেছি, যাতে লোকদের পরীক্ষা করতে পারি, *কে তাদের মধ্যে কাজে সেরা।’*

[ সুরা আল-কাহফ, ১৮ : ৭ ]


দু'আ হলো সমস্ত আমলের মূল মগজ। 'হতেই পারে না' এমন বিষয়কেও দু'আর দ্বারা অর্জন করা সম্ভব।
21/06/2025

দু'আ হলো সমস্ত আমলের মূল মগজ। 'হতেই পারে না' এমন বিষয়কেও দু'আর দ্বারা অর্জন করা সম্ভব।

মানুষ ঠকানো সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন, তা হজম করা, প্রকৃতি তা কোনদিনও মেনে নেবে না। 😅💔
28/05/2025

মানুষ ঠকানো সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন, তা হজম করা, প্রকৃতি তা কোনদিনও মেনে নেবে না। 😅💔

?
27/05/2025

?

মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন, কাল তাই ফেরত পাবেন।
27/05/2025

মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন, কাল তাই ফেরত পাবেন।

তাকে কখনো ক্ষমা করবো না, যার জন্য খাবারের সামনে বসেও কাঁ"দতে হয়েছে আমাকে,,💔
24/05/2025

তাকে কখনো ক্ষমা করবো না, যার জন্য খাবারের সামনে বসেও কাঁ"দতে হয়েছে আমাকে,,💔

ভাগ্য কতো অদ্ভুত ব্যাপার, যার নাসিবে থাকে তার সুখ শান্তি ভালোবাসা সব দিক দিয়েই থাকে, আর যার থাকেনা তার নাসিবে কোনো দিক দ...
22/05/2025

ভাগ্য কতো অদ্ভুত ব্যাপার, যার নাসিবে থাকে তার সুখ শান্তি ভালোবাসা সব দিক দিয়েই থাকে, আর যার থাকেনা তার নাসিবে কোনো দিক দিয়েই থাকে না তার শুধু 'আল্লাহ ভরসা' ছাড়া আর কিছুই বলার থাকেনা🙂

Address

Sylhet

Telephone

+8801701149753

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jaber Rashidi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jaber Rashidi:

Share