
30/06/2025
আমার সবচেয়ে বাজে অভ্যাস হলো।
আমি মানুষের প্রশংসা করি, বদনাম করতে জানি না। যাকে কেউ চিনত না, তাকেও আমার প্রশংসায় মহৎ মানুষ বানিয়ে দেয়!আর শেষে ব্যাপারটা এমন হয়ে যায় যে, আমিই অপরাধী আর সেইসব মানুষই হয়ে যায় মহান ব্যক্তি। অথচ দুদিন আগেও যাকে কেউ চিনত না।কেউ কোনোদিন ভাবেনি, তাদের এই মহান হওয়া, তারা যে স্থানটা পেয়েছে সেটা আসলে কার জন্য।
আর আমি?
আমি চুপচাপ স্থান ছেড়ে দিয়েছি জীবনে, বারবার।
কখনো কারও কাছ থেকে কিছু ছিনিয়ে নিইনি,
চাইনি এক টুকরো স্বীকৃতিও।
না ভালোবাসা, না কৃতজ্ঞতা—কিচ্ছু না।শুধু ফাঁকা হাতে
ফিরে এসেছি,আর শিখেছি।সবাই বড় হতে চায়, কিন্তু কেউ মনে
রাখে না কে প্রথম হাত ধরেছিল।