13/12/2024
আমার জীবনের ঘটে যাওয়া এক কাহিনী 🥹
আমি ঐ দিন অনেক কান্না করেছিলাম,ওর পা ধরেছিলাম যেন আমাকে ছেড়ে না যায় । প্রথমদিকে ওর মত যত্ন, ভালোবাসা আর কেয়ার আমাকে কখনো কেউ করেনি। আমার ফ্যামিলি ও না। তখন আমার ফ্যামিলি সবাই আমার পাশে ছিল। ১ বছর পর আমার ক্যারিয়ার নিয়ে ও অনেক কিছু বললো আমাকে যে, পরিবারকে বুঝিয়ে বিদেশ যাওয়ার জন্য, না হয় আমার ওকে পাওয়ার আসংখা না ও হতে পারে , তখনও ওর চাওয়া পাওয়া কিছুই ছিলনা। শুধু আমাকে বলতো প্লিজ কিছু একটা করো বাহিরা যাওয়ার পথ খুঁজ। তখন এক পর্যায়ে আমার বাহিরা যাওয়া নিয়ে পরিবারের সঙ্গে কথা বলতে বলতে গিয়ে অনেক টা এলোমেলো হয়ে গেলো।কিছুদিন পর এই বিদেশে যাওয়া নিয়ে ভাই আমাকে রাগারাগি করে ফ্যামেলি থেকে আলাদা করে দিলো।যাক একটু ও দুঃখ পাই নাই কারণ যার জন্য করলাম সে তো পাশে আছে। , ওর অনেক সখ ছিল আমার বৌ সাজার। ফ্যামেলি থেকে তাড়িয়ে দেওয়ার কিছু দিন পরেই জীবনের সবটুকু ভালোবাসা বদলে গেলো। ও ভাবলো যে ছেলেটার এ বয়সে ফ্যামেলি পাশে নেই! সেখানে আমি কিভাবে থাকবো, হয়তো এই ভেবে আমাকে ইগনোর করতে লাগলো।🥹😭
আহ! কার জন্য আজকে ফ্যামেলি হীনা হলাম একটুও ভাবলো না।কিছু দিন পর শুনতে পাই আরেকটা আমার পরিচিত বন্ধুর সাথে ওর রিলেশন, শুনেই হতাশ হয়ে পরলাম। কেন ছাড়লো আজও সঠিক জানিনা । হয়তো ফ্যামেলিহীনা আর অসহায় বলে।
হয়তো আমি ওর লায়েক মনে হয়নি। এভাবে দিনগুলো গেলো কয়টা দিন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার ঘরের ছেলের প্রস্তাবের সামনে আমার মতো বাবাহীন এতিম আর অসহায় ছেলেটা ওর চাকরের সমতুল্য মনে করছো হয়তোবা । চিন্তা আর উপোশ থাকতে থাকতে অসুস্থতায় ভুগছি।
মা বললেন, এভাবে ভেঙে পরলে পোষাবে?ওদের স্টাটাসের সাথে যাবে না। আর এই মেয়ের হয়তো তকে পছন্দও না। তুই এতিম আর তোর সাথে ওর মানায় না।
ছেড়ে দিলাম মায়ের কথায়। সবার আগে মা। উনি আমাকে পড়ালেখা করাইছেন, উনার হক আছে আমার বৌ নির্বাচন করার।
তারপর মা আর আমার বড় আব্বু (বাবার বড় ভাই) মিলে এক মেয়েকে বিয়ে করার প্রস্তাব জানান। টাকা পয়সা আরাম আয়েশ থাকবে, হয়তো এখন সময় টা এলোমেলো হয়ে গেছে । সামাজিক স্টাটাস আছে, যে কেউ শুনলে খুব তারিফ করে বলে, অনেক ভালো হবে তোর জন্য।
অথচ দিনশেষে আমি সুখী হবো কি না জানা নেই, বাকিটা আল্লাহ সহায়। 🤲🤲🤲
এমন আরো অনেক কিছু আছে যেগুলো আমি লেখিনি লিখতে ইচ্ছে করছেনা।
এখন দিনশেষে আমি শুধু ভাবি, আমার সংসার আমার পরিবার তো এমনটা আমি কল্পনায় সাজাইনি। সাজিয়েছিলাম হাসিখুশি একটা জীবন সেই আমার পরিবারকে নিয়ে! ভেবেছিলাম শুধু মানুষ চেঞ্জ করলে তো আর আমার সংসার সাজানোর কল্পনা চেঞ্জ হবেনা। সব তো সেইম ইই থাকবে। শুধু তো মেয়েটাই চেঞ্জ আর পরিবার নেই। 🙂
এখন মাঝে মাঝে প্রায়ই আমার মাথায় ওর ভয়েস ঘুরে, হাসি ঘুরে, আমার কান্না চেহারাটা ঘুরে। ঐ কেমন আছে জানিনা। কোন কনট্যাক্ট রাখিনা ওর সাথে। কোথাও খুঁজি না। না ফেসবুক, না অন্য কোথাও।
আচ্ছা সে কি আমাকে ভুলে গেছে? আমি যদি এখন তার সাথে কথা বলতে যাই , ভাবছিলাম বিয়ের দাওয়াত দিবো। কিন্তু সে তো এখন অনেক ধনী ছেলের সাথে দিন কাটাচ্ছে আমি তাকে বিরক্ত করতে চাচ্ছি না ? আমি এত কিছু জানিনা। শুধু জানি সে আমার সাথে চরম অন্যায় করছে । সে আমাকে ছাড়িয়েছে, সুখী হোক , তবে আমাকে দেওয়া যন্ত্রণার বদলা আল্লাহ যেনো দেন।
তাকে অভিনন্দন, তার দেয়া প্রত্যেকটি যন্ত্রণা আমার জন্য জান্নাত সরুপ । না হয় আমার মা এতো ভালো ডিসিশন নিতেন না। আমার বর্তমান ব্যক্তিগত জীবন ভিতর থেকে এতটাই কষ্টের যে আমার চাকচিক্য দেখে সবাই বুঝতে পারে কতটা কষ্টে দিন যায় আমার।
আশা আমার ভবিষ্যত দিনগুলো মায়ের দোয়া নিয়ে সুন্দর করে কাটবে 😍
আমি জানি এই পেইজটা তার প্রিয়, তাই এখানে পোস্ট করলাম। যদি কখনো তার চোখে এই পোস্ট পরে, যদি আমার এই পোস্ট তুমি কখনো দেখে থাকো তাহলে তোমাকে অভিনন্দন। তোমার দেয়া যন্ত্রণা আমার লেগেছে বলে তোমাকে ছেড়ে দিয়ে মায়ের পছন্দের মানুষকে বিয়ে করতে রাজি
আলহামদুলিল্লাহ। 🙂
আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসতে, আমার দীর্ঘায়ু চাইতে, তাহলে তুমি কি করে আমার সাথে এভাবে বেঈমানী করতে পারলে? তোমার মতো এই বারো বাতারি বিশ্রী জীবন তো আমার দেয়া অভিশাপেরই ফল একদিন ঠিকই পেতে হবে যেনে রাখিস কুলাংগার মেয়ে নামক বারো বাতারি 🖕🖕
--- নাম প্রকাশে অনিচ্ছুক