সাত রঙের চা - সিলেট

সাত রঙের চা - সিলেট We have Seven Layer Tea, High Special Tea, Special Coffee, Green Tea, Black Coffee etc

Sylhet is the city of TEA We have 13 kinds of TEA .
(464)

Sylhet is the city of TEA

যদি অনুভব করো 📢
20/09/2025

যদি অনুভব করো 📢

সিলেটের একমাত্র ঐতিহ্যবাহী সাত রঙের চায়ের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা🌹🌹🌹    ゚      #
15/09/2025

সিলেটের একমাত্র ঐতিহ্যবাহী সাত রঙের চায়ের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা🌹🌹🌹 ゚ #

জীবন সত্যিই রহস্যময় কি অদ্ভুত! আলো আঁধারের সাথে যুদ্ধ দেহের পঞ্চভূত সাধের সাধ্যে না হলেও লিপ্ত থাকে সাধ্যে অপ্রাপ্তিতে ...
14/09/2025

জীবন সত্যিই রহস্যময় কি অদ্ভুত! আলো আঁধারের সাথে যুদ্ধ দেহের পঞ্চভূত সাধের সাধ্যে না হলেও লিপ্ত থাকে সাধ্যে অপ্রাপ্তিতে বাঁধতে হয় তৃপ্তির বাধ্যে....

না পাওয়ার কিছু ইচ্ছে ঘুরেফিরে মনে পাওয়া বেদনায় ফের ডুব দেই ক্ষনে অলীক ভাবনায় যখন সায় দেয় হৃদয় সুপ্ত লালিত আশা ফের যেন হয়ে যাই উদয়..

তাতে কি আর আসে যায় বয়সের বাঁধ বেড়ে যাবে পায়ে পায়ে কাঁধে রেখে হাত বয়স সেতো দেহের হয় কভু মনের নয় তবু সুপ্ত গোপন মনে আজীবন কারো জন্য ভালবাসা বয় ♥️🌺👈

ভালোবাসলে নির্লজ্জ হতে হয়।ভালোবাসলে বেহায়া হতে হয়।ভালোবাসলে যাকে ভালোবাসছি তার কাছে ক্ষণে ক্ষণে অপমানিত, অপদস্থ হওয়া শিখ...
13/09/2025

