Maruf Vai

Maruf Vai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Maruf Vai, Digital creator, Sylhet.

সে নিজেও জানে না, এখন তার জীবনের সেরা সময় পার করতেছে।🌸
27/06/2025

সে নিজেও জানে না, এখন তার জীবনের সেরা সময় পার করতেছে।🌸

26/06/2025

ব্যর্থতা থেকে সফলতার গল্প আমাদের জীবনে অনুপ্রেরণা যোগায়। অনেক বিখ্যাত ব্যক্তিই আছেন যারা তাদের জীবনে অনেকবার ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা হাল ছেড়ে না দিয়ে, সেখান থেকে শিক্ষা নিয়ে সফলতার শীর্ষে পৌঁছেছেন।
যেমন,
ওয়াল্ট ডিজনি তার কর্মজীবনের শুরুতে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি হাল ছাড়েননি এবং অবশেষে ডিজনি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যা বিশ্বজুড়ে পরিচিত।
থমাস আলভা এডিসন একটি কার্যকরী বৈদ্যুতিক বাল্ব তৈরি করার আগে হাজার বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তার অধ্যবসায় তাকে সফল করে তোলে।
জে.কে.Rowling এর হ্যারি পটার সিরিজের প্রথম বই প্রকাশের আগে বারো বার প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু তার জেদ তাকে বিখ্যাত লেখক করে তুলেছে।
সুইচিরো হোন্ডা তার জীবনের প্রথম দিকে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তার স্বপ্নকে তিনি কখনো ত্যাগ করেননি এবং হোন্ডা কোম্পানি প্রতিষ্ঠা করেন।
এই গল্পগুলো থেকে আমরা শিখতে পারি যে, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি সাফল্যের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে, আত্মবিশ্বাসের সাথে চেষ্টা চালিয়ে গেলে সফলতা অবশ্যই আসবে।

22/06/2025
20/06/2025

☀️ শুভ সকাল!
প্রতিটি সকাল আমাদের নতুন সুযোগ এনে দেয় —
ভালো কিছু শুরু করার, ভুলগুলো শুধরানোর,
আর নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে একটু করে ছুঁয়ে দেখার।
আজকের দিনটা হোক মনভরা হাসিতে,
শান্তিতে আর সাফল্যে ভরা।
যে কাজটা করতে ভয় পাচ্ছো, আজ থেকেই শুরু করো —
কারণ তুমি পারবে, অবশ্যই পারবে!

#শুভসকাল

18/06/2025

শিক্ষানীয় গল্প:
সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়।কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার সে বেঁচে থাকলো।

এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো,

‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’

পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো,

‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’

জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'

ভাগ্না- ভাগ্নি।।
18/06/2025

ভাগ্না- ভাগ্নি।।

15/06/2025

সকাল বেলার বাতাস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
সকালবেলা নির্মল বাতাস গ্রহণের ফলে শরীর ও মন সতেজ থাকে এবং বিভিন্ন শারীরিক ও মানসিক উপকারিতা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ 🤲

13/06/2025

শুভ সকাল।☕

মামা ভাগনা।
13/06/2025

মামা ভাগনা।

সাদা পাথর।
12/06/2025

সাদা পাথর।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share