ভালোবাসলে নির্লজ্জ হতে হয়।
ভালোবাসলে বেহায়া হতে হয়।
ভালোবাসলে যাকে ভালোবাসছি তার কাছে ক্ষণে ক্ষণে অপমানিত, অপদস্থ হওয়া শিখতে হয়।
ভালোবাসলে 'রিজেকশন বা প্রত্যাখ্যান' শব্দটার সাথে ভালোভাবে পরিচিত থাকতে হয়।
ভালোবাসলে ভালো থাকা এবং না থাকা দুটোই অভ্যাস করতে হয়। যদিও ভালো না থাকাটা সেখানে প্রাধান্য পায় তুলনামূলক বেশি...।
ভালোবাসলে বৃষ্টি ভালোবাসতে হয়।
ভালোবাসলে আকাশ ভালোবাসতে হয়।
ভালোবাসলে কবিতা ভালোবাসতে হয়।
ভালোবাসলে মেঘলা দিনে মন খারাপ করা শিখতে হয়।
ভালোবাসলে কায়দা করে চোখের জল লুকানো শিখতে হয়।
ভালোবাসলে নিজের রুপের, অর্থের, জ্ঞানের, বয়সের, শরীরের অহংকারকে নিজ হাতে মাটিচাপা দেয়া শিখতে হয়।
ভালোবাসলে অপরপক্ষ ভালোবাসার বিনিময়ে ভালো না বাসলেও দাঁতে দাঁত চেপে তবুও তাকেই ভালোবেসে যাওয়া শিখতে হয়।
ভালোবাসলে এতো ভালোবাসার পরেও তার এমন অবলীলায় ছেড়ে যাওয়াটা ক্যাবলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা শিখতে হয়।
ভালোবাসলে দিনের শেষে তার সাথে এক ছাদের নিচে থাকা হবেনা পরিষ্কার জেনেও তবু তাকে ভালোবাসা শিখতে হয়।
ভালোবাসলে একটা গোটা রাত তার কথা ভেবে ভেবে নির্ঘুম কাটিয়ে দেওয়া শিখতে হয়।
ভালোবাসলে সেও কেন বাসছেনা? আদৌ কি বাসবে? নাকি না? আর যদি বাসেও তাহলে কবে? ভাবতে ভাবতে অন্য কোনকিছু ভাবতে না পারা শিখতে হয়।
ভালোবাসলে ভালোবেসেছি কেন উত্তরটা হন্যি হয়ে খুঁজতে খুঁজতে খুঁজে না পেয়ে ক্লান্ত হওয়া শিখতে হয়।
ভালোবাসলে এখন কেন? তাকেই কেন? এভাবে কেন? এতোটা কেন? প্রশ্নে নিজেকে নিজেই ঘায়েল করে দেওয়া শিখতে হয়।
ভালোবাসলে হাসিমুখে সেই মানুষটাকে অন্যের সাথে সদ্য বিবাহিত জীবন শুরু করার জন্যে আস্তে করে মিষ্ট কন্ঠে অভিনন্দন দেওয়া শিখতে হয়।
ভালোবাসলে নিজের জন্যে বাঁচিয়ে রাখা বাকী শেষ পাঁচ মিনিটও যদি থাকে সেই বাকী সময়টুকুনও তাকে শেষবারের মতো ভালোবেসে নেয়ার ইচ্ছা মনের মধ্যে পোষণ করা শিখতে হয়।
ভালোবাসলে আজীবন তথা মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাওয়া শিখতে হয়।
ভালোবাসলে ভালো বাসার মতন 'ভালোবাসা' শিখতে হয় ♥️🌺👈

সিলেটের একমাত্র ঐতিহ্য বাহি সাত রঙের চা তামাবিল রোড সুরমা গেইট সিলেট  ゚
13/09/2025

সিলেটের একমাত্র ঐতিহ্য বাহি সাত রঙের চা তামাবিল রোড সুরমা গেইট সিলেট ゚

স্বার্থের এই পৃথিবীর স্বার্থপর মানুষ, স্বার্থের বিনিময়ে হারিয়ে ফেলে হুশ।কেউ নিজের স্বার্থে কাছে আসে, কেউ স্বার্থে পড়ে ভা...
11/09/2025

স্বার্থের এই পৃথিবীর স্বার্থপর মানুষ, স্বার্থের বিনিময়ে হারিয়ে ফেলে হুশ।

কেউ নিজের স্বার্থে কাছে আসে, কেউ স্বার্থে পড়ে ভালোবাসে, কেউ বা স্বার্থের ঊর্ধ্বে ও ভালোবাসে।

কেউ ভালোবাসার স্বার্থে ভুলতে পারে নিজের পরিচয়, কেউ সেই ভালোবাসার সুযোগ নিয়ে করে অভিনয়।

আসলে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউই কারো নয়, নিজের চেয়ে কাউকে বেশি ভালোবাসাও নিজের সাথে স্বার্থপরতা ই হয়।

তাই এই পৃথিবীতে আমরা সবাই ই স্বার্থপর, কেউ নিজের জন্য হয় স্বার্থপর, কেউ প্রিয় মানুষ গুলোর জন্য হয় স্বার্থপর, কেউ ভালোবাসার জন্য হয় স্বার্থপর। 👈👈

সাত রঙের চা এন্ড ক্যাফের পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা 🌹
09/09/2025

সাত রঙের চা এন্ড ক্যাফের পক্ষ থেকে সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা 🌹

08/09/2025
good night 🌺🌹📢
07/09/2025

good night 🌺🌹📢

অর্থ মানুষকে বড় করে না
05/09/2025

অর্থ মানুষকে বড় করে না

Address

সাত রঙের চা, তামাবিল রোড, সুরমা গেইট, সিলেট
Sylhet
3103

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801765555955

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাত রঙের চা - সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share